এখন হাতের স্মার্টফোন দিয়েও মশা তাড়ানো যাবে। কয়েল জ্বালানো বা বিরক্তির মশারি খাটানোর হাত থেকে রক্ষা করবে অাপনার হাতের মোবাইলফোনটি।
যদিও এটি একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার। নাম অ্যান্টি মসকুইটো রিপ্লেমেন্ট। নাম শুনেই বোঝা যায় সফটওয়্যারটির কাজ কি? এই সফটওয়্যারটির কাজ হলো মশা তাড়ানো। আপনি সফটওয়্যারটি আপনার মোবাইলে ইন্সটল করে যখন ওপেন করবেন তখন এটি এমন একটি আওয়াজ করবে যে মশা আর ওখানে থাকতেই পারবে না।
তবে এতে মানুষের কিছু শারীরিক সমস্যা হতে পারে। যেমন, মাথা ঘুরতে পারে। আর আওয়াজজনিত সমস্যা তো অাছেই। তবুও তো কয়েলের বিকল্প হিসেবে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
ai apps shobdo kore moshader tariye dei
Adele – Hello
AdeleVEVO]nice[/url]