Site icon Trickbd.com

এবার মোবাইলের সব সফটওয্যার চলবে কম্পিউটারে।দারুন একটি ইমুলেটর।

اَلسَّلَام عَلَيْكُم

পরম করুনাময় ও অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি।ট্রেকবিডি সবাই কেমন আছেন? আমি ভাল আছি আপনাদের দোয়ায়। ছোট্ট একটি টিউন করব আজ।

তা হচ্ছে ইমুলেটর হয়ত অনেকে আগে থেকেই জানেন যারা যানেন না তাদের জন্য এই টিউনটি করা। অনেকের প্রশ্ন আসবে ইমুলেটর আবার কি? আসলে ইমুলেটর হচ্ছে এমন একধরনের সফটওয়্যার যা দ্বারা আপনি এন্ড্রয়েড মোবাইল এর সবগুলো এপস রান করতে পারবেন।সোজা কথায় যদি বলতে যাই তাহলে বলব যে আপনার লেপটপ কিংবা ডেক্সটপ কম্পিউটারের সাথে যুক্ত করুন নতুন একটি মোবাইল ভার্সন।

এটির উল্লেখ্য যোগ্য ‍সুবিধা কি কি?

1.এটি সর্ম্পূন এড মুক্ত ইমুলেটর যা আপনাকে বিরক্ত করবে না।

2.এই ইমুলেটর আপনার কম্পিউটার কে স্লো করবে না।

3.এর মেগাবাইট ও কম।

4.এন্ড্রয়েড এর সকল এপস আপনি এখানে ব্যাবহার করতে পারবেন।

5.একই সাথে মোবাইল এবং পিসি এ দুইটি পাচ্ছেন যা আপনার কম্পিউটারের ব্যাবহারের এক্সপিরেন্স বদলে দিবে।

 

এই ডাউনলোড লিংক থেকে সফটও্য়্যারটি ডাউনলোড করে নিন।

Download

মাত্র-300 MB

লিংক যদি কাজ না করে তাহলে নিচের লিংক

Download 

আশা করি সবাই উপকৃত হবেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে ম্যাসেজ করুন।

আমার আরো পোষ্ট পড়তে ক্লিক করুন লিংকগুলোতে-

1.

GP- Huawei মডেম থেকে Call করুন।লেপটপ কিংবা ডেক্সটপে বসেই।(১০০%প্রমানিত)

2.

এবার PC থেকেই viber এ ভিডিও কল করুন।আপনার Android phone না থাকলেও সমস্যা নেই।(১০০% পরিক্ষিত)

3.

মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর জানুন আপনার মোবাইল এখন কোথায় কোন লোকেশন এ অবস্থান করছে

4.

সফটওয়্যার এর সাহায্যে ইংরেজীতে নিজেকে দক্ষ করতে চান?নিজের speaking&listening লেভেল বাড়াতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্যেই।

5.

সর্তকতামূলক টিউন।আপনার নাম্বারটি অন্য কারোর নজরদারিতে রয়েছে কিনা জেনে নিন এখুনি।

6.

শুনুন ফোনটি দিয়ে কি কথা হচ্ছে দেখুন ফোনটি দিয়ে কি চ্যাটিং হচ্ছে জেনে নিন ফোনটি কোথায় আছে এবার ট্যাকিং/হ্যাকিং হবে সহজেই ১০০প্রমানিত

7.

এবার ইংরেজি চর্চা করুন Cambridge Learner’s সফটয়্যার এর সাথে।UK,US Pronunciation – শুনে ঠিক করুন আপনার উচ্চারন।

8.

বিদেশি বন্ধুদের সাথে Skype তে সরাসরি ইংরেজী প্রাকটিকস করতে চান?নিজের কথা বলার দক্ষতাকে বাড়াতে চান?তাহলে এই টিউন আপনার জন্যই।

9.

মোবাইলকে Hotspot করুন Wifi এ Connected থাকা অবস্থায় এবং যেখানে Wifi Signal নেই বানিয়ে ফেলুন Wifi Zone মেগা টিউন ১০০ প্রমানিত

10.

Miss করার আগেই নিয়ে নিন ১৫টি চমৎকার BIO-DATA এর ডিফল্ট ফরম্যাট।,শিখে নিন সহজে MS Word এর বাংলা ও ইংরেজি ফন্ট পরিবর্তন কিবোর্ড এর F2,F3 দিয়ে।

 

ফেইসবুকে আমি

Rahat Khan