হ্যালো সবাইকে আবারো স্বাগতম Trickbd.com এ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা একটি এসইও (SEO) ফ্রেন্ডলি আর্টিকেল বা পোস্ট লিখবেন।

আমাদের মধ্য অনেকেই আছি যারা অনলাইনে আর্টিকেল লিখে থাকি। কিন্তু আপনি কি জানেন একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট একটি সাইটে থাকা বা না থাকা একই সমান। এত কষ্ট করে একটি আর্টিকেল লিখার পর সেটার যদি কোনো মূল্যই না থাকে তাহলে তো এর কোনো মানেই নেই। তো তাদের জন্যই আজকের এই পোস্ট টি। যারা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল করতে পারেন না, তারা এই পোস্ট টি দেখার পর আশা করি বুঝতে পারবেন এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখতে হয়। এবং বুঝতে পারবেন আপনার আর্টিকেল টি এসইও ফ্রেন্ডলি কি না?

এসইও ফেন্ডলি পোস্ট লিখার উপায়!

১. কী-ওয়ার্ড রিসার্চ করা

একটি মানসম্মত আর্টিকেল লেখার পূর্বে অবশ্যই কিছু সময় নিয়ে কী-ওয়ার্ড রিসার্চ করে নেওয়া উচিত৷
আপনি যদি কী-ওয়ার্ড রিসার্চ না করেই আর্টিকেল লিখে পাবলিশ করেন,তবে সেটি কখনো গুগলে র্যাংক (rank) করবে না৷ তার জন্য আপনাকে একটি সঠিক কি-ওয়ার্ড বাছাই করে নিতে হবে। সঠিক কী-ওয়ার্ড বাছাই বলতে বুঝানো হয়েছে লং টেইল কী-ওয়ার্ড বাছাই করা যেটি অনেক বেশি নির্দিষ্ট৷ যার ফলে আপনি টার্গেট করা ভিজিটর পাবেন৷

২. আকর্ষণীয় শিরোনাম বা হেডিং তৈরি করা

আপনার উচিত হবে আপনার কি-ওয়ার্ড প্রধান হেডিংএ ব্যবহার করা৷ এছাড়া আরও কিছু শব্দ যোগ করবেন যেন ব্লগের আর্টিকেল সম্পর্কে বর্ণনামূলক হয়৷

এর ফলে যখন একজন ভিজিটর আপনার আর্টিকেলের হেডিংটি পড়বে তখন আপনার আর্টিকেলটি কোন বিষয়ে লেখা তা ধারণা করতে পারবে৷
আপনি আপনার কী- ওয়ার্ডটি স্টার্টিং হেডিং ব্যবহার করবেন, কারণ গবেষণায় দেখা গেছে এটি সার্চ ইঞ্জিনের প্রথমে আসতে সাহায্য করে৷

৩.সঠিক হেডিং ও সাবহেডিং ব্যবহার করা

সবসময় আপনার মনে রাখতে হবে যে আর্টিকেলের ভেতরে একটি মাত্র H1 হেডিং ব্যবহার করতে হবে এবং যেটি আপনার ব্লগ পোস্টের টাইটেল হওয়া উচিত৷
তারপর আপনি আপনার কনটেস্ট রাইটিং শুরু করবেন H2 ও H3 ব্যবহার করে, আপনার কনটেন্টটি বিভিন্নভাগে ভাগ করে নিবেন৷
সঠিকভাবে হেডিং ব্যবহার করতে পারলে অন পেজ অপটিমাইজেশন এর জন্য অনেক উপকারী হবে৷ ফলে যখন সার্চ ইঞ্জিন ক্রলারস আপনার আর্টিকেলটি ক্রল করবে তখন সহজে বুঝতে পারবে কী আপনি লিখেছেন৷

৪. ইমেজ ব্যবহার করা

যখনই ব্লগের জন্য আর্টিকেল লিখবেন সেই কনটেন্টে ইমেজ ব্যবহার করতে ভুলবেন না৷
কারণ, ইমেজ আর্টিকেলকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে৷ একটা লম্বা প্যারাগ্রাফে একটি ইমেজ ব্যবহার করতে পারেন৷
উল্লেখ্য, ইমেজ ব্যবহার করার সময় ইমেজের Alt ট্যাগ দিতে ভুলবেন না৷
ইমেজের Alt ট্যাগে প্রাসঙ্গিক আরও কী ওয়ার্ড ব্যবহার করা উচিত৷ কেননা, এটি সার্চ ইঞ্জিনে ইমেজ র্যাংক করতে সাহায্য করবে৷

৫. সঠিক পারমালিংক তৈরি করা

আপনি পারমালিংকে প্রাসঙ্গিক কী ওয়ার্ড ব্যবহার করতে পারেন৷ এটি পাঠক ও সার্চ ইঞ্জিনকে সাহায্য করবে আপনি কী বিষয়ে আপনার ব্লগ আর্টিকেলটি লিখেছেন৷
আপনি যদি দীর্ঘদিন ব্লগিং করতে চান, তবে সাল বা বছর (যেমন ২০২১) ব্যবহার করা বন্ধ করুন৷

কারণ ২০২১ সাল শেষ হওয়ার পর কেউ আর ২০২১ লিখে সার্চ করবে না৷ তখন মানুষ ২০২২ লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দিবে৷
পরে আপনাকে আপনার পারমালিংক পরিবর্তন করতে হবে, এতে করে সার্চ ইঞ্জিন র্যাংকিং প্রভাবিত করবে৷ আর পরিবর্তন করা পারমালিংকটি 404 error দেখাবে৷
এই কারণে রাতারাতি আপনার র্যাংক করা আর্টিকেলটি সার্চ ইঞ্জিন থেকে উধাও হয়ে যাবে৷
সুতরাং পারমালিংকে সাল ব্যবহার এড়িয়ে চলুন৷
তবে হ্যাঁ, আপনি যদি trendy blogger হন, তবে সাল ব্যবহার করতে পারেন৷ কারণ এগুলো শুধু একবছরের জন্যই সার্চ করা হয়৷

৬. বিস্তারিত পোস্ট লিখুন

যখনই কোনো ব্লগ আর্টিকেল লিখতে বসবেন,আর্টিকেলটি ঐ বিষয়ে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন৷ যাতে করে ভিজিটররা আর্টিকেলটি পড়ে কোনো সন্দেহ পোষণ না করে, কমপক্ষে কিছু জ্ঞান আহরণ করতে পারে ঐ আর্টিকেল থেকে৷

৭. ইউনিক আর্টিকেল লেখা

সর্বদা কপিমুক্ত ইউনিক পোস্ট লেখার চেষ্টা করবেন৷ ইউনিক বলতে বুঝাচ্ছি, এমন আর্টিকেল লিখতে হবে যেটা আর কোথাও নেই৷ এই কারণে, আপনাকে নিজে নিজে কনটেন্ট লিখতে হবে, একদম কপি করা যাবে না তখন এটি ইউনিক বলে গণ্য হবে৷

৮. আর্টিকেলের দৈর্ঘ্য অপ্টিমাইজড করা

সবসময় আর্টিকেলটি ৮০০ এর অধিক শব্দে লেখার প্রচেষ্টা চালাবেন৷ কারণ গুগল বড় আর্টিকেল খুব পছন্দ করে৷ এছাড়া বড় আর্টিকেল খুব তথ্যবহুল হয়ে থাকে৷
আর্টিকেল লেখার সময় কী ওয়ার্ড ডেনসিটি ১ থেকে ১.১৫% এর মধ্য রাখবেন যেটা Seo এর জন্য আদর্শ পরিমাপ৷

৯. পোস্টে ইন্টারলিংক তৈরি করা

ইন্টারলিংকিং Seo এর জন্য সেরা ও কার্যকরী একটি কৌশল৷ এটির ফলে ব্যবহার অভিজ্ঞতা বাড়ে এবং সার্চ ইঞ্জিন ক্রলার কার্যকরভাবে আপনার ওয়েবসাইটটি ক্রল করতে পারে৷
এই ক্যাটাগরির প্রাসঙ্গিক পোস্টের সাথে অন্য পোস্টের ইন্টারলিংক করুন৷ ফলশ্রুতিতে ভিজিটর আরও বেশি তথ্য খুঁজে পাবে৷
ইন্টারলিংকিং করার সময় কী ওয়ার্ড ও আংকর টেক্সট ব্যবহার করতে চেষ্টা করবেন৷

১০. Seo প্লাগিং ব্যবহার করা

আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্লগিং শুরু করেন, তবে অবশ্যই Yoast plugin seo প্লাগিংটি ব্যবহার করতে পারেন৷
এটি আপনাকে Seo ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে সাজেশনস দিয়ে সাহায্য করবে৷ প্রায় ৭০-৮০% অন পেজ অপটিমাইজেশন Seo করে থাকে এই প্লাগিংটি৷

তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। এবং নিয়মিত Trickbd.com ভিজিট করবেন।

6 thoughts on "এসইও ফ্রেন্ডলি (Seo Friendly) পোস্ট লিখার নিয়ম"

  1. Tech Noyon Contributor says:
    Good tumi ekthi lekhar binimoiya kotho taka nao
  2. Md Saif Hasan Contributor Post Creator says:
    আসলে ভাই টাকার জন্য কাজ করি না। মানুষকে জানাতে চাই এবং নিজে জানতে চাই। ট্রিকবিডি যত দেয় তাতে সন্তুষ্ট। (১০ থেকে ৩০ টাকা)
    Fb: আমার ফেসবুক প্রোফাইল লিংক
    Amar new Site link: https://www.trickjano.xyz/
  3. Md Alamin Khan Contributor says:
    ভাই আমার ওয়েবসাইটটি একটু চেক করে দেখবেন ?
    Link- https://www.TechnologyTechNews24.xyz
  4. pattifleming Contributor says:
    আর্টিকেল লেখার সময় কী ওয়ার্ড ডেনসিটি ১ থেকে ১.১৫% এর মধ্য রাখবেন যেটা Seo এর জন্য আদর্শ পরিমাপ৷

    Link: https://drift-hunters.io

  5. thelaptopsguide Contributor says:
    I’ve been playing EverQuest for years, and I must say that the community is one of the friendliest I’ve ever come across. It’s always a pleasure to group up with helpful and kind players. Also don’t forget visit these blogs.
    https://legendaparafotosozinha.com/
  6. thelaptopsguide Contributor says:
    “Your blog has become my go-to resource for insightful and well-researched articles. I appreciate the time and effort you put into each post. The depth of your knowledge is evident, and it’s a pleasure to learn from you.”
    https://xn--80aeecaeabbidqg7auldfcngzlt57a.com/

Leave a Reply