শেষ পর্যন্ত কানাডার মোবাইল ফোনসেট
নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির পরিচয়ই
দাঁড়াতে পারে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা
হিসেবেই। বাজারে প্রিভ নামে অ্যান্ড্রয়েড
সফটওয়্যার চালিত ফোন আনার পর কিছুটা ঘুরে
দাঁড়িয়েছে ব্ল্যাকবেরি। ১৮ ডিসেম্বর
ব্ল্যাকবেরির প্রান্তিক আয় ঘোষণার সময়
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন আরও
অ্যান্ড্রয়েডচালিত ফোন বাজারে আনার ইঙ্গিত
দিয়েছেন।
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মাসে
অর্থাৎ গত প্রান্তিকে তার আগের তিন মাসের
তুলনায় লোকসান কমেছে ব্ল্যাকবেরির। গত দুই
বছরের মধ্যে প্রতিটি প্রান্তিক তুলনায় করে দেখা
গেছে গত প্রান্তিকে কিছুটা আয় বেড়েছে তাদের।
এর মধ্যে ব্ল্যাকবেরির সফটওয়্যার থেকে আয়ের
ধারা ঊর্ধ্বমুখী।
জন চেন মনে করছেন, ২০১৭ সালের মার্চ থেকে
স্মার্টফোনের সফটওয়্যার লাইসেন্স ও
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বিক্রি করে
লাভের ধারায় ফেরার লক্ষ্য নির্ধারণ করেছে
প্রতিষ্ঠানটি।
জন চেন বলেন, ‘আমরা অন্যান্য অ্যান্ড্রয়েড
ফোনের কথা ভাবছি কিন্তু তা নির্ভর করছে
বাজারে প্রিভের সফলতার ওপর। আমরা যদি ফোন
ব্যবসা থেকে আয় করতে না পারি তবে ফোন ব্যবসা
থেকে সরে যাব। অর্থাৎ হার্ডওয়্যার ব্যবসা করব না।
আমাদের অসংখ্য সফটওয়্যার আছে যা অ্যান্ড্রয়েড
ছাড়াও অ্যাপল ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা
যেতে পারে। আমরা ডিভাইস তৈরি ও লাইসেন্স
বিক্রি—এই দুইভাবেই বাজারে থাকতে পারি।’
ব্ল্যাকবেরি জানিয়েছে, ২৮ নভেম্বর শেষ হওয়া
প্রান্তিকে ব্ল্যাকবেরির আট কোটি ৯০ লাখ ডলার
লোকসান হয়েছে—যা তার আগের প্রান্তিকে ছিল
১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের এই
সময়ের তুলনায় ব্ল্যাকবেরির আয় ৩১ শতাংশ কমে
গেছে। তবে টানা নয় প্রান্তিক শেষে ১২ শতাংশ
আয় বাড়ার আভাস দেখা গেছে। গত চার
প্রান্তিকের মধ্যে গত প্রান্তিকে স্মার্টফোন
বিক্রি বেড়েছে ব্ল্যাকবেরির। গত প্রান্তিকে সাত
বছরের এই সময়ের তুলনায় এক লাখ ইউনিট কম। তবে
স্মার্টফোন বিক্রির গড় দাম ২৪০ মার্কিন ডলার
থেকে ৩১৫ মার্কিন ডলার হয়েছে।
কোম্পানি হিসেবে ব্ল্যাকবেরির গড় মূল্য ৪১০
কোটি মার্কিন ডলার সেখানে অ্যাপলের দাম ছয়
হাজার কোটি মার্কিন ডলার। তথ্যসূত্র: রয়টার্স ও
বিবিসি।
ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসবেন
3GTune.Com
ফেসবুকে আমি