আসসালামু আলাইকুম।আশা করি এই নতুন বছর আপনাদের শুরুটা ভালই যাচ্ছে।
অনেক সময় Android Kitkat version এ ও এই Problem হয়।যাদের Xposed Framework Install দিয়া ও কাজ হয়না তাদের জন্য এই পোস্ট টা। আশা করি পোস্ট টা ভাল করে পরলে আপনি বুজতে পারবেন।
প্রথম এ আপনি Xposed Framework apk টা Download korben. Click here
Download করার পর Xposed framework টা install করুন।Install করার সময় নিচের Screen Shot এর মত দেখালে আপনি Setting এ গিয়া Unknown Source and Verify Apps এ ✅ (টিক) চিহ্ন দিয়া Install দিবেন।

Open করার পর Failed দেখাবে update দেওয়ার কোনো system থাকবেনা।

তারপর আপনি Xposed Install এর Zip file Download করুন
For Arm Download

Click here
For Arm 64 Download
Click here
For X86 Download
Click here
Zip File Download করার পর Zip File Install করতে হবে Recovery তে গিয়া।
Power Off করে Recovery Mode On করেন। Recovery Mode on করতে Volup+home+Power hold করবেন একত্রে।

Install করার পর Rebot দিন।

এখন Xposed Framework apk টা Open করুন।দেখুন এখন আপনার Xposed Framework আর Failed দেখাবেনা।এখন Update করে Reboot দিন।ব্যস কাজ শেষ।
আমি New তাই ভুল হলে মাফ করবেন।
কোনো প্রব্লেম হলে Comment করুন।।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

[বি:দ্র:- আপনি Zip File Install দেওয়ার আগে অবশ্যই আপনার Stock Rom টা Backup দিয়া রাখবেন।]

Leave a Reply