সবচেয়ে কাস্টমাইজেবল ওএসগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অন্যতম। আপনি হয়ত ভাবতে পারেন আপনার ডিভাইস রুট করার কোন প্রয়োজন নেই। কিন্তু আপনি রুট করার সুবিধাগুলো জেনে অবাক হয়ে যাবেন। চলুন জেনে নিই, রুট করার কয়েকটি সুবিধা।
১. হিডেন ফিচার আনলক করুন
রুট করার মাধ্যমে আর কিছু হিডেন ফিচার আনলক করতে পারেন। মাঝে মাঝে আপনার পছন্দের ফিচারগুলো আপনার ডিভাইসে থাকে না। রুট করার পর বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনার ডিভাইসে পছন্দের ফিচার যোগ করতে পারেন। যেমন – এক্সপোসড্ ইন্সটলার।
২. ডিভাইসের স্পিড বুস্ট করুন
রুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইসের স্পিড বৃদ্ধি করতে পারবেন। বিভিন্ন অ্যাপ যেমন – সেটসিপিইউ (setcpu)। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ডিভাইসের cpu ওভারক্লক করে আপনার ডিভাইসের স্পিড বুস্ট করতে পারেন।
৩. ব্যাটারি লাইফ বুস্ট করুন
রুট করার আরেকটি সুবিধা হলো আপনি ডিভাইসের ব্যাটারি লাইফ বুস্ট করতে পারবেন। সেটসিপিইউ (setcpu) অ্যাপটি দিয়ে আপনি আপনার ডিভাইসের cpu ডাউনক্লকও করতে পারেন। এতে আপনার ডিভাইসের ব্যাটারি লাইফ বুস্ট হবে।
৪. অ্যাপের মধ্যে অ্যাড ব্লক করুন
রুট করার মাধ্যমে আপনি অ্যাপের মধ্যে অ্যাড ব্লক করতে পারেন। বিভিন্ন অ্যাপ যেমন – AdFree, Adblock Plus, Ad Away – এসব অ্যাপ আপনার ডিভাইসের অ্যাপগুলির অ্যাড ব্লক করে দিবে।
৫. ব্যাকআপ করুন
৬. প্রি-ইন্সটলড্ অ্যাপ মুছে ফেলুন
রুট করলে আপনি প্রি-ইন্সটলড্ অ্যাপ মুছে ফেলতে পারেন। Titanium Backup অ্যাপটি দিয়ে ব্যাকআপ করানো ছাড়াও অ্যাপটি দিয়ে আপনার ডিভাইসের প্রি-ইন্সটলড্ অ্যাপগুলি মুছে ফেলতে পারেন।
৭. কাস্টম রম ইন্সটল করুন
রুট করার পর আপনি আপনার ডিভাইসে অন্য কোনো রম(যেমন – CyanogenMod, Replicant ইত্যাদি) ইন্সটল করতে পারেন। এতে আপনার ডিভাইসে নতুন ফিচার যুক্ত হবে।
ফ্রি নেট
↓↓
BanglalinkFree Net
কিন্তু সব জিনিসেরই সুবিধার পাশাপাশি অসুবিধাও কম নয়….
২০১৫ সালের পোষ্ট কপি করেছেন।
এরকম করলে তো ট্রেইনার পদ বাতিল করতে হবে।
আশা করি আর করবেন না।
দোষ করলে তা অকপটে স্বীকার করে নিবেন।
তাহলে আপনাদের ট্রেইনার পদ বাতিল করতে আমাদের অন্তত দু’বার ভাবতে হবে।
কিন্তু এভাবে মিথ্যে বললে তো সরাসরি বাতিল করতে হবে।
এই যে দেখুন ২০১৫ সালের পোষ্ট লিংক।
https://www.priyo.com/articles/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AD%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE
এখন সবার কাছেই মিথ্যুক হিসেবে পরিচিত হয়ে গেলেন।
দোষ স্বীকার করলে ছোট হতে হয়না।
ধরা পড়লেই সবার কাছে ছোট হতে হয়।
এবং আরো একটি পোস্ট আমার publication থেকে delete করার জন্য অনুরোধ জানাচ্ছি। পোস্ট টি mini militia trick সম্পর্কিত।
আশা করি আমার ত্রুটিযুক্ত পোস্টদুটি delete করে আমাকে সাহায্য করবেন…
যে যতই অহেতুক রিপোর্ট দিক না কেনো,কোনো প্রবলেম হবেনা।
কিন্তু যুক্তিযুক্ত কারণসহ একটা রিপোর্ট দিলেই আমরা রেস্পন্ড করি।
আর 22-02-2018 তারিখে ট্রেইনার রিকুইস্ট পাঠিয়েছি।
আমাকে অথোর বানাননি।
প্লিজ আমাকে অথোর বানান আমার পোষ্ট গুলো রিভিউ করুন।
আমার জাভা মোবাইল আছে সেটা দিয়ে আমি পোষ্ট করি এজন্য আমার পোষ্ট গুলো ভাল হয় না।
but not bad.