আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আশা করি মুসলিম ভাইরা রোজা করতেছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম।
টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের পোস্ট এর মূল বিষয় টা কি । আজকের বিষয় টা হলো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন এ Dynamic partition এ gsi ইন্সটল করবেন ।
Dynamic Partition তৈরি করা যায়, রিসাইজ করা যায়, ডিলিট করা যায় ।
আর Super partition যেখানে মেইন সিস্টেম ফাইল আর কিছু অন্যান্য ফাইল থাকে ।
GSI Rom কি? এবং Custom Rom আর Gsi Rom এর পার্থক্য:-
Gsi এর পূর্ণরূপ হলো Generic System Image. এটি একটি সিস্টেম ইমেজ ফাইল যা ট্রেবল সাপোর্টেড সকল ফোনে ব্যবহার করা যায় ।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা এক এক জন এক এক ফোন ব্যবহার করি যেমন Vivo, Xiaomi, Realme, Oppo ইত্যাদি ।
এগুলো ফোনে ডিফল্ট ভাবে একটা রম দেওয়া থাকে, যেমন Funtouch os, MIUI, color os ইত্যাদি। এক একটার ডিজাইন , পারফরমেন্স এক এক রকম ।
আমাদের ইচ্ছে হয় ফোন টা কে একটু নতুন ভাবে করতে । অনেকেই কাস্টম রম ব্যবহার করে , কিন্তু কাস্টম রম তো সব ফোন এর জন্য পাওয়া যায়না । তাই আমরা gsi ব্যবহার করে থাকি , এটি এন্ড্রয়েড ভার্সন ১০+ সকল ফোন এই চলে ।
এটাই মূলত Custom Rom আর Gsi rom এর পার্থক্য । কিন্তু gsi rom এর থেকে কাস্টম রম এ বাগ কম থাকে । এবার আসা যাক ইন্সটল করায়।
যেসব রিকোয়ারমেন্ট লাগবে :-
১। Shizuku অ্যাপ
২। Dsu sideloader অ্যাপ
৩। Treble info অ্যাপ
৫। Unlocked Bootloader
প্রথমে অ্যাপ ৩ টা ডাউনলোড করে ইন্সটল করে নিন ।
এবার রম ডাউনলোড করা যাক, treble info অ্যাপ টা ওপেন করুন এবং দেখুন আপনার ডিভাইস এর জন্য কোন ধরনের gsi rom ডাউনলোড করতে হবে ।
এবং আপনার ডিভাইস অনুসারে একটা রম ডাউনলোড করে নিন
এবার shizuku ওপেন করুন এবং Wireless Debugging বা adb দিয়ে স্টার্ট করে নিন ।
এবার Dsu sideloader ওপেন করে shizuku আর স্টোরেজ এ একটা ফোল্ডার বানিয়ে পারমিশন দিন ।
এবার ডাউনলোড করা ফাইল টা Extract করলে একটা img ফাইল পাবেন সেটা সিলেক্ট করুন এবং চাইলে Userdata নিজের ইচ্ছে মত দিবেন না চাইলে ঐটা এনাবল করতে হবেনা ।
তারপর install এ ক্লিক করবেন । ইন্সটল শেষ হলে নোটিফিকেশন এ restart button আসবে , সেখানে ক্লিক করলে gsi রম টা বুট হবে , তারপর আবার restart করলে মেইন সিস্টেম এ ফিরে আসতে পারবেন।
আমার করা আছে তাই আমি আর করলাম না । এইভাবে করলে অর্থাৎ Dynamic পার্টিশন এ ইন্সটল করলে ব্রিক হওয়ার বা বুট লুপ হওয়ার রিস্ক নেই ।
Gsi রম টা বুট না হইলে পাওয়ার নতুন চেপে ধরে রিস্টার্ট করলেই আবার মেইন সিস্টেম এ ফিরে যাবে ।
পোস্ট কি পড়ার জন্য ধন্যবাদ, কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
নেক্সট পোস্ট এ সুপার পার্টিশন এ ইন্সটল করা দেখাবো ইনশাআল্লাহ্ ।
একটু দরকার ছিলো
Ami ki Android 14 er gsi rom install korte parbo?
আর এটা ফ্লাস করলে কি আমার স্টক রম ফরমেট হয়ে যাবে নাকি just ata second space হিসাবে ব্যবহার হবে
as like stock +gsi 2tai aca ak e phone
*answer ar অপেক্ষাই থাকলাম
আমি কম্পিউটার দিয়ে অনেক কয়বার ট্রাই করলাম কিন্তু হইল না।
যদি আপনারা কেউ এই প্রসেসরের বুট লোডার আনলক করার সিস্টেম পেয়ে থাকেন আমাকে বলবেন।
Akta post korle ba Kono vabe help korle Valo hoto
t.me/@Reayad6
Daynamic partition , jekhano rom ta install holo, seta delete korbo kivabe?