সবচেয়ে কাস্টমাইজেবল ওএসগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড অন্যতম। আপনি হয়ত ভাবতে পারেন আপনার ডিভাইস রুট করার কোন প্রয়োজন নেই। কিন্তু আপনি রুট করার সুবিধাগুলো জেনে অবাক হয়ে যাবেন। চলুন জেনে নিই, রুট করার কয়েকটি সুবিধা।

১. হিডেন ফিচার আনলক করুন
রুট করার মাধ্যমে আর কিছু হিডেন ফিচার আনলক করতে পারেন। মাঝে মাঝে আপনার পছন্দের ফিচারগুলো আপনার ডিভাইসে থাকে না। রুট করার পর বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনার ডিভাইসে পছন্দের ফিচার যোগ করতে পারেন। যেমন – এক্সপোসড্ ইন্সটলার।

২. ডিভাইসের স্পিড বুস্ট করুন
রুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইসের স্পিড বৃদ্ধি করতে পারবেন। বিভিন্ন অ্যাপ যেমন – সেটসিপিইউ (setcpu)। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ডিভাইসের cpu ওভারক্লক করে আপনার ডিভাইসের স্পিড বুস্ট করতে পারেন।

৩. ব্যাটারি লাইফ বুস্ট করুন
রুট করার আরেকটি সুবিধা হলো আপনি ডিভাইসের ব্যাটারি লাইফ বুস্ট করতে পারবেন। সেটসিপিইউ (setcpu) অ্যাপটি দিয়ে আপনি আপনার ডিভাইসের cpu ডাউনক্লকও করতে পারেন। এতে আপনার ডিভাইসের ব্যাটারি লাইফ বুস্ট হবে।

৪. অ্যাপের মধ্যে অ্যাড ব্লক করুন
রুট করার মাধ্যমে আপনি অ্যাপের মধ্যে অ্যাড ব্লক করতে পারেন। বিভিন্ন অ্যাপ যেমন – AdFree, Adblock Plus, Ad Away – এসব অ্যাপ আপনার ডিভাইসের অ্যাপগুলির অ্যাড ব্লক করে দিবে।

৫. ব্যাকআপ করুন

রুট করার মাধ্যমে আপনি সহজেই আপনার পুরো সিস্টেমের ব্যাকআপ নিতে পারেন। রুট ছাড়াও আপনি কিছু অ্যাপের ব্যাকআপ নিতে পারবেন। তবে রুট থাকলে আপনি পুরো সিস্টেমের ব্যাকআপ নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপের সাহায্য নিতে হবে। যেমন – Titanium Backup

৬. প্রি-ইন্সটলড্ অ্যাপ মুছে ফেলুন
রুট করলে আপনি প্রি-ইন্সটলড্ অ্যাপ মুছে ফেলতে পারেন। Titanium Backup অ্যাপটি দিয়ে ব্যাকআপ করানো ছাড়াও অ্যাপটি দিয়ে আপনার ডিভাইসের প্রি-ইন্সটলড্ অ্যাপগুলি মুছে ফেলতে পারেন।

৭. কাস্টম রম ইন্সটল করুন
রুট করার পর আপনি আপনার ডিভাইসে অন্য কোনো রম(যেমন – CyanogenMod, Replicant ইত্যাদি) ইন্সটল করতে পারেন। এতে আপনার ডিভাইসে নতুন ফিচার যুক্ত হবে।
ফ্রি নেট
↓↓
BanglalinkFree Net

25 thoughts on "অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার কয়েকটি সুবিধা"

  1. Rakhibul Islam Author says:
    Hmmm. Nice.
    কিন্তু সব জিনিসেরই সুবিধার পাশাপাশি অসুবিধাও কম নয়….
    1. Sohan Author Post Creator says:
      hmm…bro subeda asa…
  2. Trickbd Support Moderator says:
    কপি পেস্ট পরিহার করুন।
    ২০১৫ সালের পোষ্ট কপি করেছেন।
    এরকম করলে তো ট্রেইনার পদ বাতিল করতে হবে।
    আশা করি আর করবেন না।
    1. Guide Bangla Contributor says:
      vote up
    2. Sohan Author Post Creator says:
      na copy kore ne 2015 salar post pabo kaw ato agar
    3. Trickbd Support Moderator says:
      আমরা মিথ্যে পছন্দ করিনা।
      দোষ করলে তা অকপটে স্বীকার করে নিবেন।
      তাহলে আপনাদের ট্রেইনার পদ বাতিল করতে আমাদের অন্তত দু’বার ভাবতে হবে।
      কিন্তু এভাবে মিথ্যে বললে তো সরাসরি বাতিল করতে হবে।
      এই যে দেখুন ২০১৫ সালের পোষ্ট লিংক।
      https://www.priyo.com/articles/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AD%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE

      এখন সবার কাছেই মিথ্যুক হিসেবে পরিচিত হয়ে গেলেন।
      দোষ স্বীকার করলে ছোট হতে হয়না।
      ধরা পড়লেই সবার কাছে ছোট হতে হয়।

    4. Shaon Author says:
      ভাই, আমি কিছুদিন আগে Trickbd তে একটা post করি। কিন্তু ঐ পোস্টে অনেকে comment করেছেন যে ঐ পোস্ট টা নাকি আগেও করা হয়েছে। তাই এটাতে অনেকে Copyright মনে করে আজেবাজে comment এবং Report করেছে। তাই আপনার কাছে আমার অনুরোধ দয়া করে আমার Publish করা post টি Delete করুন। পোস্টটি Facebook fishing site সম্পর্কিত।
      এবং আরো একটি পোস্ট আমার publication থেকে delete করার জন্য অনুরোধ জানাচ্ছি। পোস্ট টি mini militia trick সম্পর্কিত।
      আশা করি আমার ত্রুটিযুক্ত পোস্টদুটি delete করে আমাকে সাহায্য করবেন…
    5. Trickbd Support Moderator says:
      পোষ্টে প্রবলেম থাকলে আমাদের কমেন্ট/নোটিশ পাবেন।
      যে যতই অহেতুক রিপোর্ট দিক না কেনো,কোনো প্রবলেম হবেনা।
      কিন্তু যুক্তিযুক্ত কারণসহ একটা রিপোর্ট দিলেই আমরা রেস্পন্ড করি।
    6. Shaon Author says:
      Tnx…
    7. Ferdos Khan Contributor says:
      মডারেটর ভাই আমি ট্রিকবিডিতে 16-02-2018 তারিখ রেজিষ্টেশন হয়েছি।
      আর 22-02-2018 তারিখে ট্রেইনার রিকুইস্ট পাঠিয়েছি।
      আমাকে অথোর বানাননি।
      প্লিজ আমাকে অথোর বানান আমার পোষ্ট গুলো রিভিউ করুন।
      আমার জাভা মোবাইল আছে সেটা দিয়ে আমি পোষ্ট করি এজন্য আমার পোষ্ট গুলো ভাল হয় না।
    8. Md.Abid Perves Author says:
      জানি আপনারা খুব ব্যাস্ত থাকেন।তারপরও অনুরোধ সময়য় পেলে আমার পোস্টগুলো দেখবেন
    9. Alamgir Author says:
      plz vai amr postguli review krle khusi hoitam
  3. Mr. Perfect Author says:
    গুড পোস্ট ব্রো
  4. Foysal Sojib Contributor says:
    Root korci but xpose install dite parci na
  5. SajibDas Author says:
    old post,,
    but not bad.
  6. kawser5784 Subscriber says:
    Vai..kivabe overclock r downclock korbo setcpu dia?
  7. Durjoy1122 Contributor says:
    Copy post. Post ta delete kore din.
  8. muhammad shuvo Contributor says:
    oooo good ami chilo post ti
  9. Peter_Perker Contributor says:
    Vaiya amr phone e toh xposed framework install korte parchina
  10. Sadik Author says:
    চোর৷ এদের জন্য আসল লেখকেরা মূল্য পায় না৷ যওসব চোর কোথাকার৷
  11. Net Boss Contributor says:
    কপিবাজ।
  12. Fc Arif Contributor says:
    vai costom rom korbo ki vabe

Leave a Reply