চলুন তাহলেআরকথানা বাড়িয়ে বিস্তারিতরিভিউয়েরদিকে এগিয়েযাই,শুরুতেইদেখে নিইWaltonPrimoNX3
এর স্পেসিফিকেশনহাইলাইটস–
অ্যান্ড্রয়েড৫ .১ ললিপপঅপারেটিংসিস্টেম
গরিলাগ্লাস৩সমৃদ্ধ৫ .৫ ইঞ্চিরসুপারঅ্যামোলেড ডিসপ্লে
১. ৩গিগাহার্টজ অক্টাকোরপ্রসেসর
২ গিগাবাইটর্যাম
মালিT 720জিপিউ
১৩ মেগাপিক্সেলরিয়ারক্যামেরা
৫ মেগাপিক্সেলফ্রন্ট ক্যামেরা
ইউএসবি টাইপসি
ওটিজিসাপোর্ট
৩,১৫০মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম- পলিমারব্যাটারী
আনবক্সিং:
PrimoNX3কিনলেআপনিযেশুধু ফোন পাচ্ছেনএমনটানয়,এরসাথে আরও আছে-
ইউজারম্যানুয়াল
ওয়ারেন্টিকার্ড
ব্যাটারি
চার্জারঅ্যাডাপ্টার
ডাটাক্যাবল
ওটিজিক্যাবল
ইয়ারফোন
অপারেটিংসিস্টেম:
এখনকারউন্নতফোনগুলোরমতো PrimoNX 3 তে-ও অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণঅ্যান্ড্রয়েড৫.
১ললিপপ অপারেটিংসিস্টেমব্যবহৃত হয়েছে।তবেএতেস্টকঅ্যান্ড্রয়েড ব্যবহারনা করেকিছুটা কাস্টোমাইজডকরেব্যবহৃতহয়েছে।
ডিজাইন, বিল্ডকোয়ালিটিও ডিসপ্লেঃ
আকর্ষণীয়ও নজরকাড়াডিজাইনের এইফোনদেখলেই‘ Loveatfirstsight ’এর মতো অবস্থাহয়েযাবে!
এবারআসিবিল্ডকোয়ালিটিতে
,এর উপরআরনিচের অংশেযথাক্রমে৩. ৫ মিলিমিটার অডিওপোর্টও ইউএসবি Type- C পোর্ট থাকলেওভলিউম কীওপাওয়ারকী দুটোইএকপার্শ্বে।
ফোনটির সামনেরদিকেআছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর আরপেছনেরদিকে উপরেরঅংশেআছেরিয়ার ক্যামেরারলেন্সওফ্ল্যাশলাইট আরনিচেরদিকেস্পীকার।১৫৫ মিলিমিটারউচ্চতারএই ফোনটি প্রস্থে৭৬. ৪ মিলিমিটারআরএর পুরুত্ব মাত্র৭.৪ মিলিমিটারও ওজন ১৫৫গ্রাম

(ব্যাটারিসহ)
এবারআসিডিসপ্লেতে,এই ফোনে৫ .৫ ইঞ্চিরসুপারঅ্যামোলেডডিসপ্লেব্যবহারকরাহয়েছে,
আরএরডিসপ্লের রেজ্যুলেশন১২৮০x৭২০পিক্সেল। সুপারঅ্যামোলেডডিসপ্লের কারণেএর ভিউয়িংঅ্যাঙ্গেলমনোমুগ্ধকর।
ইউজারইন্টারফেস:
ওয়ালটনেরPrimoNX3 ফোনটিতে কাস্টোমাইজডওএসব্যবহৃতহওয়ায় এতেআলাদাকোন অ্যাপড্রয়ারনেই-
এইফোনেবিভিন্নধরণের থিম ব্যবহারের সুবিধাওআছে:
প্রসেসর ,জিপিউ ও অন্যান্য:
১. ৩গিগাহার্টজগতির অক্টাকোর প্রসেসরেরএই ফোনেমিডিয়াটেকের৬৪ বিটচিপসেটMT6753 ও মালি T720
জিপিউব্যবহৃতহয়েছে।
গেমিংপারফরম্যান্স:
৬৪বিটচিপসেট,অক্টাকোর প্রসেসর ও মালিটি৭২০জিপিউসমৃদ্ধPrimoNX 3
এর গেমিংপারফরম্যান্সচমৎকার
,আরএতে২গিগাবাইটর্যামথাকায় এইচডিগেমবেশস্মুথলিখেলাযায়।এইফোনেঅ্যাসফাল্ট৮ ,দ্যরুম থ্রি,
গ্র্যান্ডথেফটঅটো ,হিরোস অব৭১প্রভৃতিজনপ্রিয় গেমকোন ধরণেরল্যাগিংছাড়াই খেলাগেছে।
স্টোরেজ ও র্যাম:
১৬গিগাবাইট ইন্টারনালমেমোরীরPrimoNX3 এ ৬৪গিগাবাইটপর্যন্ত এক্সটারনালমাইক্রো-এসডিকার্ডব্যবহারকরাযায়।এছাড়াএতেOTG সুবিধাথাকায়এতে পেনড্রাইভ,
এক্সটারনালহার্ডডিস্কসহবিভিন্ন ধরণেরইউএসবিড্রাইভ ব্যবহারকরেও স্টোরেজ বৃদ্ধি করতেপারবেন। অন্যদিকেএই ফোনের ২ গিগাবাইট র্যামেরমধ্যেপ্রায়১৯২৮মেগাবাইট ব্যবহারযোগ্য,যেখানে বুট আপেরপর র্যামেরপ্রায়অর্ধেকফাঁকা থাকে।
মাল্টিমিডিয়া:
DTSমিউজিকসিস্টেমথাকার কারণেPrimoNX3 এরঅডিও সাউন্ডকোয়ালিটি দারুণ
,সেইসাথেএরহেডফোনটির সাউন্ডকোয়ালিটিওচমৎকার লেগেছে।এইফোনেআরোআছে এফএম রেডিও, সেইসাথেএফএম রেডিওরেকর্ডারথাকায় পছন্দেররেডিও প্রোগ্রামঅনায়াসে রেকর্ডকরতেপারবেন।
অন্যদিকেএরডিসপ্লেসুপার অ্যামোলেডহওয়ায়ভিডিও এক্সপেরিয়েন্সচমৎকার,এই ফোনে১০৮০পিফুলএইচডিভিডিও কোনধরণের ল্যাগছাড়াইচলে।
ক্যামেরা:
PrimoNX3এর১৩ মেগাপিক্সেলরিয়ার ক্যামেরায়প্রফেশনাল ক্যামেরামুড থাকায়আপনিঅনায়াসেই বেশভালোছবিতুলতেপারবেন। আরসেইসাথেBSIসেন্সর
,ওটোফোকাস ,টাচফোকাস ,
ডিজিটালজুম,সেলফ-
টাইমারপ্রভৃতিফিচারতো থাকছেই।এই ফোনের ক্যামেরারএকটি উল্লেখযোগ্য দিকহলোএতে আলট্রা-পিক্সেল ফাংশন থাকায়আপনি৬৪ মেগাপিক্সেল রেজোল্যুশনেছবিক্যাপচার করতেপারবেন।
PrimoNX3এরক্যামেরা সেটিংস এর স্ক্রীনশট–
PrimoNX3এরক্যামেরায় তোলাছবিঃ
BSI সেন্সরযুক্ত৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায়তুলতেপারেন পছন্দসইসেলফি–
কানেক্টিভিটি:
ডুয়েলসিমসুবিধারPrimo NX3 এর উভয় স্লটেইমাইক্রো -সিমব্যবহার করতেহয়। এইফোনেফোরজি সুবিধারপাশাপাশিব্লুটুথ ৪ .০ ,ওয়াইফাই,
ওয়্যারলেসহটস্পট ,হটনট প্রভৃতি কানেক্টিভিটিসুবিধারয়েছে। আরও আছেজিপিএস ,এ -জিপিএস
,ডিজিটালকম্পাসপ্রভৃতিসুবিধা। এছাড়াএই ফোনেঅ্যাক্সিলেরোমিটার
,লাইট,
প্রক্সিমিটিসেন্সরের পাশাপাশিআরও আছেহলসেন্সর।
OTAআপডেট সুবিধা:
ওয়ালটনেরসমসাময়িকঅন্যান্য ফোনের মতো এইফোনেওOTA বাOver TheAirআপডেটসুবিধারয়েছে
,যারফলে পিসিরসাথেসংযুক্ত করাছাড়াই এরসফটওয়্যার আপডেটকরাযাবে।
ওটিজি:
ওয়ালটনেরনতুনএই ফোনেরয়েছেOTG
(USBOnTheGo )সুবিধা। ফলে ব্যবহারকারীএতেমাউস
,কীবোর্ড,
পেনড্রাইভ,এক্সটারনাল হার্ডডিস্কসহবিভিন্নধরণের ইউএসবি ড্রাইভব্যবহার করতেপারবেন।
ব্যাটারি:
৫ .৫ ইঞ্চিসুপারঅ্যামোলেড ডিসপ্লের এইফোনে৩ ,১৫০মিলিঅ্যাম্পিয়ারেরলিথিয়াম -পলিমারব্যাটারি ব্যবহৃতহয়েছে। ফুলচার্জ দিয়েটানাসাড়ে তিনঘন্টাইন্টারনেটব্রাউজ ও এইচডিভিডিওউপভোগকরারপরএর চার্জ৬০ %এ নেমেএসেছিলো। তবেস্বাভাবিক ব্যবহারেঅনায়াসেইএকদিনচালিয়েনিতেপারবেন।আরএই ফোনেথাকাExtremePower Saving Modeব্যবহারকরেআপনিমাত্র১০
%চার্জনিয়েও কয়েকঘন্টাচালাতেপারবেন।
রং:
সাদা,সোনালীওনীল -এই তিনরংয়ে বাজারেপাওয়া যাচ্ছেPrimo NX3
বেঞ্চমার্ক:
PrimoNX3এরবেঞ্চমার্ক স্কোর যাচাইয়েরজন্যবেঞ্চমার্ক যাচাইয়েরজনপ্রিয়অ্যাপAnTuTu বেছে নেওয়াহয়েছিলো,যেখানে এর স্কোরএসেছে৩৬ ,৫৭১আরNenaMarkএ PrimoNX3এর স্কোরএসেছে৫৭ .৭ ; এর সাথেদেখুনPrimo NX3 এর GeekBenchস্কোর
স্পেশালফিচার:
PrimoNX3এরবিভিন্ন স্পেশাল ফিচারেরমধ্যেপ্রফেশনাল ক্যামেরামুড ,এক্সট্রিমপাওয়ার সেভিংমুড,ক্যামেরার আলট্রা পিক্সেলফাংশন, ইউএসবি টাইপসিপ্রভৃতিউল্লেখযোগ্য।
দাম:
চমৎকার ডিজাইনওআকর্ষণীয় ফিচারসম্পন্নWaltonPrimoNX3 এর দামকিন্তুখুবএকটাবেশিনয় -মাত্র ১৬, ৪৯০টাকা।
A Amraito.com Post.

4 thoughts on "WaltonPrimoNX 3 Amraito…."

  1. alam500 Contributor says:
    hmm.,.. phone Taiou onek valo. ami kinse
    .
  2. alam500 Contributor says:
    hmm.,.. phone Ta onek valo. ami kinse
    .
  3. shrony Contributor says:
    valo,Lamar fend kince.
  4. proyas Contributor Post Creator says:
    thanks

Leave a Reply