আপনি চাইলেই আপনার ফোন থেকে অন্যের ফোন কন্ট্রোল করতে পারবেন। যেমন কন্ট্রোল করা যেত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার। পরবর্তীতে মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল করার সিস্টেম আসছে। আসুন দেখি কিভাবে মোবাইল দিয়ে মোবাইল কন্ট্রোল করবো।
কন্ট্রোল করার জন্য আমাদের প্রথম একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নাম :
Anydesk Remote Desktop Software
এই অ্যাপ টি উভয় মোবাইলেই লাগবে তাই উভয় মোবাইলেই ইনস্টল করুন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন।।
এরপর নিচের স্ক্রিনসট অনুযায়ী কাজ করুন।
প্রথমে আপনার ফোনে অ্যাপ ওপেন করুন
তারপর
অ্যাপ এর টিউটোরিয়াল দিবে, স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করুন।
এখন আপনি যেই মোবাইল কন্ট্রোল করতে চান সেটায় এই অ্যাপ ওপেন করুন।
আগের মত করুন
এরপর এখানে আপনাদের একটা কোড দেওয়া হবে সেই কোড টা আপনার ফোনে বসাতে হবে।
অন্যের মোবাইল থেকে এটা কপি করুন
আবার টিউটোরিয়াল দিবে স্ক্রিনের যেকোন জায়গায় ক্লিক করে কেটে দিন।
এর পর কানেক্টিং লেখা ভাসবে
এবার চোখ দিন অন্যের মোবাইল টিতে।
ওখানে কিছু অপশন অন করতে হবে।
এই দুইটা মার্ক করে ok তে ক্লিক করুন।
এর পর accept এ ক্লিক করুন
এর পর start now
কিছুক্ষন অপেক্ষা করুন
এবার any desk কে allow দিন
এরপর এখানে ক্লিক করে trace any files অন করে দিন
বাস হয়ে গেলো।
এখন আপনি আপনার ফোন থেকেই ওই ফোন কন্ট্রোল করতে পারবেন। মানে ওই ফোনের স্ক্রিন আপনার কাছে শো করবে আপনি যেখানে ক্লিক করবে সেখানেই ক্লিক পরবে অটোমেটিক, যেই ফাইলেই ঢুকবেন সেই ফাইলেই ওপেন হবে।
প্রথম সেটাপ কঠিন হলেও পরবর্তীতে এটা সেইভ হয়ে থাকে। এক ক্লিকেই হয়ে যায়।
তো আজ এই পর্যন্তই।
Tachara ekhane custom codes and custom password add kora jay asha kori data churi hobe na…?
এবং এটির জন্য কী ইন্টারনেট কানেকশন থাকতে হবে?
Manually hide kore niben