হ্যালো বন্ধুরা,
আপনি যদি আপনার ডিভাইসের Status Bar Hide করতে চান,তাহলে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।অনেকে নিজের ডিভাইসের WiFi আইকন লুকিয়ে রাখতে চায়,যাতে তার কোনো বন্ধু তাকে ওয়াইফাই ব্যবহার করতে না দেখে এবং ওয়াইফাই পাসওয়ার্ড যেন না চায়।আবার অনেকে নিজের Status Bar এ আইকন গুলো customize করতে চায়।
Status Bar Hide অথবা customize করতে যা লাগবে!!!
Material Status Bar App
Click This Picture For Download
এ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অপেন করে নিন।প্রথমেই আপনার সামনে একটি পপ আপ শো করবে Not Now ক্লিক করবেন।
এখন Off নামে একটি বাটন পাবেন ওখানে ক্লিক করুন।
এখন ৩ টি অপশন দেখতে পাচ্ছেন যা ইনএবল করতে হবে।প্রথম অপশন অর্থাৎ Drawing এ ক্লিক করুন।
এখন আপনাকে ডিভাইসের Setting এ নিয়ে যাবে।পাশে Disable থাকা বাটন অন করে দিন।
এখন বেক বাটন প্রেস করে বেক আসুন। দ্বিতীয় অপশন Notification এ ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট এর মতো Setting আসবে শুধু পাশের বাটন প্রেস করে অন করে দিন।অন করার সময় পপ আপ সো হবে ওটায় OK দিন!
আবার বেক চলে আসুন।শেষ অপশন Accessibility ক্লিক করুন।
এখন দেখুন ডিভাইসের Setting এ চলে আসছেন নিচের স্ক্রিনশট এর মতো।একটু নিচে চলে আসুন এখন দেখুন Material Status Bar পারমিশন অফ আছে ওখানে ক্লিক করুন এবং পারমিশন দিয়ে দিন।
আবার বেক আসুন দেখবেন এ্যাপটির বাটন অফ থেকে অন হয়ে গেছে।আর আপনার Status Bar এ আইকন গুলো হাইড হয়ে গেছে।অথচ আমার ওয়াইফাই কানেক্ট আছে।
এখন আপনি আপনার Time এবং Battery Percentage কিভাবে আনবেন।এখন Customize করতে হবে।নিচে দেখুন ^ এইরকম একটি চিহ্ন আছে ওটায় ক্লিক করুন।
এখানে আপনার Status Bar এর সব Setting পাবেন।এখানে আপনি Color Change, Battery Percentage Show,12 Hour Clock পাবেন ওগুলো ইনএবল করে দিন।কাজ শেষ!!
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী
Joos Akta Post Thank You