বর্তমান প্রযুক্তির যুগে প্রত্যেকের হাতেই একটি
করে ফোন থাকে। বিশেষ করে স্মার্টফোন
সহজলভ্য হওয়ার পর থেকে প্রত্যেকের হাতেই
শোভা পেতে দেখা যায় দেশি বিদেশি নানা
ব্রান্ডের স্মার্টফোন। তবে নানা কাজের এই
পণ্যটি অনেক সময় বিরক্তির কারণ হতে পারে।
কেননা ব্যবহারের সময় নানা রকম ময়লা জমা হয়ে
ফোনকে বিরক্তিকর করে তোলে। সাম্প্রতিক
সময়ে একটি গবেষণায় দেখা গেছে,
টয়লেটের হ্যান্ডেলের থেকেও ১৮ গুণ বেশি
ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনে। তথ্যটা
বেশ উদ্বেগজনক। কারণ সব সময়ের সঙ্গী
ফোনটা যদি ব্যাকটেরিয়ার ভাগাড় হয়। তাহলে তা বেশ
অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
মজার ব্যাপার হচ্ছে খুব সহজেই এ সমস্যার সমাধান
করা যায়। ঘরে ব্যবহৃত কয়েকটি জিনিস ব্যবহার
করেই আপনার প্রিয় মোবাইলটি পরিষ্কার ও
স্বাস্থ্যসম্মত রাখতে পারবেন। নরম কাপড়, কটন বাট,
পানি, অ্যালকোহল ও ভিনেগার ব্যবহার করে খুব
সহজেই আপনার ফোনটিকে পরিষ্কার রাখতে
পারবেন। নিচে এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা
করা হলো।
১. নরম কাপড়

সূক্ষ্ম সুতির নরম কাপড় ব্যবহার করে চাইলেই
আপনার ফোনের ময়লা পরিষ্কার করতে পারবেন।
এজন্য প্রথমে একটি ছোট সাইজের নরম কাপড়
নিন। এক পাশটা শুকনো রেখে অপর পাশের একটু
অংশ পরিষ্কার পানিতে ভিজিয়ে নিন। ভেজানো অংশ
দিয়ে পুরো ফোনের চারপাশটা বেশ ভালো
করে মুছুন। এভাবে মোছার ফলে আপনার
ফোনের ডিসপ্লেতে থাকা ময়লা ও আঙ্গুলের
ছাপ উঠে যাবে। এছাড়াও ফোনের বডির চারপাশের
ময়লাও এর মাধ্যমে ওঠানো সম্ভব।
২. কটন বাট
ফোনের এমন বেশ কিছু জায়গা আছে যেগুলো
নরম কাপড় দিয়ে মোছা সম্ভব না। বিশেষ করে
ডিসপ্লের চারপাশের সূক্ষ্ম ফাঁকা স্থানটায় অনেক
ময়লা জমলেও পরিষ্কার করা খুব কঠিন। এই কঠিন
কাজটাই কটন বাটের সাহায্যে করতে পারেন খুব
সহজে। এজন্য একটি পরিষ্কার কটন বাট নিয়ে ময়লা
আছে এমন জায়গাগুলোতে আস্তে আস্তে
ঘষতে হবে। দেখবেন আপনার ফোনের
কোনাগুলোতে লুকিয়ে থাকা ময়লাগুলো উধাও
হয়ে গেছে।
৩. পানি ও অ্যালকোহলের মিশ্রণ
এজন্য আপনাকে ৬০ শতাংশ পানির সঙ্গে ৪০ শতাংশ রাবিং
অ্যালকোহল (সার্জিক্যাল স্পিরিট) মেশাতে হবে।
এরপর একটি নরম কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে নিয়ে
ফোনের সবখানে ঘষতে হবে। ঘষা শেষে
কাপড়টির শুকনো অংশ দিয়ে ফোনটিকে মুছে
ফেলতে হবে। এতে ফোনের তৈলাক্ত ভাব দূর
হওয়ার পাশাপাশি ফোনের ব্যাকটেরিয়াও দূর হবে।
তবে ওই তরল মিশ্রণ সরাসরি ফোনে দিবেন না।
৪. ফুটানো পানি ও ভিনেগারের মিশ্রণ
যদি রাবিং অ্যালকোহল যোগাড় করা ঝামেলার হয় কিংবা
ব্যবহার করতে না চান তাহলে ওই কাজটা ফুটনো পানি
আর ভিনেগার দিয়ে চালিয়ে নিতে পারেন। সেজন্য
আপনাকে সমপরিমাণ ফুটানো পানির সঙ্গে সমপরিমাণ
সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ করতে হবে।
তারপর ওই মিশ্রণে নরম একটি ছোট একটি
কাপড়ের একপাশ ভিজিয়ে নিতে হবে। এরপর
কাপড়টির ভেজানো অংশের সাহায্য পুরো
ফোনটিকে ঘষতে হবে। ভালোভাবে ঘষা শেষ
করে কাপড়ের শুকনো অংশ দিয়ে পুরো
ফোনটির চারপাশ মুছে নিতে হবে। তবে সরাসরি
মিশ্রণটি ফোনের উপর ফেলবেন না। এতে
ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

Leave a Reply