আসসালামু আলাইকুম


তো কালকে Announce হয়ে গেল Google এর Pixel 7 এবং Pixel 7 Pro ডিভাইসগুলো। এই পোস্টে আমরা Pixel 7 এর সম্পর্কে জানব।

আগের পোস্ট: Pixel 7 Pro

Google Pixel 7

Display

গুগল পিক্সেল 7 এর 6.3″ ডিসপ্লে এর কারণে Pixel 6 এর থেকে কিছুটা ছোট। ফোনটি 155.6 x 73.2 x 8.7 মিমি এবং 197g। Galaxy S22 এবং iPhone 14 এর থেকেও ছোট, তাই একে মাঝারি আকারের বলা যায়।
ডিসপ্লেটি এখনও FHD+ রেজোলিউশন সহ একটি ফ্ল্যাট AMOLED প্যানেল তবে এটি পিক্সেল 6 ডিসপ্লের তুলনায় 25% বেশি পিক ব্রাইটনেস রয়েছে। যদিও এই নতুন প্যানেলে এখনও শুধুমাত্র 90Hz রিফ্রেশ রেট রয়েছে। আমরা এই বছর 120Hz দেখতে পছন্দ করতাম। কিন্তু এই ফোনটির Galaxy S22 এবং iPhone 14 থেকে সস্তা।

Processor
Pixel 7 প্রো মডেলের তুলনায় বেশ সস্তা এবং লক্ষণীয়ভাবে ছোটও। 6a এর মতো ছোট নয়, তবে এটি প্রিমিয়াম পিক্সেলের মতো ছোট। প্রো-এর মতো, টেনসর জি 2 এসেছে ফোনটি (6a তে আগের টেনসর চিপ ব্যবহার করা হয়েছে)।

Performance
Google Pixel 7 এ RAM 8GB এবং 128GB এবং 256GB স্টোরেজের মধ্যে একটি পছন্দ করে নেওয়া যাবে। আগের মডেলের মতো, Pixel 7 এবং 7 Pro-তে 3টি বড় OS আপডেট (এগুলি v16- পর্যন্ত আপডেট দেবে) এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

Battery
Pixel 7- এখন আরো পাতলা ফোন মানে হল এটির ব্যাটারি রয়েছে, 4,355mAh (যা আগের বছরের Pixel 6 এর 4,614mAh থেকে কম)। যাইহোক, আরও দক্ষ হার্ডওয়্যারের অর্থ হল এক্সট্রিম ব্যাটারি সেভার মোড। এটি স্ট্যান্ড বাই ভাবে রেখে দিলে ৭২ ঘন্টা পর্যন্ত চলবে। আর নরমাল ইউজে ৩১ ঘণ্টা এর কাছাকাছি পাওয়া যাবে।

Camera
Pro এর মতো, Pixel 7 এ একটি 50MP মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে (1/1.31”, 1.2µm)। এটিতে একটি 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত হয়েছে ।
আসুন সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে একটি উচ্চ রেজোলিউশন সেন্সর রয়েছে, 10.8MP (গত বছরের 8MP থেকে বেশি), এবং এটি ওয়াইড শট নিতে পারবে – 92.8° (84° থেকে উপরে)। একই Pro এর জন্য বলা যায়, যা একই ক্যামেরা মডিউল ব্যবহার করে।

Price
এই ফোনটির বেজ ভ্যারিয়েন্ট ১২৮ জিবি এর মূল্য ৬০০ ডলার যা বাংলাদেশী টাকায় ৬৩ হাজার টাকার আশেপাশে। তবে বাংলাদেশে আসলে এর দাম অনেকখানি বেড়ে যাবে

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

20 thoughts on "বহু প্রতীক্ষিত Pixel 7 এর ফুল স্পেসিফিকেশন।"

  1. Hridoy Islam Contributor says:
    Galaxy S22 ডিসপ্লে 6.1 inc আর Iphone 14 তে 6.1 inc । তো এই দুইটার থেকে Pixel 7 এর ডিসপ্লে ছোটা হয় কেমনে!
    1. Ashraful Author Post Creator says:
      Ami oivabe boli. Ami bolchi oi duita phone er thekeo soto. Valo kore dekhen. Ami etake majhari bolechi. Soto na
    2. MD Zakaria Contributor says:
      Eitai perfect size,
  2. Amit Baidya Author says:
    Camera Sai Hobe, Google Ar Camera Dkce Onak High Take
    1. MD Zakaria Contributor says:
      Pixel er camera বরাবই বেস্ট
    2. Amit Baidya Author says:
      হ্যা
  3. Najmul Nazu Author says:
    প্রসেসরের নাম তো খুজে পাইলাম না। আর বাংলাদেশে এটা ৭০হাজার ক্রস করবে!
    1. Ashraful Author Post Creator says:
      Tensor G2. Valo kore dekhen deoa ache.
    2. MD Zakaria Contributor says:
      Processor নিয়ে আলাদা সেকশন দিয়েছে, প্রসেসর হিসেবে আছে গুগলের নিজস্ব প্রসেসর Tensor G2
  4. MD Zakaria Contributor says:
    এবারের পিক্সেল সিরিজ নিয়ে আমি অনেক আশাবাদী, দেখি বাংলাদেশী রিভিউয়ার হাতে আসুক তারা কি বলে।
    1. Amit Baidya Author says:
      তা আর বলতে হয় গুগল মনেই আগুন ভাই
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জ্বি ভাই ঠিক বলেছেন
  5. Xein Ahmed Author says:
    oshompurno specs? snapdragon use kora hoise nuh?
    1. Ashraful Author Post Creator says:
      Google aar Samsung mile ei processor ta toiri koreche. Tensor G2
    2. MD Zakaria Contributor says:
      SD na use kora hoyni, eta google er nijessho chip
    3. Xein Ahmed Author says:
      hopefully snapdragon theke btr expect kora jay? ithinkno? snapdragon latest er sthe pere uthbena
  6. Aubdulla Al Muhit Contributor says:
    Md ashraful ভাই । অনেক অনেক ধন্যবাদ ট্রিকবিডিতে নিয়মিত লেখালেখির জন্য ।
    1. Ashraful Author Post Creator says:
      ?

Leave a Reply