আসসালামু আলাইকুম

তো ফাইনালি আজকে লঞ্চ হয়ে গেল Tecno এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ অর্থাৎ Pova সিরিজ এর নতুন ফোন Tecno Pova 4 Pro. তো দেখে আসা যাক এর স্পেসিফিকেশন।

ডিসপ্লে
ফোনটিতে রয়েছে 6.66 ইঞ্চি ডিসপ্লে যা একটি এমোলেড ডিসপ্লে এবং 90hz রিফ্রেশ রেট রয়েছে এইখানে। যাকে প্রটেকশন করছে কর্নিল গরিলা গ্লাস ৩। বড় ডিসপ্লে, অ্যামোলেড ও 90hz রিফ্রেশ রেট হওয়ায় আপনি সিনেমা দেখা বা গেম খেলা উপভোগ করতে পারবেন। কিন্তু সামনে U Shape নচ থাকায় এটি একটু পুরানো পুরানো লাগে।

পারফরম্যান্স
Tecno-এর এই ফোনটিতে রয়েছে 8 GB RAM + 256GB স্টোরেজ। সুতরাং, আপনাকে আর স্টোরেজ নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার সমস্ত গান, ভিডিও, গেম এবং আরও অনেক কিছু ফোনে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও, মোবাইলটিতে রয়েছে লেটেস্ট Media tek Helio G99 er প্রসেসর যা 6nm এর এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর।

ক্যামেরা
ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, Tecno-এর ফোনটির পিছনে একটি একক ক্যামেরা সেটআপ রয়েছে বলে গুজব রয়েছে। 50 এমপি (1.6 aperture) + 2 এমপি + 2 এমপি + 2 এমপি। পিছনের ক্যামেরা সেটআপের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ইত্যাদি। সামনে, Tecno Pova 4 Pro এ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 8 এমপি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি
এতে রয়েছে বিশাল 6000mAh এর ব্যাটারি + 45W এর ফাস্ট চার্জিং সুবিধা। যা থেকে আপনি নরমাল ইউজ এ দুইদিনের মতো ব্যাকাপ পাবেন।

অন্যান্য
Tecno Pova 4 Pro এর বিভিন্ন কানেক্টিভিটির মধ্যে রয়েছে WiFi , Wi-Fi 802.11, b/g/n, মোবাইল হটস্পট, ব্লুটুথ – v5.1, এবং 4G, 3G, 2G। সেন্সরগুলির ভেতরে রয়েছে অ্যাক্সিলোমিটার, যাইরো, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদি।

দাম
এর দাম রাখা হয়েছে ২৬,৯৯০ টাকা। যা একটু বেশি মনে হয়। কিন্তু যেহেতু এখন সকল অফিসিয়াল ফোনের দামই বেশি সেই হিসেবে মেনে নেওয়া যায়।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

26 thoughts on "আজকে লঞ্চ হয়ে গেল Tecno এর নতুন ফোন Tecno Pova 4 Pro. এক নজরে দেখে নেই কী কী ফিচার আছে এতে।"

  1. MD Zakaria Contributor says:
    Soandragon এর চিপ ব্যবহার করলে ভালো হতো
    1. Ashraful Author Post Creator says:
      G99 o kharap na. Aar snapdragon processor er dam beshi hoi bole beshirvag company Media tek er processor bebohar kore. But overall Snapdragon best hoi.
    2. Najmul Nazu Author says:
      Snapdragon, Snapdragon এর যায়গায় আর MediaTek, MediaTek এর যায়গায়। আপনি আমি আন্দাজে ভালো হতো বলে তো লাভ নাই। ওনারা যথেষ্ট পরিকল্পনা করেই ফোন লঞ্চ করছে
  2. MD Zakaria Contributor says:
    Ha, MT use korle phone er dam kome jay
    1. Najmul Nazu Author says:
      মিডিয়াটেক হলেই যে প্রাইস কম হয় এমন না৷
  3. Najmul Nazu Author says:
    প্রাইসরেঞ্জ ২২-২৪ হাজারের মধ্যে হলে এই ফোন চোখ বন্ধ করে কেনা যায়!
    1. MD Zakaria Contributor says:
      আন্দাজে না, মিডিয়াটেকের এর চিপ এর চেয়ে snapdragon এর চিপ দিলে কাস্টমারের চাহিদা বেশি থাকে, SD সবসময় বেস্ট, তা না হলে স্যামসাংয়ের flagship ডিভাইসে শুধু SD এর জন্যে আলাদা চিপ দিয়ে ফোন বানাতো না, exynos দিয়েই চালিয়ে দিতো, samsung বাংলাদেশের মতো দেশগুলোকে Exynos জোর করে খাওয়ায়
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      প্রাইস টা কম করলেও পারতো
    3. Ashraful Author Post Creator says:
      Ji. Kintu ekhon shob official smartphone er dam ei beshi.
  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ডিজাইন টা মারাত্মক হয়েছে। কিন্তু ক্যামেরা দিয়েছে আবার 2mp করে primary টা বাদে। Battery, Charging watt সবই ঠিক আছে। এই ফোনটার notch টা waterdrop হলে দেখতে খুব সুন্দর লাগতো। Mediatek এর এই প্রসেসর টা ভালো
    । তবে 26,000 এ snapdragon এর প্রসেসর যুক্ত অনেক ভালো ফোন পাওয়া যাবে। তবে সব দিক বিবেচনা করলে ফোনটা ঠিক আছে। Techno বরাবরই কিছু জায়গায় cost cutting করে ।
    1. Ashraful Author Post Creator says:
      Camera punch hole hole valo hoto. Waterdrop notch ekhon aar chole na
  5. Amit Baidya Author says:
    Back Design joss,
    1. Ashraful Author Post Creator says:
      Hmm. But front e U shape notch ?
    2. Amit Baidya Author says:
      Post a Front ar Pic Dele Valo Hoto,
    3. Najmul Nazu Author says:
      Notch এর যুগ এখন আর নাই তেমন একটা
  6. RC007 Contributor says:
    Ei taka dia poco x3 pro kina lomu vai,
    1. Ashraful Author Post Creator says:
      Poco X3 একটু পুরনো। তাও নিতে পারেন
    1. Ashraful Author Post Creator says:
      হুম
  7. Najmul Islam Author says:
    around 23k-24k hole best cilo… onekta besi hoice price.
    1. Ashraful Author Post Creator says:
      Ekmot. But ekhon ahob official phone er dam e beshi.
  8. Xein Ahmed Author says:
    kajer nuh topic. ettw kom specs dile mon vore??
    1. Ashraful Author Post Creator says:
      Ekhon shob phoner dam ei beshi
    2. Xein Ahmed Author says:
      dam beshi nuh?, tkr bajarmullo kon
  9. Aubdulla Al Muhit Contributor says:
    ডলারের দাম বেশি । তাই সব ফোনের দাম বেশি হওয়া স্বাভাবিক । আর এটা আমাদের জনসাধারণের জন্য অস্বাভাবিক । ধন্যবাদ তথ্যমূলক পোস্ট করার জন্য ।
    1. Ashraful Author Post Creator says:
      ?

Leave a Reply