আসসালামু আলাইকুম
আশাকরি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজকে আমি আপনাদের সাথে এমন একটা Magisk Module শেয়ার করবো যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের চার্জিং স্পিড,পারসেন্টিজ,ভোল্টেজ ও অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার ফোনের ব্যাটারিটির লাইফটাইম অনেকগুন বেড়ে যাবে।

Requirement :

(I).Magisk Root
(II). ACC – Advance charge controler Magisk module.
(III). ACCa apk.

মডিউল ও অ্যাপটির ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিবো ডাউনলোড করে নিবেন।

মডিউলটি সেটআপ করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

১. নিচের ডাউনলোড লিংক থেকে ACC মডিউলটির ZIP ফাইলটি ডাউনলোড করে Magisk manager বা Fox MMM অ্যাপের সাহায্যে ফ্লাশ করুন।

২.এর পর নিচের লিংক থেকে ACCa অ্যাপটি ইনস্টল করে ফোনটি রিবুট করুন।

৩.তারপর অ্যাপটির ইন্টারফেজ নিচের ছবিটির মতো দেখতে পাবেন।

এখন নিজের ইচ্ছামতো প্রফাইল কাস্টমাইজ করে ইউজ করুন।

ব্যাটারি লাইফটাইম বাড়াতে চার্জিং বন্ধ করবেন ৮০-৯০% এর মধ্যে, কারণ ইন্টারনেটের তথ্যমতে ৩০-৮০ % এর মধ্যে চার্জ রাখলে ফোনের ব্যাটারি লাইফটাইম অনেকাংশে বেড়ে যায়।

ACC magisk Module Click to download

ACCa apk


আজকে এতোটুকুই।
আল্লাহ হাফিজ।

প্রয়োজনে টেলিগ্রামে নক করুন : টেলিগ্রামে আমি

5 thoughts on "[Root-Magisk] আপনার ফোনের চার্জিং কন্ট্রোল করুন আর ব্যাটারির লাইফ টাইম বাড়িয়ে ফেলুন।"

  1. Abdullah Junayet Contributor says:
    charge drain hoya rokkha korbe?
    1. না এটা অভার চার্জ রক্ষা করবে
  2. Abdullah Junayet Contributor says:
    Phone root korar por theke 1hr e 20% er moto sesh hocche .root korar age 10-12% er moto sesh hoto
    1. এইটা কেমনে সম্ভব? আপনি হয়তো এমন কোনো অ্যাপ ইনস্টল রেখেছেন যেগুলো ব্যাটারি ড্রেইন করতেছে অথবা কাস্টম রম ইউজ করতেছেন?!
  3. Sharif Contributor says:
    ভাই রুট করব কিভাবে? একটু জানাবেন?

Leave a Reply