Infinix  এর পরিচিতি:

Infinix ফোন মনে করেছিলাম  বাংলাদেশি কম্পানির ফোন ৷ কিন্তু আমার ধারনা ভুল প্রমান হয়ছে কাল যখন infinix নিয়ে ঘাটা ঘাটি করছিলাম তখন দেখতে পেলাম এর আসল নির্মাতা ৷

Infinix Mobile হল একটি হংকং- ভিত্তিক  স্মার্টফোন কোম্পানি যা 2013 সালে Transsion Holdings দ্বারা প্রতিষ্ঠিত হয়। কোম্পানির ফ্রান্স এবং কোরিয়ার মধ্যে বিস্তৃত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে এবং ফ্রান্সে এর ফোন ডিজাইন করে। ইনফিনিক্স মোবাইল ফোন ফ্রান্স, বাংলাদেশ , ব্রাজিল , কোরিয়া , হংকং , চীন , ভারত এবং পাকিস্তানে তৈরি করা হয় এবং এশিয়া এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রায় ৩০টি দেশে পাওয়া যায়। মরক্কো , বাংলাদেশ, কেনিয়া , নাইজেরিয়া , মিশর , ইরান, ইরাক , পাকিস্তান, ক্যামেরুন এবং আলজেরিয়া সহ । 

বর্তমানে ভালো লুকিং দিচ্ছে এই ফোন গুলি ৷ বহিরবিশ্বে এর অনেক কদর রয়েছে ৷ 2017-18 মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বাই সিটি এফসি – এর প্রধান স্পনসর ছিল  ৷ তাছারাও মিশরের তৃতীয় পছন্দের ব্রান্ড এবং পাকিস্তানের প্রথম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ৷ ৷

 বলতে গেলে সোনার দামে হিরা পাওয়ার মতই ৷ 

Infinix Hot 11 Play in

Bangladesh

 

  • Infinix Hot 11 Play  ফোনটিতে 6.82-ইঞ্চি IPS LCD Touchscreen  সহ ফুল-এইচডি রেজোলিউশন (263 ppi) রয়েছে ।
  •  স্মার্টফোনটিতে  Mediatek Helio G35 (12 nm) গেমিং প্রসেসর  এবং 4GB RAM রয়েছে। 64/128GB স্টোরেজ রয়েছে এবং 128 GB প্রযুন্ত SD card ব্যবহার করা যাবে ।
  •  Infinix Hot 11 Play-এ দুটি মাইক্রো-সিম স্লট সহ একটি ডুয়াল-সিম ডিভাইস এবং এতে 4G এর পাশাপাশি VoLTE সাপর্ট করে ৷ 
  • Infinix Hot 11 Play Android 11 ভার্সন রয়েছে । 
  • এটির পিছনে একটি 13-মেগাপিক্সেল +Al এবং ফ্ল্যাশ সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 
  • Infinix Hot 11 Play তে 6000mAh ব্যাটারিতে রয়েছে ।
  • Infinix Hot 11 Play-এর বাংলাদেশে অফিসিয়াল দাম ৳11,990 4/64 GB & ৳12,490 4/128 GB. এই টাকায় এমন ফোন পাওয়া অনেক টাপ ৷
  • Infinix Hot 11 Play ফোনটি নতুন ডিজাইনের এবং চারটি কালারে পাওয়া জাবে  ৷
  • Infinix Hot 11 Play ফোন প্রথম রিলিজ হয় ২০২১ সালের ১৫ই নভেম্বর ৷ 

 

Infinix Hot 11 Play Specifications:

First Release:   

November 15, 2021

Colors:

Green, Gold, Blue, Black

Body   

  • Style    Minimal Notch
  • Material    Glass front, plastic body

Display:

  • Size    6.82 inches
  • Resolution    HD+ 720 x 1640 pixels (263 ppi)
  • Technology    IPS LCD Touchscreen

Camera:

  • Front Camera: 16 MP Camera with LED Flash
  • Primary Camera: 12 MP+13 MP Dual Camera with LED flash

Battery:   

  • Type and Capacity    Lithium-polymer 6000 mAh (non-removable)
  • Fast Charging 

10W Fast Battery Charging

Performance   

  • Operating System    Android 11 (XOS 7.6)
  • Chipset    Mediatek Helio G35 (12 nm)
  • RAM    4 GB
  • Processor    Octa-core, up to 2.3 GHz
  • GPU    PowerVR GE8320

 

Infinix Hot 11 Play The best phone

 

Thank you for All TrickBD Visitor.

 

One thought on "[ব্যবসা-18] 12,490 টাকায় 4/128 GB Infinix Hot 11 Play The best phone Review"

  1. mdmamunrahman Contributor says:
    Wonderful ? but mi kine peleci 14000 diye

Leave a Reply