- আগামী 20 এপ্রিল, ভারতে Redmi 10A স্মার্টফোন লঞ্চ হতে পারে
- Redmi 10A একটি কম বাজেটের স্মার্টফোন যা MediaTek Helio G25 চিপসেটের সাথে লঞ্চ হবে
- ভারতীয় বাজারে এই ফোনের দাম 7,000 টাকা বাজেটের মধ্যে হতে পারে
Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে যে কোম্পানি ভারতের ফ্ল্যাগশিপ মোবাইল বাজারে 27 এপ্রিল Xiaomi 12 Pro 5G ফোন দেশে লঞ্চ করবে, যেটি প্রিমিয়াম ক্যাটাগরির Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে আনা হবে। এই ফোনের সাথে Xiaomi 12 এবং Xiaomi 12X ভারতের বাজারেও এন্ট্রি করতে পারে। এছাড়া, Xiaomi সাবব্র্যান্ড রেডমি সম্পর্কে খবর আসছে যে আগামী 20 এপ্রিল, ভারতে Redmi 10A স্মার্টফোন লঞ্চ হতে পারে।
REDMI 10A INDIA LAUNCH
রেডমি ইন্ডিয়া তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তার নতুন মোবাইল ফোনের লঞ্চ নিয়ে টিজ করা শুরু করেছে। যদিও খবর লেখা পর্যন্ত কোম্পানি তার প্রোডাক্ট এবং লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানায়েনি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী রেডমি ব্র্যান্ডের এই আপকামিং স্মার্টফোন Redmi 10A হবে যা 20 এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। Redmi 10A একটি কম বাজেটের স্মার্টফোন যা MediaTek Helio G25 চিপসেটের সাথে লঞ্চ হবে। ভারতীয় বাজারে এই ফোনের দাম 7,000 টাকা বাজেটের মধ্যে হতে পারে।
REDMI 10A PRICE
Redmi 10A স্মার্টফোনটি আসলে গত মাসে চিনে লঞ্চ করা হয়েছে। চিনা বাজারে, এই ফোনটি তিনটি ভ্যারিয়্যান্ট আসবে যার মধ্যে রয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। দাম সম্পর্কে কথা বললে, ভারতীয় দাম অনুসারে এই তিনটি ভ্যারিয়্যান্টের দাম যথাক্রমে 7,750 টাকা, 9,500 টাকা এবং 10,500 টাকার কাছাকাছি হবে। চিনা দাম দেখে অনুমান করা হচ্ছে যে Redmi 10A ভারতে 7 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে।
REDMI 10A SPECIFICATION
এই সস্তা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, Redmi 10A ফোনে 29: 9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসে যা 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.53 ইঞ্চি HD + LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোন Android 11 ভিত্তিক MIUI 12.5-এ চলে, যেখানে MediaTek Helio G25 চিপসেট রয়েছে। গ্রাফিক্সের জন্য, এই Redmi ফোনটি PowerVR8320 GPU সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Redmi 10A এর পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া, এই ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে। চিনে, এই ফোনটি কালো, নীল এবং সিলভার রঙে লঞ্চ করা হয়েছিল, আশা করা হচ্ছে যে ভারতেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে।
6 thoughts on "7,000 টাকার বাজেটে আসছে সস্তা Xiaomi ফোন Redmi 10A [লঞ্চ হবে ভারতে]"