প্রিয় ট্রিকবিডি বাসি, আসসালামু আলাইকুম।
শুরু করছি পরম করুনাময় মহান আল্লাহর নামে!
টাইটেল দেখেই বুঝতে পেরেছেন হয়তো আজকে কি নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেশি বাজেট স্মার্টফোন কিনতে পারে না। অনেকেই আছে যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন স্মার্টফোনকে খুঁজছেন
তাদের জন্য আজকে ২০২১ সালে রিলিজ হওয়া ১৩ হাজার টাকা বাজেটের মধ্যে তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক
টেকটো স্পার্ক সেভেন
কম বাজেটের মধ্যে বর্তমান বাজারের আমার দেখা সেরা একটি স্মার্টফোন হল টেকনো স্পার্ক 7। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির পিছনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ সাথে রয়েছে একটি quad-core এলইডি ফ্ল্যাশ। এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।
সবথেকে ভালো বিষয় হলো এই ফোনে 6 হাজার এম্পিয়ার এর বিগ ব্যাটারি বসানো হয়েছে যা একবার চার্জ করলে অনায়াসে দুইদিন পার করে দিতে পারবেন এবং এর ব্যাটারি তে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটিতে দেয়া হয়েছে 4 জিবি র্যাম এবং 64gb ইন্টার্নাল মেমোরি।
একনজরে সমস্ত ফিচার
অফিশিয়াল প্রাইস : ১১,৯৯০৳
রিলিজ ডেট : এপ্রিল ১৬, ২০২১
কালার : গ্রিন, ম্যাগনেট ব্লাক
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম :ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন(আপডেট)
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ ২.০
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি
ডিসপ্লে : সাইজ ৬.৫
ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রট ক্যামেরা।
ব্যাটারি : ৬০০০ এম্পিয়ার ( ফাস্ট চার্জিং সমর্থিত)
র্যাম : ৪ জিবি
প্রসেসর : অকটা কোর আপটু ২.০
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দা ব্যাক।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টেন।
ওয়ালটন আরএক্স এইট মিনি
ওয়ালটন প্রিমো rx7 মিনির এর সাফল্যের পর এবছর ওয়ালটন বাজারে এনেছে প্রিমো rx8 মিনি। শুরু থেকেই ফোনটি এর নকশা এবং ডিজাইনের জন্য গ্রাহকদের কাছে সাড়া ফেলে দিয়েছে। এই ফোনটির মূল আকর্ষণ হলো এর ডিজাইন ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।
ফোনটির পিছনের দিকে রয়েছে 12, 8 এবং 5 মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে lithium-polymer 3600 এম্পিয়ার ব্যাটারি যা আমার কাছে একটু কমই মনে হয়েছে। ফোনটির ব্যাটারি 18 ওয়ার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটির সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার।
ফোনটিতে চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্নাপড্রাগণ 660। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 জিবি র্যাম এবং 64gb ইন্টার্নাল মেমোরি। ফোনটিতে পাচ্ছেন অক্টা কর প্রসেশ্বর যা সর্বোচ্চ 2.2 গিগাহার্জ পর্যন্ত ব্যবহার করা যাবে।
একনজরে সমস্ত ফিচার
অফিশিয়াল প্রাইস : ১১,৯৯৯৳
রিলিজ ডেট : জুন ২০২১
কালার : ব্লাক
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : হাইব্রিড ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০ ভার্সন
এফএম রেডিও : সমর্থন করে
ইউএসবি : টাইপ সি
ওটিজি : সমর্থন করে
ম্যাটেরিয়াল : গোরিলা গ্লাস ফ্রন্ট, পিছনে গ্লোসি গ্লাস, প্লাস্টিক ফ্রেম
ডিসপ্লে : ৬.৩
ক্যামেরা : পিছনে ১২+৮+৫ মেগাপিক্সেল, সামনে : ১৩ মেগাপিক্সেল
ব্যাটারি : ৩৬০০ এমপিয়ার
র্যাম : ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
infinix hot 10 S
৬.৮২ ইঞ্চির বিগ আইপিএস ডিসপ্লে নিয়ে বাজারে আসে ইনফিনিক্স হট টেন এস। এই ফোনটির সবচেয়ে বড় চমক হল ফোনটির পিছনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং তার সাথে আরো বড় চমক হলো এই ফোনটিতে পাবেন 6000 এম্পিয়ার এর পাওয়ার ফুল ব্যাটারি যা দশ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফোনটি বাজারে 4gb এবং 6gb দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন অক্টাকোর মালি v52 এবং চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও g85। এই ফোনটিতে পাবেন 64 জিবি এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই।
একনজরে সমস্ত ফিচার
অফিশিয়াল প্রাইস : ১২,৯৯০
রিলিজ ডেট :মে ১২, ২০২১
কালার : ব্লাক, পারপেল, মর্ডান গ্রিন।
নেটওয়ার্ক : ২জি, ৩জি, ৪জি
সিম : ডুয়াল ন্যানো সিম
ব্লুটুথ : ৫.০,
এফএম রেডিও : সাপোর্টেড
ইউএসবি : ২.০ ভার্সন
ওটিজি : সাপোর্টেড
ম্যাটেরিয়াল : গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি
ডিসপ্লে : ৬.৮২ ইঞ্চির বিগ ডিসপ্লে
ক্যামেরা : পিছনে ৪৮+২+ai মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল
ব্যাটারি : ৬০০০ মিলিএম্পিয়ার
র্যাম : ৪ জিবি
প্রোসেসর : অকটাকোর তপটু ২.০ গিগাহার্জ
ইন্টারনাল স্টোরেজ : ৬৪ জিবি, ১২৮ জিবি
সাউন্ড : ৩.৫ মিলিমিটার জ্যাক
সিকিউরিটি : ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক
এই ফোন তিনটির মধ্যে কোনটি আপনার ভাল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মিডিয়াটেক কিনে ঠকবে নাকি জনগন?
R kuttheke kinte parbo?
আরো গুছিয়ে লিখতে পারলে আরো সুন্দর হতো !