হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই মেসেজ কীভাবে পাঠানো যায়? এই জিনিস টা আমরা অনেকেই খুঁজে থাকি। সাধারণভাবে নাম্বার সেভ করা ছাড়া হোয়াটসঅ্যাপের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে পাঠানো যায় না, যদি না অন্য প্রান্ত থেকে মেসেজ আসে।

আমরা জানি, হোয়াটসঅ্যাপ পৃথিবীর অন্যতম সেরা মেসেজিং অ্যাপ্লিকেশন। সাধারণ লোকজন থেকে শুরু করে অতি গুরুত্বপূর্ণ লোকজন তাদের যোগাযোগের জন্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

কিন্তু মেসেজ পাঠাতে আপনাকে আগে ঐ নাম্বারটি সেভ করতে হবে, তাহলে যদি ঐ নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অটো কানেক্ট হয়ে যাবে।   এখন আপনি আপনার বাসা খুজতে পারেন অনলাইনে খুব সহজে।

হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই মেসেজ কীভাবে পাঠানো যায়?

  • নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে প্রথমে আপনাকে ওয়েব ভার্শন তথা কম্পিউটার বা পিসি থেকে লগইন করতে হবে।
  • পিসি থেকে লগইন করতে হলে প্রথমে আপনাকে https://web.whatsapp.com ঠিকানায় যেতে হবে
  • লগইন করার জন্যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অন থাকা লাগবে।
  • এরপর আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এবং উপরে থ্রি ডটস আইকোনে ক্লিক করে লিংক ডিভাইস অপশনে গিয়ে পিসির কিউ আর কোডটি স্ক্যান করুন। তাহলে অটোমেটিক লগিন হয়ে যাবে ওয়েব ভার্শনে।
  • এর টাইপ করুন https://wa.me/numbers with country code
  • একটা উদাহরণ দিলাম, ধরুন, আপনি বাংলাদেশের নাম্বারে পাঠাবেন মেসেজ এবং আপনার নাম্বার 01812345678
  • তাহলে আপনার হবে এই রকম লিংক https://wa.me/+8801812345678
  • তারপর Continue to Chat এবং তারপর use WhatsApp Web ক্লিক করলেই আপনি মেসেজ করার অপশন পাবেন।

এভাবে খুব সহজে  হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই মেসেজ পাঠানো যায়। ব্লগটি ইংরেজি ভার্শনে পড়তে এখানে যান

আরও পড়ুন

 

12 thoughts on "হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা ছাড়াই মেসেজ কীভাবে পাঠানো যায়?"

  1. Levi Author says:
    পোস্টের সাথে স্ক্রীনশট যুক্ত করলে বুঝার সুবিধা হতো।
    1. W Zaman Contributor Post Creator says:
      এডিটের অপশন নেই, পরের পোস্টে স্ক্রিনশট যোগ করার চেষ্টা করবো
    2. Levi Author says:
      কি বলেন?এডিটর অপশন নেই??
    3. W Zaman Contributor Post Creator says:
      এইটা কোন জায়গাতে পাবো?
    4. Levi Author says:
      Dashboard এ গেলেই এডিট অপশন পেয়ে যাবেন।
  2. mdmamunrahman Contributor says:
    Update koro
    Screenshot diye
    Good
    1. W Zaman Contributor Post Creator says:
      There is no option for editing.
    2. Levi Author says:
      পোস্ট এডিট করার অপশন আছে।না থাকলে তো বলতাম না।
  3. abrno34 Author says:
    Eita Phone o kora jay
    1. W Zaman Contributor Post Creator says:
      জ্বি ভাই, যায় ব্রাইজার ব্যবহার করে।

      ধন্যবাদ আপনাকে

  4. HadisUddin Contributor says:
    Vai trickbdte post er bitor site link dile ki spam hishebe cinnito hoy

Leave a Reply