[Root] আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অতিরিক্ত
গরম হলে যেভাবে ঠান্ডা করবেন।

আমরা বর্তমানে সবাই প্রায়
অ্যান্ড্রোয়েড ব্যাবহারকারী আমাদের
মধ্য অনেকেরই একটা প্রবলেম হয় যে শখের
মোবাইলটি বেশি টিপাটিপির ফলে
প্রচন্ড গরম হয় আর এতটাই গরম হয় যে মনে হয়
ডিম সিদ্ধ করা যাবে।

অবশ্য আমারো এই একই সমস্যা ছিল আমার
Symphony W16 বেশ গরম হতো । তো আমি এর
জন্য অনেক গুলো অ্যাপস ব্যাবহার করেছি ।
কিন্তু বেশী কার্যকরি ফল পায় নি।

ফাইনালি Coolify নামের একটা অ্যাপস
ব্যাবহার করে অনেক টা ফল পেয়েছি ।
আশা করছি আপনারাও ভাল ফল পাবেন।

Screenshot

Download Link:

Coolify.Apk(1.02mb)

ধন্যবাদ।

5 thoughts on "[Root] আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অতিরিক্ত গরম হলে যেভাবে ঠান্ডা করবেন"

  1. Akash Rifat Contributor says:
    এতো কাহিনী র দরকার কি পানিতে চুবাইলেই তো ঠিক হইয়া যায়
    আমি নিজে প্রমাণিত
    1. Riadrox Legend Author Post Creator says:
      haha
  2. fahim Contributor says:
    আরে সবচেয়ে ভালো উপায়,
    ফ্রিজের ভিতর ঢুইকা ফোন ব্যাবহাএ করুন তাইলেই ভালো ফল পাবেন।। (আমিও মজা করলাম)

Leave a Reply