সকলে কেমন আছেন ? আশা করি অনেক ভাল আছেন।
তো আজ অনেকদিন পর একটা দারুণ ফোনের রিভিউ লিখতে বসলাম আশা করি রিভিউটি পড়ে এবং দেখে আপনাদের অনেক ভাল লাগবে।
ভালো সেলফি ক্যামেরা কার না ভালো লাগে আর এই বছরের শাওমি আমাদের জন্য দারুন দারুন smartphone
এনেছেন আর সেই লিস্টেই লেস্টেস্ট আমদানি একটি স্মার্টফোন হল Xiaomi Redmi Y2।
এই স্মার্টফোনটি কয়েক মাস আগে থেকেই বাজারে বিক্রি হচ্ছে দামের প্রতি কতটা সুবিধা করতে পারলো এই স্মার্টফোনটি চলুন দেখে নেয়া যাক।
এই ফোনটি দেখতে কিছুটা শাওমি রেডমি 5 pro এর মতো দেখতে ফোনটির পিছন তৈরি করা হয়েছে প্ল্যাস্টিক দিয়ে।
কিন্তু আপনি ফোন পে হাতে নিলেই মেটাল ফিনিশ ফিল করবেন তাছাড়া ফোনটিতে পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট ও ডুয়েল ক্যামেরা সেট আপ তো থাকছেই।
ফোনটি তলায় আরও থাকছে স্পিকার গ্রিল ও 3.5 মিমি হেডফোন জ্যাক ফোনটির ওজন হয়েছে 170 গ্রাম।
ফোনটির আরো যেগুলা ফিচার থাকছে।
ফোনটিতে রয়েছে 5. 99 ইঞ্চি HD+ ডিসপ্লে ডুয়েল সিম কার্ড ফোনটিতে চিপসেট, দেয়া হয়েছে Snapdragon 625।
ফোনটিতে 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ।
আরো রয়েছে ডুয়েল ক্যামেরা এই ক্যামেরায় রয়েছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার।
আর এই ফোনের 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল
ইন্টিলিজেন্স ব্যবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে।
তাছাড়া face unlock ফিচার তো থাকছেই।
এই ফোনটিতে আরও রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক।
আর ফোনটির ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 3080mAh ব্যাটারি।
Redmi Y2 তে রান করছে Android Oreo 8.1।
এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।
এক কথায় এই স্মার্টফোনটি আমার কাছে খুবই দারুণ লেগেছে।
তো বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি কিনতে গেলে আপনাকে 16,990 টাকা গুনতে হবে।
আপনার যেকোন ধরনের Dollar Exchange করে বিকাশে টাকা নিতে এই Page এ যোগাযোগ করুন।
price ta khub besi
avabe alomelo dile bujte osubidha hoy