আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। এই এন্ড্রয়েড ফোনের RAM এবং ROM দুটোই দরকারি।
অনেক সময় দেয়া যায় যে আমার মতো যাদের কম রেম ও রম এর ফোন ব্যবহার করি তখন কিছু অ্যাপের সাইজ বড় হওয়ার কারণে ইন্টারনাল স্টোরেজ মানে রম এর জায়গা কম হওয়ার কারণে ঠিকমতো সেই অ্যাপ ব্যবহার করতে পারি না।
এর বিকল্প হিসেবে আপনি চাইলে আপনার মেমোরি কার্ড (SD Card) কেই রম হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপস ইন্সটল করতে হবে না। আপনার ফোনেই এই ব্যবস্থা আছে।
এমনিতেই তো কোনো অ্যাপস/গেমস ইন্সটল করার আগে যতখানি সাইজ দেখি ইন্সটল করার পর সেটার সাইজ দ্বিগুণ হয়ে যায় App Data/User Data, App Cache এর কারণে। তার ওপর যদি আগে থেকেই আপনার রম কম হয় তাহলেই হয়েছে। ফোন স্লো হওয়া শুরু।মনে করুন, আপনি একটা গেম ইন্সটল করলেন যেটার সাইজ আগে ছিলো ৩৫০ এমবি, এখন ইনস্টল করার পর দেখলেন ঐ গেমের সাইজ দ্বিগুণ হয়ে ৬০০ এমবি হয়ে গেছে। মানে আপনার ফোন মেমোরি থেকে ৬০০ এমবি জায়গা দখল করেছে ঐ গেম।
কিন্তু যদি ঐ ৬০০ এমবি আপনার ফোন মেমোরির জায়গার বদলে আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করে তখন নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হওয়ার কথা না।
তবে একটা কথা বলে রাখি আপনি এই পদ্ধতিতে সরাসরি কোনো অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে ইন্সটল করতে পারবেন না। আগে আপনাকে সেই অ্যাপ বা গেম ফোন মেমোরিতে ইন্সটল করতে হবে, তারপর সেটা মেমোরি কার্ডে মুভ বা সরাতে পারবেন। এতে করে আপনি যে অ্যাপকে মেমোরি কার্ডে মুভ করবেন সেটা আপনার ফোন মেমোরির জায়গা দখল করতে পারবে না, বরং আপনার মেমোরি কার্ডের জায়গা ব্যবহার করবে।
যেহেতু আগেই বলেছি যে, এরজন্য আপনার কোনো প্রকার অ্যাপ ইন্সটল করার দরকার হবে না, তাই এটি আরো ভালো ভাবে করবে। এবং আপনাকে বেশি ঝামেলা করতে হবে না।আমারও লো স্টোরেজ ডিভাইস। 1/8 GB(929mb/5GB) ? এত কম রেম ও রম নিয়ে বড় অ্যাপ ব্যবহার করা, বড় গেম খেলা যে কি ঝামেলা সেটা আমি জানি। তবে অ্যাপস, গেমস মেমোরি কার্ডে মুভ করে এখন ভালোভাবেই ব্যবহার করতে পারছি। ??
যদি আপনারও রেম ও রম কম হয় এবং আপনি যদি চান যে অ্যাপস আপনার ফোন মেমোরির পরিবর্তে মেমোরি কার্ডের জায়গায় চলুক তাহলে এই পোষ্ট আপনার জন্য।
এবার দেখুন কিভাবে মেমোরি কার্ডে মুভ করবেন।সবার প্রথমে আপনাকে আপনার ফোনের Settings এ গিয়ে প্রথমবারের মতো এই অপশন চালু করতে হবে, পরেরবার আপনি সরাসরি মেমোরি কার্ডে মুভ করতে পারবেন।
এরপর System এ ক্লিক করুন।
এখন আপনি Developer options এ ক্লিক করুন।
এবার Developer options এর একদম নিচে এসে দেখুন Force allow apps on external নামে একটা অপশন, এটা অন করলেই আপনার মেমোরি কার্ডে মুভ করার সুবিধা চালু হয়ে যাবে।
এখন আপনি সেটিংস থেকে বেরিয়ে এসে আপনার ফোন একবার Restart বা Reboot করে যে অ্যাপ বা গেমকে মেমোরি কার্ডে মুভ করতে চান সেই অ্যাপের আইকনে ততক্ষন পর্যন্ত টাচ করে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত App info লেখা না আসে। তার এই App info তে ক্লিক করুন।
এরপর সেই অ্যাপের Storage এ ক্লিক করুন।
দেখুন সেখানে CHANGE নামে এটা নতুন অপশন চালু হয়েছে, সেটাতে ক্লিক করুন।
তারপর SD Card এ ক্লিক করুন।
তারপর MOVE নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।
এবার দেখতে পাবেন Moving লেখা উঠে 10% দেখাচ্ছে কিন্তু এই 10% এর উপরে আর উঠবে না তবে চিন্তার কোনো কারণ নেই, এটা এমনি দেখাবে কিন্তু মুভ হবেই।
ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার অ্যাপ মেমোরি কার্ডে মুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে আপনার দরকার অনুযায়ী অ্যাপস মেমোরি কার্ডে মুভ করতে পারবেন। তবে পরেরবার আর আপনাকে Settings এ গিয়ে Developer options এ যেতে হবে না। সরাসরি যে অ্যাপ মেমোরি কার্ডে মুভ করতে চান সেটার App info তে গিয়ে যেভাবে দেখালাম সেভাবে মুভ করুন।
আশা করছি আমার এই পোষ্ট আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগুক বা খারাপ লাগুক দয়া করে জানাবেন। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন, নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন, ধন্যবাদ।
কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID
Ami to jani
Thanks for sharing
device: Xiamoi Mi A2 lite
Android 10
phn rebot dewar por o ase na❌❌❌