পরিবর্তন করে নিন আপনার
“Android এর Default Font”….
←→↓
★Required a Rooted Device★
*
আমরা যারা Android ব্যাবহার করি তারা
সবাই কম বেশি “Font” এর সাথে পরিচিত।
আমরা যখন কোনো নতুন ফোন ক্রয় করি
এবং অনেক দিন ব্যাবহার করার পর
ফোনের Default font আর ভালো
লাগেনা। আসলে আমরা সবাই চাই
Android এর নতুন নতুন স্বাদ উপভোগ করতে।

কিন্তু কেউবা আবার Font change করার
জন্য “Custom Rom” দিয়ে থাকে। কিন্তু
আমি আজকে আপনাদের একটি Apps এর
সাথে পরিচয় করিয়ে দিব, যেটা
দ্বারা সহজেই আপনি পছন্দনুযায়ি Font
পরিবর্তন করতে পারবেন।
Apps টির নাম — Fontster.
প্রথমে প্লে স্টোর থেকে Apps টি
নামান। তারপর অপেন করুন এবং যে
কোনো একটি font এর মধ্যে ঢুকুন এবং
Loading শেষ হলে Font টি দেখতে পাবেন
এবং Right-left স্লাইড করলে Font টির
তিনটা style দেখতে পাবেন। এবং
নিচের দিকে Right সাইটে দেখুন
Download এর Graphics দেখতে পারবেন।
সেখানে ক্লিক করলে Font টি সর্বোচ্চ 1
মিনিটের মধ্যেই (3G Network হলে)
Download হয়ে যাবে । তারপর আপনাকে
Reboot করতে বলবে, Reboot দিন। ব্যাস
আপনার কাজ শেষ। তারপর Enjoy করুন।

4 thoughts on "পরিবর্তন করে নিন আপনার Android এর Default font.."

  1. FIROZ HOSSAIN Contributor says:
    ভাই ফোন কি রুট করতে হোবে???
  2. Hasinur3813 Contributor Post Creator says:
    #Firoz হ্যা আপনাকে অবশ্যই রুট করতে হবে।

Leave a Reply