আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আপনারা সবাই কেমন আছেন?
আজকে আমি আপনাদের জন্য খুবই দরকারী একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি। আশাকরি টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
আগামী ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল জগতের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা বিশ্বকাপ ফুটবল। ফুটবলের এই আসর ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। ২০১৮ সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, এরপর ২০২২ সালে কাতারে ৩২ টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের উত্তেজনার পারদ সবসময় শীর্ষে থাকে। এই বিশ্বকাপ ঘিরে আমাদের আয়োজনের কোন শেষ থাকে না। এতোকিছুর পরেও ফুটবল খেলা দেখা নিয়ে একটা সমস্যা আমাদের মাঝে থেকেই যায়। আমি আজকে আপনাদের জন্য সহজ সমাধান নিয়ে এসেছি। আপনারা কিভাবে স্মার্টফোনে অ্যাপের সাহায্যে খেলা দেখবেন এবং পিসির জন্য জনপ্রিয় একটা ওয়েবসাইটে কিভাবে খেলা দেখবেন সেটাই দেখাবো। যারা রেগুলার ফুটবল খেলা দেখেন তারা হয়তো আগে থেকেই জানেন। তবে যারা জানেন না আমার আজকের আর্টিকেলটি মূলত তাদের জন্যই। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আপনারা খেলা দেখার অনেক উপায় জানেন কিন্ত অনেকেই আছেন যারা জানেন না কিভাবে খেলা দেখবেন। আমার এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য।
প্রথমে খেলার সিডিউলটা এককবার দেখে নিতে পারেন। এবং ডাউনলোড করতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফিফার অফিসিয়াল সিডিউল দুইটা ফরমেটে ডাউনলোড করতে পারবেন, একটা PDF ফরম্যাটে যেটার সাইজ ৮.৫ এমবি অন্যটা JPG ফরমেটে যেটার সাইজ ১ এমবি।
সিডিউলের টাইমের সাথে +৩ ঘন্টা যোগ করতে হবে।
DOWNLOAD PDF
DOWNLOAD JPG
এখন দেখাবো কিভাবে এন্ড্রয়েড স্মার্টফোনে খেলা দেখবেন
১. প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
DOWNLOAD
২. ডাউনলোড শেষ হলে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন।
৩. এরকম একটা পপআপ দেখতে পাবেন [আপনাকে YTV Player ডাউনলোড করতে বলবে]। “GET APP” বাটনে ক্লিক করুন।
৪. পপআপ বাটনটি আপনাকে প্লেস্টোরে নিয়ে যাবে, সেখান থেকে নিচের অ্যাপটি ডাউনলোড করুন।
অথবা নিচের ডিরেক্ট লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
DOWNLOAD
OR
DOWNLOAD
৫. এবার “Yacine TV” অ্যাপটি ওপেন করুন।
৬. উপরের তিনটা অপশন থেকে যেকোন একটা সিলেক্ট করুন।
মোবাইল ডাটায় হাই রেজুলেশনের ভিডিও স্ট্রিমিং করলে বাফারিং করতে পারে। তাই আপনি যদি মোবাইল ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে 720P অথবা 360P অথবা 244P সিলেক্ট করুন। আর যদি ব্রডব্যান্ড ইউজার হয়ে থাকেন তাহলে 1280P অথবা 720P সিলেক্ট করুন।
৭. এবার এখান থেকে beIN SPORTS 1 অথবা beIN SPORTS 2 ওপেন করে ফুটবল খেলা এনজয় করুন।
যদি নিচের মতো ইরর দেখায় তাহলে ভিপিএন ব্যবহার করুন।
[ProtonVPN] বর্তমান সময়ের বহুল ব্যবহৃত, সিকিউর এবং ফ্রী ভিপিএন
পিসি ইউজাররা Bluestack অথবা অন্যকোন এন্ড্রয়েড ইমুলেটর দিয়ে উপরের ট্রিকটি ফলো করে খেলা দেখতে পারেন। অথবা নিচের ওয়েবসাইট থেকে খেলা দেখতে পারেন।
WATCH LIVE FOOTBALL
আপনার প্রিয় ফুটবল দলের জন্য আমার শুভকামনা রইল। ২০ তারিখের পরে নতুন কোন ট্রিকস নিয়ে আসার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
কোনকিছু বুঝতে যদি অসুবিধা হয় বা কোথাও কোন সমস্যার মুখোমুখি হোন তাহলে নিচে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার।
ভুলত্রুটি মার্জনা করবেন। আমার এই ট্রিকটি আপনার উপকারে এসে থাকে তাহলে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমার ছোট্ট একটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।
এতো ঝামেলা করে কোন লাভ আছে..?
Yacine Tv apk ta best!
Bein sports er channels gula full hd te smoothly chole,
Yallashoot majhe majhe problem kore.
Thanks for the app and schedule chart.