How to create a contact form using Telegram Bot Api
ব্লগারে কিছুদিন যাবত একটা সমস্যা দেখা যাচ্ছে।সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম কাজ করতেছে না।কন্টাক্ট ফর্ম থেকে মেসেজ সেন্ড করলে সেন্ডিং এ আটকে থাকে।মেসেজ ব্লগের এডমিন অব্দি পৌঁছায় না।কন্টাক্ট ফর্ম টা আর কাজ করতেছে না।
Contact Form কি জন্য কাজে লাগে সেটা অবশ্যই জানেন।আমাদের ব্লগ এর কোনো ভিজিটর এর যদি কোনো বিষয়ে সাহায্য লাগে,তবে তারা আমাদের সাথে এই কন্টাক্ট ফর্ম দিয়ে কন্টাক্ট করতে পারে মেইল করার মাধ্যমে।
কিন্তু সেই কন্টাক্ট ফর্ম গুলো কাজ করতেছে না।আমি ইতোমধ্যে অনেক কন্টাক্ট ফর্ম ট্রাই করে দেখেছি। একটাতেও কাজ করতেছে না।তারপর দেখা মেলে কিছু ব্লগ এর।যেখানে তারা কন্টাক্ট ফর্ম এর এই ইস্যু টা ফিক্স করার জন্য বিভিন্ন মেথড শেয়ার করেছেন।আমি আজকে সেটার ই একটা শেয়ার করবো আপনাদের সাথে।
আজকের পোস্টে দেখাবো কিভাবে কন্টাক্ট ফর্ম থেকে ভিজিটর দের মেইল একদম আমাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করবো।
টেলিগ্রাম তো আমরা অনেকেই ইউজ করি।টেলিগ্রাম এর ইউজার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।আমরা যারা টেলিগ্রাম ইউজ করি,তাদের মাঝে যারা ব্লগিং করি,তারা বেশিরভাগ সময় টেলিগ্রামে থাকি।কেমন হয়,যদি আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট ফর্ম এ কোনো ভিজিটর ফর্ম পূরণ করে তার সমস্যার কথা আমাদের মেইল করে ফর্ম থেকে এবং সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসে?
আশা করি আজকের টপিক টা আপনাদের ভালো লাগবে।কারণ এটি একটি ইউনিক টপিক।যেটি নিয়ে TrickBD তে এর আগে পোস্ট হয়নি।আমি এই ট্রিকটি Fineshopdesign থেকে পেয়েছি।যারা Plus Ui এর ডেভেলপার।
আজকের এই মেথডটি সব ব্লগেই কাজ করবে।চলুন শুরু করা যাক আজকের টপিক : Contact form using Telegram Api
ইন্সটল প্রসেস শুরু করার আগে এই ফর্মটির একটি ডেমো দেখে আসুন। Demo :
নিচের স্ক্রীনশট গুলো দেখুন,আমি এই কন্টাক্ট ফর্ম থেকে একটি মেইল সেন্ড করেছি।এবং সেটি আমার টেলিগ্রাম গ্রুপে চলে গেছে।
Install Process :
Step 1 : প্রথমে এই লিংক থেকে কোডগুলো কপি করে নিন।কিংবা এখানে ক্লিক করে কোডগুলো ডাউনলোড করে নিন।
Step 2 : এখন আমাদের দরকার হবে একটি টেলিগ্রাম বট এবং একটি টেলিগ্রাম গ্রুপ।গ্রুপটি অবশ্যই প্রাইভেট করে রাখবেন।কারণ আপনি অবশ্যই চাবেন না যে আপনার সাইটের ইউজার দের দেয়া মেইল অন্য কেউ দেখুক।টেলিগ্রাম গ্রুপটি প্রাইভেট করে রাখবেন।টেলিগ্রাম বট বানানো হয়ে গেলে সেই বট টি আপনার বানানো গ্রুপটি তে অ্যাড করে দিন।
Step 3 : আশা করি টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম বট বানাতে পেরেছেন।এটা দেখানোর মত জিনিস না,তাই আর দেখলাম না।এখন উপরে দেয়া কোড গুলো ওপেন করুন কোনো কোড এডিটর দিয়ে।তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো মতো বট টোকেন এর জায়গায় আপনার নতুন বানানো বট এর টোকেন টা দিবেন এবং 100গ্রুপ আইডি এর 100 না কেটে 100 এর পাশেই কোনো স্পেস ছাড়া আপনার গ্রুপ আইডি পেস্ট করে দিবেন।গ্রুপ আইডি পেতে Telegram Web এ যাবেন।তারপর আপনার নতুন বানানো গ্রুপ ওপেন করবেন।তারপর অ্যাড্রেস বার এ আপনার গ্রুপের ১০ ডিজিটের কোড পেয়ে যাবেন।ভালো করে দেখবেন,যেনো ১০ ডিজিটের হয়।কারণ ৯ ডিজিটের কোড হলে সেটি এই ফর্ম এ কাজ করে না।কেনো কাজ করে না সেটি এখনও আমার অজানা।
Step 4 : এখন সবগুলো কোড কপি করুন।
Step 5 : এবার যাবেন Blogger ড্যাশবোর্ড এ।তারপর যাবেন Pages এ।
Step 6 : এখন নতুন করে Contact Page ক্রিয়েট করুন।অথবা,আপনার আগের কন্টাক্ট পেজটি এডিট করুন।
Step 7 : তারপর HTML VIEW করে দিন।
Step 8 : এখন কোডগুলো পেস্ট করে দিন।তারপর পেজটি পাবলিশ করে দিন।
এখন আপনি ট্রাই করে দেখুন।আপনার কন্টাক্ট ফর্ম এর মেইল সোজা আপনার টেলিগ্রাম গ্রুপে চলে যাবে।
আরও পড়ুন – Best Food for Rottweiler Puppy
আজকে এই পর্যন্ত।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।অথবা সরাসরি কন্টাক্ট করতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপে।
লেটেস্ট ব্লগিং টিপস পেতে ভিজিট করুন : Blogpen
je kew chaile apnake ei bot er maddome je kono kicho pathaite parbe
bot er full access o niye nite parbe