অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্মার্টফোন ইউজারদের কাছে এক মাথাব্যাথার বিষয়। কারণ, এক একটা অ্যাপ ব্যবহার করলেই ব্যাটারি ‘ড্রেনড’ হতে শুরু করে। অধিকাংশ স্মার্টফোন ইউজারই ব্যাকগ্রাউন্ডে ‘রান’ হওয়া অ্যাপস বন্ধ করতে পারেন না। যারা পারেন, তারা এটা জানেন না কিছু অ্যাপ আছে যেগুলি আপনি ‘ফোর্স স্টপ’ করলেও বন্ধ হয় না। কিন্তু বিশ্বজুড়ে স্মার্টফোন ইউজাররা যে অ্যাপ সবথেকে বেশি ব্যবহার করেন, সেটাই যে স্মার্টফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচ করে এ কথা জানেন কি?
ফেসবুক স্বীকার করে নিয়েছে, তাদের অ্যাপে এই গলদ হচ্ছে সম্প্রতি। তার কারণ হিসেবে সংস্থ
Background 23mb & Cpu 2%
Kintu Facebook Ram khai 100+mb r cpu 40%
Background 87mb r CPU 40%