home button,back button,power button,option button সবার ছুটি আপনাকে আর কষ্ট করে ওই গুলাই টিপ দেওয়া লাগবে না স্ক্রিন থেকেই সব কাজ করতে পারবেন(root+unroot সবার জন্য)
আপনাকে আর কষ্ট করে back button,home button, power button কিচ্ছু তে আর টাচ করতে হবে না।স্ক্রিনের সাইড থেকেই সব কাজ করতে পারবেন।পুরা পোস্ট টা পড়েন তাহলে বুঝতে পারবেন।(রুট+আনরুট সবার জন্য)
অনেক সময় আমাদের ফোনের back button কম কাজ করে অথবা বার বার হোম button এ টিপ দিতে ভাল লাগে না। আপনাকে আর কোন button এ ক্লিক করতে হবে না সব button এর ছুটি।
(১)
এটি রুট ইউজার দের জন্য।
App name:button savior
size:2mb
অ্যাপ টি সত্যি চমৎকার কাজের।আমরা ফোন রুট করি বাড়তি সুবিধার জন্য। এখন সুবিধা গুলা নিয়ে নি কি কন? 😀
কাজ গুলা দেখে নিন:
আপনাকে back button এ ক্লিক করতে হবে না স্ক্রিন এ এই অ্যাপ এর একটা আনকন পাবেন সেখানে ক্লিক করলেই ব্যাক এ চলে আসবে।
এক ক্লিকে হোম এ চলে আসবে।আপনি যেখানেই থাকুন না কেন এক টা ক্লিকে আপনার ফোনের হোমে চলে আসবে।
আপনি কষ্ট করে উপর থেকে notification bar টি টানতে হবে না এখানে ক্লিক করলেই চলে আসবে।
এক ক্লিকে ফোন restart দিতে পারবেন।
ফেসবুক চালাচ্ছেন কাউ কে কল করবেন আপনাকে কষ্ট করে ফেসবুক মিনিমাইজ করে আসতে হবে না এই অ্যাপ এর আইকনে ক্লিক করলে call করার আইকন দেখতে পাবেন।সাথে ক্যামেরা ও অন করতে পারবেন।
এক ক্লিকে স্ক্রিন লক করতে পারবেন।
আমি আসলে আপনাদের ঠিক ভাবে বুঝাতে পারছি না একবার ব্যাবহার করে দেখুন ভাল লাগবে গ্যারান্টি দিচ্ছি।আমার স্ক্রিন শটের ডান দিকে দেখেন।
Download link: click here
(2)আনরুট ইউজার দের জন্য
App name:back key
size:1mb
এর কাজ আগের টার মত, পুরাই সেম তাই বেশি কিছু বলব না। ২টায় সংগ্রহ করে রাখুন কাজে লাগবে।
Download link: click here
[[N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন]]
সবাই ভাল থাকেন।
One thought on "home button,back button,power button,option button সবার ছুটি আপনাকে আর কষ্ট করে ওই গুলাই টিপ দেওয়া লাগবে না স্ক্রিন থেকেই সব কাজ করতে পারবেন(root+unroot সবার জন্য)"