সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ হলো এর ক্যামেরা।

স্মার্টফোনটিতে আছে অপটিক্যাল ইমেজ
স্টাবিলাইজেশনযুক্ত
১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং অটোফোকাস সনি এক্সমোর আর ক্যামেরা।
এক্সপেরিয়া এক্সএ স্মার্টফোনের আপগ্রেড সংস্করণ হিসেবে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা উন্মোচিত হতে যাচ্ছে।

★এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা স্মার্টফোন ২৫ জুলাই উন্মুক্ত করতে পারে সনি। সম্প্রতি সনি এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি টিজার প্রকাশ করেছে।
সনি এক্সপেরিয়া এক্স সিরিজের চতুর্থ স্মার্টফোন এটি। স্মার্টফোনটির দাম ৪০০-৪৫০ মার্কিন ডলারের মধ্যে থাকতে

★ সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ হলো এর ক্যামেরা। স্মার্টফোনটিতে আছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশনযুক্ত ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং অটোফোকাস সনি এক্সমোর আর ক্যামেরা। এক্সপেরিয়া এক্সএ স্মার্টফোনের আপগ্রেড সংস্করণ হিসেবে সনি এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা উন্মোচিত হতে
যাচ্ছে। স্মার্টফোনটিতে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে বিদ্যমান। ডিসপ্লেটি সনি
মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন ২ প্রযুক্তিতে চলবে।

★অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং
সিস্টেম-ভিত্তিক ডিভাইসটিতে আছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি১০ এমটি৬৭৫৫ প্রসেসর। স্মার্টফোনটিতে ৩জিবি র্যাম এবং মালি জিপিইউ বিদ্যমান।

★১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাসহ এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা স্মার্টফোনে থাকবে
২১.৫ মেগাপিক্সেল এক্সমোর আরএস অটোফোকাস রিয়ার ক্যামেরা। হ্যান্ডসেটটিতে
১৬জিবি ইনবিল্ট স্টোরেজ বিদ্যমান। তবে আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে
অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করা যাবে।

সনি এক্সপেরিয়া এক্স এ আল্ট্রা স্মার্টফোনে থাকবে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। এটি জিপিএস, এ-জিপিএস, ৪জি এলটিই, ব্লুটুথ ৪.১, ওয়াই-ফাই, এনএফসি, ডিএলএনএ এবং মাইক্রো-ইউএসবি সংযোগ সমর্থণ করে। স্মার্টফোনটি কালো, সাদা এবং লাইম সোনালী রঙে বাজারে আসবে।

♠আরো নতুন কিছু পেতে – TipsAdd.Com♠

5 thoughts on "এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা ২৫ জুলাই উন্মুক্ত করতে পারে সনি"

  1. Momen Contributor Post Creator says:
    tnx bro
  2. Sajid Contributor says:
    really a good post………..Continue it.
  3. Momen Contributor Post Creator says:
    tnx all

Leave a Reply