হ্যালো বন্ধুরা,
আপনারা অনেকেই হয়ত অ্যান্ড্রয়েডের ডিফল্ট ইমোজি ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন। যারা এডভান্সড ইউজার আছেন তারা নিশ্চয়ই এতদিনে অনেক ভিন্ন ভিন্ন ইমোজি প্যাক ব্যবহার করেছেন।
কিন্তু যারা ইমোজি পরিবর্তন করতে জানেন না তারা নিত্যনতুন ইমোজি এর স্বাদ নিতে পারছেন না। তাদের জন্য আার আজকের এই পোস্ট।
অনেকের মনেই হয়ত প্রশ্ন আসছে, টুইটার এর ইমোজি আবার কি?
টুইটারের ইমোজি হচ্ছে টুইটারে চ্যাটিং এবং অন্যান্য কাজে যেই ইমোজি ব্যবহার করা হয় সেগুলো। আপনারা যারা মেসেঞ্জারে চ্যাটিং করেন তারা নিশ্চয়ই মেসেঞ্জার এবং মোবাইলের ডিফল্ট ইমোজি গুলোর মাঝে তফাৎ লক্ষ করেছেন। ঠিক তেমনি টুইটারের ইমোজি গুলোও ভিন্ন।
সবার প্রথম মোবাইলের স্টক ইমোজি আর টুইটারের ইমোজি এর মধ্যে কিছু পার্থক্য দেখে নিইঃ
Stock/Default Emojis:
Stylish Twitter Emojis:
এতক্ষণে নিশ্চয়ই টুইটার এর ইমোজি সম্পর্কে সুন্দর ধারনা লাভ করে ফেলেছেন।
কিন্তু সুন্দর ধারনা লাভ করলেই তো আর হবেনা, তাই না? ইমোজিগুলো মোবাইলে ফ্ল্যাশ করতে হবে।
তো কাজ শুরু করা যাকঃ
প্রথমই নিচের লিংক থেকে ইমোজি প্যাকটি ডাউনলোড করে নিন।
Download Link
এটি একটি Flashable Zip ফাইল। তাই এটি ফ্ল্যাশ করতে হলে আপনার ফোনে অবশ্যই TWRP ইন্সটল করা থাকতে হবে।
ডাউনলোড শেষ হলে TWRP তে গিয়ে ফাইলটি ফ্ল্যাশ করে দিন।
আর যাদের মোবাইলে TRRP বা অন্য কোনো কাস্টম রিকভারি নেই, তারা ফাইলটি ডাউনলোড করে এর ভিতরে থাকা ইমোজি প্যাকটি কপি করে আপনার ফোনের রুটে গিয়ে /system/fonts ফোল্ডারে পেস্ট করে রিবুট দিন। (রুটেড ইউজার হলে এটি অবশ্যই পারবেন, তাই আর স্ক্রিনশট দিয়ে দেখালাম না)
Credit: Himaloy Himu
তবে ফ্ল্যাশ করার আগে আপনার ফোনের স্টক ইমোজি প্যাকটির ব্যাকআপ নিয়ে রাখবেন।
Ki name pabo oi emoji folder bolte paren?
age akber twrp dia font flash dia phone r on hoito nh..
only sony lekha oi porjonto e thakto