আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

কয়দিন আগে রানা ভাই Freedom এপিকে শেয়ার করছিলেন।
আমি “Freedom ইন্সটল করার পর তার গুগল প্লে স্টোর কাজ করা বন্ধ করে দিছে।
আমার মত সমস্যা যদি আর কারো হয়ে থাকে
তাহলে এখনি সমাধান নিয়ে নিন
সমস্যা টির ধরণঃ
Data Connection চালু করার পর Google Play Store রান করলে No Connection [Retry] দেখাবে।

আর Google Play Store & Play Service কাজ না করলে অনেকগুলা App কাজ করা বন্ধ করে দেয়।

সমাধানের উপায়ঃ [Root] Non-Root দূরে থাকুন

পদ্ধতি :

১. প্রথমেই একটু ২.৫ এমবি খরচ করে Root Explorer ডাউনলোড করে নিন।

২. ইন্সটল দিন

৩. Root Explorer রান করুন।

৪. তারপর “etc” Folder খুজে বের করুন এবং ভেতরে ঢুকুন।

৫. “hosts” খুজে বের করুন এবং চেপে ধরুন। অনেক গুলা অপশন পাবেন তার ভেতর থেকে “Permissions” ক্লিক করুন।

৬. একটি Warning মেসেজ পাবেন Yes করুন।

৭. নিচের Screenshot এর মত দেখতে পাবেন । OK করে বেরিয়ে আসুন।

৮. আবারো “hosts” খুজে বের করুন এবং ক্লিক করুন।

৯. অনেক গুলা অপশন পাবেন তার ভেতর Text Editor সিলেক্ট করুন এবং Open করুন।

১০. “hosts” এর ভেতর যা যা লেখা আছে সব Select All করে মুছে দিন।

১১. “127.0.0.1 localhost” লিখুন এবং সেভ করে বেরিয়া আসুন।

১২. একটি Reboot দিন।

১৩. Problem Solved.

আশা করি আপনাদের কাজে লাগবে।

5 thoughts on "Google Play No Connection Error !! নিয়ে নিন সমাধান"

  1. Rakib sr. Contributor says:
    host file delete korlei hoy….eto kisur dorkar hoy na
  2. mdmonnap Contributor says:
    অনেক ধন্যবাদ
  3. rupok12 Contributor says:
    অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।।।।।।।।।।।।।।।
  4. BIDDUT HOSSEN BH Contributor says:
    অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।
  5. SHOHUG Contributor says:
    আমি hosts file কাটছি তাউ কাজ হই না। answar please bro

Leave a Reply