কেমন হতে পারে ওয়ালটন প্রিমো ৬ ইনফিনিটি ফোনটা?
নিজের দেশিয় ব্র‍্যান্ড ওয়াল্টন, কিন্তু তাদের ডিভাইজ গুলা খুব যে খারাপ তাও না, আবার খুব যে ভাল তাও কিন্তু না। তবে যে ডিভাইজটা আসছে, সেটা নিয়েই আজকের আলোচনা।
তাহলে চলুন আলোচনায় চলে যাই।

প্রথমেই থাকবে ডিজান নিয়ে।
পিকে দেখুনত কেমন দেখতে হবে ফোনটা?
নিশ্চয় খারাপ নয়?
যারা হেট করেন তারা নাহয় হেইট ই করে যান।
ব্যাপার নাহ, তো যাইহোক। ডিজাইন্টা কিন্তু দারুণ।
স্লিম একটা ফোন
চোখ ধাধানো ডিজাইনে তৈরি হচ্ছে ফোনটা। বেশ পাতলা ফোনটা রয়েছে 148 x 71.5 x 8.1 mm cube Dimension।

ক্যামেরা দিকে থেকে কিছু বলবো না
কারণ ক্যামেরা প্রতিবারের মত এবারো খারাপ নয়, তবে কিছুটা উন্নত করার ব্যার্থ প্রচেষ্টা করবে। কারণ যে দাম ঘোষনা আসবে সে দামে ক্যামেরা ক্ষ্যাত ছাড়া ভাল হবে না জানি।

ক্যামেরার কথা উল্লেখ করা হয়েছে Camera : 13MP + 5MP বেশ মজার ব্যাপার তাই না?
তবে যাই হোক অবশ্যই কিছুটা উন্নত করার চেষ্টা করেছে।

এবার বাকি গুলা দেখি।

OS : Android Oreo 8.0
ওএস বাড়িয়ে কোনো লাভ হবে? কাজের জিনিশ নেই। তার পরেও তো ওরিয়ো ভার্সন দিছে। আলহামদুলিল্লাহ।
Display : 5.5″ In-Cell HD+ Full-View IPS (~292 ppi)
আহ কি যে ডিসপ্লে, তাকালে কান্না পায়।
চোখ গুলো ওদের জন্যই নষ্ট হয়। এতো পিক্সেল ডেন্সিটি দেওয়ার দরকার আছে বলে মনে হয় না।
তার পরেও যা দিছে অনেক ভাল।
CPU : 64-Bit 1.3 GHz Quad Core
৬৪ বিট! কি মনে করেন? কিছু নাই? কোয়াড কোরএর ডিভাইজ এটা, আবার ভেবে নিয়েন না যে কোয়ালকম এর প্রসেসর, তাইলে মাথা খারাপ হয়ে যাবে।

GPU: Mali-T720
আহ, কি জিপিউ, চার্জ তো খাবেই এই যদি জিপিউ তাইলে চার্জারের সাথে ২৪ ঘন্টার ১২ ঘন্টাই লাগিয়ে রাখতে হবে। যাক, তাও তো ৭২০ মালিতে উঠছে। খারাপ নাহ কি বলেন?

RAM : 3GB
এত র‍্যাম দিয়ে কি করবো?? ক্যামেরাটা ভাল করা যেতো না?

ROM : 32GB
হুদাই দিছে, জিপিউটা একটু ভাল মানের দিলে খুব চলতো।

Expandable Memory : Up to 256GB
এটার দরকার আছে।

Connectivity : 2G, 3G, 4G, Wi-Fi, Bluetooth
২১ তারিখে ফোরজি আসবে, ফোরজি তো লাগবেই তাইলে, কিনে নিয়েন এটা।

Battery : 3000mAh Li-Po

ব্যাটারি ৩০০০ হাজার? এর চাইতে বাড়িয়ে দিলে ক্ষতি হইতো নাকি?
Sensor : Fingerprint, Accelerometer(3D), Gravity(3D), Light, Proximity, Magnetic Field, Orientation, Hall, GPS , A-GPS

ফিঙ্গার প্রিন্ট সেন্সরে যে কি লাগাইছে আল্লাহ জানে।
কয় দিন পর যে কাজ করবে কে জানে। তবে হয়তো একটু উন্নত করবে এবার। কারণ দেশিয় ব্র‍্যান্ডের ফোনত তাই হয়তো চেষ্টা করতে পারে।

যাই হোক ফোনটা কিনবেন আশা করি। বাজের কম থাকলে সেটা ব্যাপার না, একেবারেই খারাপ না। মানুষ সমাজে চলার মত করেছে শুধু। এতো টুকুই বললাম।
জানি না ব্র‍্যান্ড গুলা কবে উন্নত করবে।

যাইহোক আজকের মত আসি, দেখা হবে আগামী টিউনে। ভাল থাকবেন। আল্লাহ হাজিফ।

37 thoughts on "কম বাজেটের স্মার্ট ফোন ওয়াল্টন প্রিমো ৬ ইনফিনিটি"

  1. Safaeit Hossain Author says:
    Approximate price koto hote pare?
    1. Server Error Author Post Creator says:
      ৭ থেকে ১০ এর মধ্যে
  2. Shameless Virus Contributor says:
    এডমিন এবং মডারেটর ভাইয়েরা কি একটু আমার পোষ্ট টা দেখবেন?
    1. Server Error Author Post Creator says:
      ভাইয়া এভাবে না বলে মান সম্মত টিউন লিখুন কাজ হয়ে যাবে, ধন্যবাদ।
    2. Shameless Virus Contributor says:

      ওকে
    3. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Md. Alamin Author says:
    যে মোবাইল দেখি সেটাই কিনতে মন চাই ?
    1. Server Error Author Post Creator says:
      আহ, কিনে ফেলেন ভাইয়া
  4. blackhat Contributor says:
    2 ta walton phone use kore chorom thokechi, ekono sei jontrona boye berassi, na parsi felte na parsi onno kono notun phone kinte. Walton phone j kinbe se 1/2 year por bujbe……
    1. Server Error Author Post Creator says:
      জি ভাইই আপনার মত অনেকেই বাঁশ খাইছে
  5. Anik Contributor says:
    walton phone kinar iccha nai jodio tubuo bolbo design ta valo lagce
    1. Server Error Author Post Creator says:
      ডিজাইন একটু নজরে লাগার মতই ?
    1. Server Error Author Post Creator says:
      প্রাইজ আর কত হবে ৭-১০ এর মধ্যে
  6. Raju Das Rudro Author says:
    বেঁচে থাকতে আর ওয়ালটন কিনব না ।
    1. Server Error Author Post Creator says:
      হে হে, দারুণ জিনিষ ভাই, জ্বালায়া শেষ করছে
    2. Raju Das Rudro Author says:
      infinix hot 5 চালাচ্ছি । ৯০” চার্জে ১০ ঘন্টার উপরে যায় লাগাতার ইন্টারনেট চালিয়ে । আমার বাপের জন্মেও এমন ফোন চালাইনি ?
  7. MD JAHID HASAN Contributor says:
    Walton best… Primo rm2. ..2 bosor hoilo battery to sei. Saradin charge jai. Er upor fiye je tornedo gese ati pati samaung (j5)etodin 4 5 hojom hoye jeto… Ami life e onek brand er phn use korsi but ei tar moto moja paini….
    1. Server Error Author Post Creator says:
      আলহামদুলিল্লাহ্‌ ভাই, লাভবান হইছেন, আবারো কেনার জন্য অনুরোধ রইলো।
    2. MD JAHID HASAN Contributor says:
      Market e nai.. Thakle to 1 year agei kintam…
    3. Server Error Author Post Creator says:
      আহ, কষ্ট নিয়েন না আসতে পারে এর চাইতেও ভাল মানের ডিভাইজ।
    4. MD JAHID HASAN Contributor says:
      May be
    5. Server Error Author Post Creator says:
      হুম
    6. মিঠু Contributor says:
      ওয়ালাটন আর এম ২ তে ল্যাগ সমস্যার সমাধান দিতে পারবেনা?
    7. Server Error Author Post Creator says:
      এতো কমন জিনিষ ভাই ?
  8. Sohel Hasan Contributor says:
    admin vaia pls amr post gula dekhen….
    1. Server Error Author Post Creator says:
      মানসম্মত টিউন লিখুন, এর পর ট্রেইনার রিকোয়েস্ট দেন, কাজ হয়ে যাবে।
    2. Server Error Author Post Creator says:
      পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকুন, মানসম্মত টিউন করুণ এর পর ট্রেইনার পদের জন্য আবেদন করুণ, ধন্যবাদ।
    3. Sohel Hasan Contributor says:
      পরিবেশ নষ্ট করছি মানে,,, ? কি মনে করেন নিজেকে?? ভদ্রতার দাম নেই
    1. Server Error Author Post Creator says:
      স্বাগতম আপনাকে।
  9. SHIFATHASSAN Contributor says:
    bhai phone tar dam koto
    1. Server Error Author Post Creator says:
      প্রাইস এখনো জানায় নাই। জানালে জানিয়ে দিতাম। ধন্যবাদ।
  10. mdehsanurrahman Contributor says:
    minimum 8.5k hobe.
    1. Server Error Author Post Creator says:
      হুম তাতো হবেই কারণ কিছুটা উন্নত করেছে।
    1. Server Error Author Post Creator says:
      Ji bro thanks

Leave a Reply