আজ আপনাদের দেখাবো কি করে
গ্রামীণফোন থেকে পৃথিবীর যেকোন
দেশের যেকোন নাম্বারে ফ্রিতে কথা
বলতে পারবেন। যারা গ্রামীন সিম ব্যবহার
করেন তারা সকলেই জানেন যে গ্রামীণ
সিমে রাত ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন
ফ্রি ফেসবুক ইউস করা যায়, এমনকি Facebook
Default Application, Messenger, Opera Mini, UC
অথবা যেকোন ব্রাউজার ব্যবহার করে। তাই
আমরা আজ সেই সুযোগকেই কাজে
লাগাবো।
১। প্রথমে Google Play Store থেকে
Messenger এর লেটেষ্ট ভার্সন ডাউনলোড
করে নিন। Download Link
২। এবার Hotspot Shield Ellite VPN Pro APK

ডাউনলোড করুন, তারপর ইনিষ্টল করুন।
Download Link
৩। এখন Setting>Apps>Messenger>Clear Data
তে গিয়ে ডাটা মুছে দিন।
৪। আপনার Data Connection ON করুন অথবা
Wifi দিয়ে Internet সংযোগ নিশ্চিত করুন।
৫। Hotspot Shield Ellite VPN Pro অ্যাপস এ
গিয়ে USA Server সিলেক্ট করে IP HIDE
করেন।
৬। আপনার Messenger চালু করুন আর দেখুন
Online এ থাকা বন্ধুদের নামের উপরে Call
Button/icon দেখা যাচ্ছে। তাতে ক্লিক
করে আরামছে কথা বলুন আনলিমিটেড কোন
ইন্টারনেট বা ডাটা চার্জ ছাড়াই।
উক্ত অ্যাপস দুটি উভয়ের ফোনে থাকতে
হবে, যদি আপনার প্রিয়জন USA, UK, CA তে
থাকে তবে তার Hotspot Shield ব্যবহার
করতে হবে না।
স্কিন সর্টঃ
আপনি উপকৃত হলে আমার টিউন লেখার কষ্ট
সার্থক। আপনার মূল্যবান টিউমেন্ট আশা
করছি। উক্ত টিউনটা পূর্বে এই খানে.এই
খানে প্রকাশিত হয়েছিল।
যেকোন প্রকার লেটের Crack Software,
Games, Pro Apps & Mod games পেতে ভিসিট
করুন Latest Crack Zone . আপনার জন্য আমার
এই ব্লগ।

4 thoughts on "ইন্টানেট টিপস – Go সিম দিয়ে সবার সাথে কথা বলুন ফ্রী ১২-৬পর্যন্ত না দেখলে লস"

  1. swapon26 Contributor says:
    ★★★অফার★অফার★অফার★
    BTS এজেন্ট নিন, ফেইসবুক থেকে
    টাকা
    ইনকাম করুন ।
    BTS এজেন্ট মাত্র 100টাকা,
    আপনার
    এজেন্ট একাউন্টে থেকে অন্য
    কে যত
    খুসি তত
    এজেন্ট বানাতে পারবেন আর
    bts
    নাম্বার 0096xxxxxxxxx এরকম
    বানাতে
    পারবেন
    এই অফার সীমিত সময়ের জন্য ।
    Hotline: 01784132599
    &&&&&&****&&&&&&****&&&&&&
  2. rubal9900 Contributor says:
    Hotspot Shield VPN অ্যাপস এ
    গিয়ে USA Server সিলেক্ট করা যায়না 4$ n 27$ ছায়। IP HIDE ও খুজে পাচ্ছিনা। কি করবো?
    Hotspot Shield Ellite VPN Pro এই লেখাটা পুরো প্রেলে ষ্টোরের লেখাটা দেন?

Leave a Reply