খবরটি অপ্রত্যাশিত যে, অ্যাপল তাদের ট্রাডিশনাল দুই বছরের আইফোন চক্র ভাঙ্গতে যাচ্ছে। ফলে এবছর বিশেষ কিছু না আসলেও ২০১৭ সালে বড় ধরণের চমক আনবে কোম্পানিটি, এমনই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এবছর আইফোনের ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্ক্রিণ সাইজের আইফোনের প্রায় একই ফিচার নিয়ে নতুন আইফোন ছাড়া হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিবর্তনটির কথা শোনা যাচ্ছে তা হলো এর আগের আইফোন জ্যাক বাদ দেওয়া এবং উন্নত পানিরোধী সুবিধা।

ধারণা করা হচ্ছে লেনোভোর নতুন মটো জেড এর মতোই এতে পাতলা ৩.৫ মিলিমিটার কানেক্টর ব্যবহার করা হবে। তবে এতে আইফোনপ্রেমীরা কতোটা খুশি হবে তা নিয়ে সংশয় রয়েছে।

এটা সত্যি যে হলিডে বিক্রিতে যেভাবেই হোক অ্যাপল আগের ধারাবাহিকতা রাখবে। কিন্তু বড় ধরণের পরিবর্তন আসবে আগামী বছরে।

২০১৭ সালে আইফোন এক দশক পূর্তি। এই উপলক্ষে অ্যাপল তার আইফোনকে শুধু আইফোন হিসেবেই সামনে না এনে বরং বড় ধরণের পরিবর্তন আনবে। এটি ওএলইডি ডিসপ্লেতে মোড়ানোও হতে পারে!

এখন শুধু সময়ের অপেক্ষা, অ্যাপল কি চমক দেখাবে পরবর্তী আইফোনে?

সকল ফ্রি নেট অফার পেতে আমার সাইট~TipsWapBD.Com

2 thoughts on "আসছে আইফোন এর এক নতুন চমক"

  1. NIKHILROY Author says:
    রানা ভাই প্লিজ, টিউনার করুন
  2. Momen Contributor Post Creator says:
    Valo post koren hoye jaben

Leave a Reply