Super Amoled এর একটি অসাধারণ ফিচার হল এর always On Display. স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে এটি চালু হয়ে যায় এবং খুব সুন্দর সুন্দর clock theme অথবা কাস্টম লেখা স্ক্রিনে ভেসে উঠে। কিন্তু আইপিএস বা অন্যান্য ডিসপ্লের ফোনে এই সুবিধা দেয়া হয়না। তাই জাতীয় ফোন poco হিসেবে আজকে এই ডিভাইসে AOD অপশনটি আনলক করব। এর জন্য ফোনে Magisk ম্যানেজার ইনস্টল থাকতে হবে যার অর্থ ফোন রুটেড হতে হবে। এটি শুধু Poco x৩ এর জন্য এবং Miui রম এর জন্য অন্য ফোনের Miui তে ট্রাই করে দেখতে পারেন।

DOWNLOAD

AOD Unlock

Feature

  • চার্জিং এনিমেশন ৩ টি!
  • স্ক্রিনে ডাবল টেপ করলে অফ হবে এবং ডাবল টেপ করলে অন হবে
  • অনেকগুলো Ambient Display Theme পাবেন এবং থার্ড পার্টির সুবিধা

সতর্কতা

এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়নি তাই আমি বলব নিজ দায়িত্বে এই মডিউল ব্যাবহার করতে এবং কোনো রকমের ক্ষতির জন্য আপনি দায়ী।

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

One thought on "Poco X3 ডিভাইসে Always On Display আনলক করুন একদম সহজে। (Root)"

Leave a Reply