অন্যান্য সব স্ক্রিপ্ট এর মত আজকেও একটি স্ক্রিপ্ট নিয়ে এসেছি।এই স্ক্রিপ্টটি আপনার ব্লগার পেজ/পোস্ট এ অ্যাড করার মাধ্যমে Youtube Video Download করার অপশন অ্যাড করতে পারেন।

ব্লগারে আপনি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডের জন্য স্ক্রিপ্ট অ্যাড করে সেখান থেকে আলাদা ইনকাম করতে পারেন।আমরা অনেকেই ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকি,তার মাঝে Yt1s, savefrom net এগুলো বেশ জনপ্রিয়।আপনি চাইলে নিজের ওয়েবসাইট এ একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোড করার স্ক্রিপ্ট অ্যাড করার মাধ্যমে আপনার ওয়েবসাইট কে একটি ইউটিউব অডিও এবং ভিডিও ডাউনলোডার সাইটে রূপান্তরিত করতে পারেন।

এতে করে আপনার ওয়েবসাইটে আলাদা কিছু ভিজিটর পেয়ে যাবেন।সঙ্গে আপনার সাইটে যারা প্রতিদিন ভিজিট করে তারা আপনার ওয়েবসাইটে নতুন ফিচার দেখে আরো আকর্ষিত হয়ে আপনার ওয়েবসাইটের পার্মানেন্ট ভিজিটরে পরিণত হওয়ার অনেক বড় একটা সুযোগ রয়েছে।

তো আপনি যদি আপনার ব্লগার সাইটে Youtube Audio and Video Downloader script অ্যাড করতে চান, তবে নিচের স্টেপগুলো ফলো করুন :

ডেমো দেখতে এখানে ক্লিক করুন।



প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

এখন +(Plus) আইকনে ক্লিক করে নতুন পেজ বানান।

তারপর এখানে ক্লিক করুন।

HTML view সিলেক্ট করুন

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Age Calculator Script for Blogger|আপনার ব্লগার সাইটের জন্য বয়স গণনা করার ক্যালকুলেটর এর স্ক্রিপ্ট নিয়ে নিন।

তারপর এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে দিন।তারপর এখানে ক্লিক করে পেজটি পাবলিশ করে দিন।

পেজটি পাবলিশ হয়ে গেলে শেয়ার বাটনে ক্লিক করে Copy Link এ ক্লিক করে লিঙ্কটি কপি করে নিন।


তারপর অন্য ট্যাব এ গিয়ে লিঙ্কটি পেস্ট করে ok করে দিন।এবং দেখুন,আপনার সাইটটিতে Youtube Video Downloader অ্যাড হয়ে গেছে।

এখন আপনি চাইলে নিজেই ট্রাই করে দেখতে পারেন কাজ করে কি না!


বিশেষ দ্রষ্টব্য : স্ক্রিপ্টটিতে কিছু অ্যাড রয়েছে।ডাউনলোড বাটনে ক্লিক করলে অন্য পেজ ই redirect করে নিয়ে যাবে।আবারও আগের পেজ এ এসে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে।

 


 

আজকের মত এত টুকুই।পরবর্তীতে আরো ভালো কোনো স্ক্রিপ্ট পেলে সেটি নিয়ে পোস্ট করবো। পোস্টে কোনো ভুল – ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে ভুলবেন না।কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


 

8 thoughts on "Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।"

  1. Tushar Ahmed Author says:
    Mp3/Video Download hoy naa!
    1. Levi Author Post Creator says:
      আমার ডাউনলোড হয়।প্রুফ লাগল বলুন।আর আমি বলেই দিয়েছি যে, অন্য পেজ এ redirect করে নিয়ে যাবে।আবারও আগের পেজ এ এসে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে।
  2. Tushar Ahmed Author says:
    Aami desktop theke try korlaam, download a click dile kichui hoy naa! ?
    1. Levi Author Post Creator says:
      Check Telegram. Proof diyechi.
    1. Levi Author Post Creator says:
      ?
  3. Tushar Ahmed Author says:
    Mobile theke try korlam Via browser diye, download hoy naa!
    Google chrome theke try korlam, download hoy!
    Desktop theke hoy naa!
    1. Levi Author Post Creator says:
      ?

Leave a Reply