রুট করুন আপনার Walton Primo F7

। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাব কিভাবে Walton Primo F7 root করবেন ।

শুরুর আগে কিছু কথাঃ

*আগেই বলে রাখি এটি বেশ এডভান্স লেভেলের কাজ তাই অনভিজ্ঞ রা চেষ্টা করবেন না।আর পুরো কাজ নিজ দায়িত্বে করবেন আমি কোন প্রকার ব্রিকড ডিভাইস এর দায় নিব না।

*কাজ টা করার সময় আপনার ইউজার ডাটা ফরম্যাট হয়ে যাবে। তাই আগে থেকেই ব্যাকআপ করে
নিন জরুরী ফাইল এবং এপ্স গুলো।

*রুট করলে আপনার ওয়ারেন্টি চলে যাবে।

তাহলে চলুন শুরু করা যাক।

যা যা লাগবেঃ

*Windows Pc
*Sp flash Tools
*Vcom driver
*Walton Primo f7 rooting Tool
*কিছু টা ধর্য এবং বুদ্ধি এবং সময়।
*Win Rar

প্রয়োজনীয় ফাইল সমূহ ডাউনলোডঃ

*প্রথমে SP FLASH Tools এর সাইট থেকে ২ ও ৩ নং ফাইল নামিয়ে নিন।
*এর পর Winrar এর সাইট থেকে Win Rar নামিয়ে নিন

*এবারএখানথেকে Walton Primo f7 rooting Tool নামিয়ে নিন।

কাজের ধাপ সমূহঃ

*প্রথমে Win rar install করুন।

*আপনার পিসি তে Walton Primo f7 rooting Tool extract করুন।
*এবার vcom driver install করুন।
*sp flash tool.exe চালু করুন এবং Scatter Load দিন ।
*এবার OEM.zip & supersu.zip ইন্টার্নাল স্টোরেজ এ কপি করুন।
*এবার ফোনটি পাও্যার অফ করুন
*এবার Sp flash tool এ রিকভারি ফাইল টা লোড দিন *ডাউনলোড বাটন চাপুন।
*এবার ফোনটাকে কানেক্ট করুন।
*এবার আপনার ফোনে ডাউনলোড শুরু হবে।
*শেষ হলে পরে আপনার পিসি তে টিক চিহ্ন দেখাবে । *এবার ফোন টা কে ডিস্কানেঙ্কট করুন।
*এখন Power Button & Volume + বাটন এক সাথে চেপে ধরে রিকভারি তে বুট করুন।
*এবার ইন্সটল এ যান এবং সুপার সু ইন্সটল করুন।
*ইন্সটল শেষ হলে পরে Oem.zip ইন্সটল করুন।
*এবার wipe menu তে যান wipe data factory reset দিন।
*এখন ফোন রিবুট দিন।
প্রথম বার ফোন চালু হতে বেশ কিছু টা সময় নিবে।
ফোন চালু হলে দেখবেন কিছু এপ্স আন ফর্চুনেটলি স্টপ দেখাচ্ছে
*এবার আমার দেওয়া রার ফাইল এ দেখুন একটা এপ আছে,সেটা কে ইন্সটল করুন।
*ইন্সটল শেষ হলে ওপেন করুন।
*এবার স্টার্ট এ টাচ করুন ।এবার দেখাবে super su binary need to be updated .Continue ?
*এবার Continue এ টাচ করুন।
*এবার নরমাল এ টাচ করুন এবার কিছু টা সময় নিবে তার পর ইন্সটলেশন সাক্সেসফুল দেখাবে ।
*এবার রিবুট চাপুন।
*রিবুট হবার পর আপনার ডিভাইস টি রুটেড হয়ে যাবে।

কংগ্রাচুলেশনস আপনি সাক্সেস্ফুলি আপনার Walton Primo F7 কে রুট করতে সক্ষম হয়েছেন।

ক্রেডিটঃ

*MH-KHOKA
*Nayeem Hossain
Muntasir Mahmud Amit(আমি)

Screen Short না দিতে পারায় আমি অত্যান্ত দূঃখিত।
পোষ্ট টি যথাসাধ্য সহয এবং সাবলিল ভাষা তে লেখার চেষ্টা করেছি। আশা করি কারো বুঝতে কোন সমস্যা হবে না।

পোষ্টে কোন ভূল হলে আশাকরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ এ পর্যন্তই।

ফেসবুকে আমি

29 thoughts on "Walton Primo F7 Root [MT6580][Android 6.0][kernel 3.18.19+]"

    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      Hlw
  1. Avatar photo R.A Emon Contributor says:
    আচ্ছা এত সমস্যা করার দরকার কি ;
    যখন KINGROOT দিয়ে এক ক্লিকেই মোবাইল root হয়?
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ভাই I think আপনি Walton Primo F7 User না।কারন Walton Primo F7 হল এমন একটা ডিভাইস যা কি না King root,kingo root,I root,V root,Root master,Farm root দিয়ে রুট হয় না।
    2. Avatar photo R.A Emon Contributor says:
      oh sorry vhaia.
      Forgive me.
    3. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      It’s Ok bro
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      Thanks a lot bro.
  2. Avatar photo AH Pollob Contributor says:
    vai Amar ta primo ef5+ ..tail ki hba?
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      না
  3. Avatar photo CrYsTaL NaHiD Contributor says:
    সিম্ফনি আই ১০ রুট করতে কি কি লাগে??
    পোস্ট দিন এটা নিয়ে
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ভাইয়া i10 root এর ব্যাপারে নেটে প্রচুর পোষ্ট আছে। তাই আমি আর করতে চাই না। দয়া করে আপনি একটু খুজে নিন।
  4. Avatar photo Mamunbd2.0 Author says:
    ei rule samsung e kaj korbe
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      না ভাইয়া।এটা অনলি Walton Primo F7. এ কাজ করবে।
  5. Avatar photo bdridoy69 Contributor says:
    symphone e80 root kora jabe…
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      যেতে পারে ভাইয়া।আমি সঠিক জানি না।বাট এটা দিয়ে হবে না
  6. Avatar photo Sohag Author says:
    valo post ,,
    amake ektu Help koren,,
    Huawei Y3ii (Lua-u22) build b013
    eita Root korar kono easy Tricks den,, All Apps try kora hoy gece,, but failed… ??
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      আমি কোন দিন হুয়াওয়েই ফোন ব্যাবহার করি নাই। তাই দূঃখিত। বাট এটা রুট করতে হলে বুটলোডার আনলক করে Fast Boot থেকে Twrp ফ্ল্যাশ করতে হবে।তার পর Twrp থেকে Super su.zip flash করতে হবে। আশাকরি এইভাবে কাজ হবে।
    2. Avatar photo Sohag Author says:
      ow ok tnx
  7. Avatar photo Rafi Author says:
    Keu Walton Primo N1-mtk-6589 er jonno lollipop/marsmellow er rom port kore dite parben?
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      সরি।
  8. Avatar photo Mamunbd2.0 Author says:
    samsang galaxy j500h os:6.0.1 kivabe root korbo. All available custom recovery tested(from google). Not working. TRy to solve this problem for me
    1. Avatar photo Muntasir Mahmud Amit Author Post Creator says:
      sorry I cant
  9. Mahin Ahmed CM Mahin Contributor says:
    How to root Primo X4 Pro?
  10. Mahin Ahmed CM Mahin Contributor says:
    How to root Walton primo x4 pro??
  11. Avatar photo Mostafezur Author says:
    ভাই পারলে এই ফোনের যে কোন recovery.img দিন।

    X-Touch, E1, 5.1, চিপসেট : MT6735p

  12. Ripon Prodhan Contributor says:
    Vaih… Symphony v75 kevabe root korbo details bolbennnnnn…

Leave a Reply