স্প্রেডট্রাম (Spreadtrum) চিপসেটের ডিভাইসসমূহের ফার্মওয়্যার বা ফ্লাশ ফাইল বা স্টক রম সাধারণত প্যাক (.pac) ফরমেটে থাকে। এখানেই সমস্যা!

## এটি যদি zip ফাইল আকারে থাকত তবে খুব সহজেই আপনি এর ভিতরকার System ফাইল, Boot.img, Recovery.img, Scatter File ইত্যাদি এক্সট্রাক্ট (Extract) করতে পারতেন।

## কিন্তু এটি তা নয়, তাই আজ আমি একটি পরিপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যে,কিভাবে আপনার Spreadtrum ডিভাইসের স্টক ফার্মওয়ার Unpack বা Extract করবেন।

## এটি খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল কেননা মাঝে মাঝে কাস্টম রিকভারির জন্য প্রয়োজনীয় ফাইলসমূহ Pac ফাইল থেকে বের করে আনতে হয়।

## চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা।

শুরুতেই যা যা লাগবেঃ

১) পিসি – উইন্ডোজ

২) স্টক রম। (গুগলে সার্চ করে আপনার ফোনের স্টকরম নামিয়ে নিন)

৩) SPD Research Download Tool v17 Latest ?

৪) NotePad++

৫) Winrar

যা যা করতে হবেঃ

## উপর থেকে SPD Research Download Tool v17 Latest টি ডাউনলোড করে winrar দিয়ে Extract করে নিন।

## Research Download Tool Launch করুন। নিচের মতঃ

## Load Packet নামে আইকনটিতে ক্লিক করুন।

## ছোট উইন্ডো ওপেন হবে। আপনার Pac
ফাইলটি সিলেক্ট করে Ok করুন।

## প্যাক (.Pac) ফাইলটি লোড হবে। লোড শেষ হলে Settings আইকনে ক্লিক করুন।

## .Pac ফাইলের ভিতরকার ফাইলগুলো লোড হবে। লিস্টে আপনি যেটা Unpac বা Extract করতে চান সেইটায় ডাবল ক্লিক করুন। উদাহরণ হিসেবে System ধরে নিলাম।


## এর পর Right ক্লিক করে কপি করুন।


## Notepad ওপেন করে পেস্ট করুন যেটি কপি করলেন।

## View থেকে Hidden Item ভিজিবল করুন। এটা Properties থেকেও করা যায়।

## এবার নোটপ্যাডে কপি করা প্যাথ
উইন্ডোতে ওপেন করুন। পেয়ে যাবেন আপনার কাংখিত ফাইল।

## এখান থেকে ইচ্ছামত ফাইল Local Disk বা যেকোনো ফোল্ডারে কপি করে রাখুন।

## কাজ শেষ।।

যদি, আপনি উপরোক্ত নিয়মে খুঁজে না পান তবে SPD Research Download Tool এর ভিতরে ImageFile নামে ফোল্ডারটি চেক করবেন।

ধন্যবাদ।

ভিডিও ফর নিউবাইঃ

## ধন্যবাদ।

?????????????????????????????????????☔

## by Riadrox

Email: [email protected]

Facebookfb/myself.riadrox

10 thoughts on "[Tutorial] কিভাবে Spreadtrum ডিভাইসের (.Pac) ফার্মওয়্যার Unpack বা Extract করবেন।"

  1. Ex Programmer Contributor says:
    nc post Riad bro.
    1. Riadrox Legend Author Post Creator says:
      Thanks brother
  2. Md.Abid Perves Author says:
    ভাই রুট ছাড়া কি আপডেটেড কাস্টম রম ইনস্টল করা যায়?,
    ভালো পোস্ট।
  3. mohammad parvez Author says:
    .md5 formate ar stock rom ar vitor theke kivabe recovery,boot agula extract korbo
  4. kahar ali Contributor says:
    ভালো পোস্ট ভাই, কিন্তু কীভাবে কাস্টম রিকভারী বানাব একটা পোস্ট করেন |
    1. Riadrox Legend Author Post Creator says:
      See my previous post
  5. sabbir Author says:
    nice post bro
  6. Server Error Author says:
    Awesome tune bro

Leave a Reply