আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। TrickBD তে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে একটি পদ্ধতি নিয়ে এসেছে যাতে আপনি রুটি ইউজার হয়েও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন। আশা করি সবার পছন্দ হবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক।

কিছু কথা

আমাদের চেনা জানা অনেক সমস্যার মধ্যে একটি হলো রুট ইউজার হওয়ায় বিকাশ অ্যাপ ব্যবহার করতে না পারা। তার কারণ বিকাশ অ্যাপ রুট সমর্থন করেনা।

তাই বিকাশ অ্যাপটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনার ফোনটি আনরুট করতে হবে। কিন্তু যদি আমরা আনরুট করি তাহলে অনেক ফিচারস ইউস করতে পারিনা। সেজন্য আমাদের রুট কে হাইড বা লুকাতে হবে। সেজন্য আপনাকে যা করতে হবে তা নিচে দেওয়া হলোঃ

পদ্ধতিসমূহ

আপনি যদি সুপার সু দিয়ে আপনার ফোনটিকে রুট করে থাকেন তাহলে রুট হাইট করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যদি ম্যাজিকস অ্যাপ ব্যবহার করে আপনার ফোনটি রুট করে থাকেন তাহলে সেটা বেশ কঠিন সেজন্য আমি আরেকটি একটি পর্ব তৈরি করব।

ধাপ ১

প্রথমে সুপার সু তে যান

ধাপ ২

Settings এ ক্লিক করুন।

ধাপ ৩

Enable superuser এর টিক মার্কটা সরিয়ে দিন।

ধাপ ৪

এবার নিশ্চিন্তে বিকাশ অ্যাপ ব্যবহার করুন।

 

পরিশেষে

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন। আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

সময় হলে আপনারা ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ওয়েবসাইটটিতেঃ A Techy Tutor

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, পরের পোস্টে দেখা হবে। পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত জানান।

ধন্যবাদ








24 thoughts on "আপনি কি রুট ইউজার? বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারছেন না? দেখে নিন সমাধান।"

  1. 444mdzahid Contributor says:
    সুপার সু থেকে ম্যাজিস্ক সহজ। আপনার পদ্ধতিতে করলে সব এ্যাপ রুট হারাবে। কিন্তু ম্যাজিস্ক এ করলে বিকাশ বাদে সব এ্যাপে রুট চলবে।?
    1. Emon Author Post Creator says:
      ঠিক বলেছেন। কিন্তু আমার ফোনে ম্যাজিস্ক না থাকায় আমি সেই উপায় দিতে পারিনি। কিছু দিনের মধ্যে ম্যাজিক্স নিয়ে পোস্ট করবো।
    2. 444mdzahid Contributor says:
      তাহলে আপনি উপরে বলেছেন ম্যাজিস্ক দিয়ে করলে নাকি রুট হাইড বেশ কঠিন কিন্তু কেন?? বরং এটা সুপার সু থেকে সহজ।
    3. Emon Author Post Creator says:
      আমি আগে শুনে ছিলাম কঠিন কিন্তু নিজে ট্রাই করে দেখেছি সহজ।
    4. Labib Author says:
      এর সাথে Magisk এর Safety Net ও Passed থাকতে হবে। আর ফোনে Xposed Install থাকলে Safety Net কাজ করবে না আর রুট ও hide হবে না। যা আমি করতে পারতেছি না …।
    5. Member Trickbd Subscriber says:
      Magisk diya to asole root hoy e na. Oita diya root korle kono kaj e kora jayna. Supersu Best
    6. Labib Author says:
      এর সাথে Magisk এর SafetyNet ও Passed থাকতে হবে। আর ফোনে Xposed Install থাকলে Safety Net কাজ করবে না আর রুটও hide হবে না। যা আমি করতে পারতেছি না…
    7. Labib Author says:
      এর সাথে Magisk এর SafetyNet ও Passed থাকতে হবে। আর ফোনে Xposed Install থাকলে Safety Net কাজ করবে না আর রুটও hide হবে না। যা আমি করতে পারতেছি না…
    8. Labib Author says:
      (my comment moderation)
  2. Abdur_Rahman Contributor says:
    Eta korle to root permission e thakbe na.
  3. Sobuzbd24 Contributor says:
    symphony w65i version 4.4
    eta te cholbe?
    1. Emon Author Post Creator says:
      চলবে ভাইয়া।
  4. chayan123 Contributor says:
    Multi user এর জন্য যে জন্য বিকাশ যে ডিভাইস গুলো ব্লক করে দিছে এরর কোড দেখাচ্ছে সেগুলোর সমাধানের চেষ্টা করুন
  5. Member Trickbd Subscriber says:
    Supersu Dissabled kora r unroot kora mane to akoi holo. Disable korle to root r thakena.
    1. Emon Author Post Creator says:
      Root Disable করলে পরবর্তীতে রুট দরকার হলে সহজেই রুট এনাভল করা যায় । তাই কোনো অসুবিধা হবেনা।
    2. Member Trickbd Subscriber says:
      Root disable kore phone off kore abar on kore dekhen to enable kora jay kina.
    3. Emon Author Post Creator says:
      জায় ভাইয়া।
  6. selimdrmd Contributor says:
    I need Magisk solution urgently
  7. ruhul45 Contributor says:
    আমি non রুট ইউজার তবু এই সমস্যা টা করে কিন্তু এর সমাধান পাইনা
    1. Emon Author Post Creator says:
      Android version kom hole ei problem hoy.
  8. ruhul45 Contributor says:
    পাগল নাকি ভারসন কম হলে অ্যাপ সার্পোট ই করবেনা আমার ফোনের ভারসন এন্ড্রোয়েড ৫.১
  9. Rejuan Hosain Contributor says:
    পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

Leave a Reply