অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্মার্টফোন ইউজারদের কাছে এক মাথাব্যাথার বিষয়। কারণ, এক একটা অ্যাপ ব্যবহার করলেই ব্যাটারি ‘ড্রেনড’ হতে শুরু করে। অধিকাংশ স্মার্টফোন ইউজারই ব্যাকগ্রাউন্ডে ‘রান’ হওয়া অ্যাপস বন্ধ করতে পারেন না। যারা পারেন, তারা এটা জানেন না কিছু অ্যাপ আছে যেগুলি আপনি ‘ফোর্স স্টপ’ করলেও বন্ধ হয় না। কিন্তু বিশ্বজুড়ে স্মার্টফোন ইউজাররা যে অ্যাপ সবথেকে বেশি ব্যবহার করেন, সেটাই যে স্মার্টফোনের ব্যাটারি সবচেয়ে বেশি খরচ করে এ কথা জানেন কি?

হ্যাঁ। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক অ্যান্ড্রয়েড ফোনের চার্জ সবচেয়ে দ্রুত শেষ করে। তবে এটা কিন্তু ফেসবুক অ্যাপের স্বাভাবিক আচরণ নয়। এটা একটা গলদ। পোশাকি ভাষায় একে বলে ‘ইস্যু’। চলতি সপ্তাহেই বিশেষজ্ঞরা এই গদল ধরে ফেলেছে। অ্যান্ড্রয়েড এক্সপার্টরা বলছেন, আপনি যদি অ্যাপসের মেনু থেকে ফেসবুক অ্যাপকে বন্ধও করেন, তবু এটা ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। খবর মেল অনলাইনের।
ফেসবুক স্বীকার করে নিয়েছে, তাদের অ্যাপে এই গলদ হচ্ছে সম্প্রতি। তার কারণ হিসেবে সংস্থ

4 thoughts on "যে কারণে দ্রুত শেষ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি"

  1. Emon596 Author says:
    CLASH OF CLAN SOBCHEY BESHI CHARGE KHAY….ITS WRONG
    1. Riadrox Legend Author says:
      Bro.. Coc te ram khai 68mb & CPU 20%

      Background 23mb & Cpu 2%

      Kintu Facebook Ram khai 100+mb r cpu 40%

      Background 87mb r CPU 40%

  2. MehediMitua Contributor says:
    coc a kintu kom charge kai na

Leave a Reply