জেনে নিন এন্ড্রয়েড Brick
ও Soft Brick কি?[লুল]
Brick কি?
Brick মানে হইল ইট। যখন
মোবাইলের সাথে চুদুরবুদুর করার
ফলে ওইটা আর কাজ করে না,
তখন ওইটাকে একটা ‘ইট’ এর সাথে
তুলনা করা হয়। ইট দিয়ে যেমন
কারো মাথা ফাটানো বাদে
কিছু করা যাবে না, তেমনি ওই
অবস্থায় আপনার মোবাইল দিয়ে
নিজের মাথা ফাটানো বাদে
কিছু করানো যাবে না।
অতএব, এত ট্যাকাটুকা দিয়ে
মোবাইল কিনে ওইটাকে ‘ইট’
বানিয়ে ফেলাকেই বলে
‘বিরিক করা’। অকা?
Soft Brick কি?
আক্ষরিক অর্থ হল ‘কোমল ইট’। :p
মানে ঠিক ইটও না আবার
মোবাইলও না, এইরকম অবস্থা।সফট
ব্রিক হলে মোবাইলে স্টক রম
ফ্ল্যাশ করে রিকভার করা যায়।
Soft Brick হইসে বুঝবো
কিভাবে?
একদম সোজা, যখন আপনার
মোবাইল অন হবে কিন্তু বুট
লোগো/বুট এনিমেশনে আটকে
থাকবে তখন একটা সুন্দ্রিমার্কা
‘সফট’ হাসি দিবেন। কারণ
আপনার মোবাইল সফট ব্রিক হইয়া
গেসে।
“মুহুহুহাহাহা, রিকভারিতে
যাবো, আগের নেয়া
ব্যাকাপটা ফ্ল্যাশ করবো, খেল
খতম!! ” -মুহুহুহাহাহাহা, সফট ব্রিক
হইলে রিকভারি অন হয়না, এটা
সফট ব্রিক হওয়ার অন্যতম লক্ষণ।
এ অবস্থায় মোবাইলের ঘনঘন
রিস্টার্ট দেখা দিবে, বুট হইতে
হইতে হইবে না টাইপ অবস্থা
দেখা দিবে।
Soft Brick কেন হয়?
যখন আপনি না জেনে সনির
মোবাইলের রম স্যামসাঙ্গের
মোবাইলে ফ্ল্যাশ মারেন, বা

এক মডেলের রম আরেক মডেলে
ফ্ল্যাশ মারেন তখন মোবাইল
অর্ধেক ফ্ল্যাশ নিয়ে টাস্কি
খাইয়া যায়। রিকভারি দিয়ে
নতুন রম ফ্ল্যাশ করার সময় সাধারণ
‘/system’, ‘/data’, ‘/dev’ এসব
ডিরেকটরি ফরম্যাট হয়ে যায়
এবং নতুন রমের সবকিছু ওই
জায়গায় ঢুকে।
এখন মনে করেন অন্য একটা
মডেলের রম ফ্ল্যাশ দিলেন।
প্রথমে তো মোবাইল মনের সুখে
ডিরেক্টরি গুলো ফরম্যাট করে
দিসে, কিন্তু নতুন গুলো
ঢুকানোর সময় বুঝলো যা ‘ইয়া
খোদা, এগুলার আমার ফোনের
জন্য বানায় নাই! ক্যাপ্টেন,
এব্রড মিশন, এব্রড মিশন!’ তখন
অর্ধেকে ফ্ল্যাশ কেনসেল করে
দিবে। এখন ইতা তো ফরম্যাট
মেরে মোবাইলের মাথা
ফকফকা বানাই দিসে, তাই
পরেরবার মোবাইল অন হওয়ার মত
ফাইলই পায় না। ওই বুট
এনিমেশনে মাথা ঘুরাইতে
থাকে,আর গান গায় “গাঁজার
নৌকা পাহাড়তলি যায়, ও
মিয়াবাই…”
আবার অনেকসময় ডেভেলপাররা
বলে দেয় যে এই রম ফ্ল্যাশ করার
আগে অবশ্যই অমুক তমুক পার্টিশন
ফরম্যাট/Wipe করতে হবে। না
করলে Soft Brick. আমি কিছুদিন
আগে এই ধরা খাইসিলাম।
Soft Brick কিভাবে
রিকভার
করিবো?
যেহেতু রিকভারিতেই ঢুকে
না, সেহেতু মোবাইল দিয়ে আর
কিছু করার নাই। পিসি লাগবে।
পিসিতে ফ্ল্যাশটুল (যেমনঃ
Samsung এর জন্য Odin, Sony র জন্য
FlashTool, Walton/Symphony এর জন্য SP Tool
ইত্যাদি) ডাউনলোড করতে হবে।
তারপর আপনার স্ব স্ব মোবাইলের
ফার্মওয়ার ডাউনলোড করতে
হবে(এটা রম, ফ্ল্যাশ করা যায় মত
ফরম্যাটওয়ালা)। তারপর
মোবাইলের ড্রাইভার ইন্সটল
করতে হবে (আপনার মরা
মোবাইলটা যে আসলে একটা
মোবাইল সেটা কম্পিউটার বুঝে
ড্রাইভার দিয়ে) তারপর
বিসমিল্লাহ বলে ফ্ল্যাশ
মারবেন, ফ্ল্যাশ হইয়া যাবে।
ফ্ল্যাশ ঠিক মত হইলে মোবাইল
অন হতে বাধ্য।
পারসোনাল
এক্সপেরিয়েন্সঃ
কয়েকদিন আগে একটা
মোবাইলে(Xperia TX) নতুন রম
করতে গিয়ে সফট ব্রিক করে
ফেলসি। রম ঠিকই ছিল, ওইযে
Wipe করি নাই। মোবাইল Sony
লেখা নিয়েই গান গাইতেসে।
আবার আমার কাছে পিসি
দিয়ে ফ্ল্যাশ করার মত
ফাইলটাও ছিল না।
তখন করসি কি, ওই মোবাইলটার
ফ্ল্যাশেবল কাস্টম কার্নেল
নামাইসি, যেটাতে TWRP+CWM
দুইটা রিকভারিই আছে। পিসি
দিয়ে কাস্টম কার্নেল ফ্ল্যাশ
মারার পর রিকভারিতে ঢুকে
Wipe করসি। তারপর ঠিকই বুট
হইসে।
কথা হইল এরকম আপনারা সব
মোবাইলে পারবেন না। কারণ
সব মোবাইলে ডেভেলপার
সাপোর্ট থাকে না। এটা সনি
বলে অনেক ডেভেলপার ছিল
এবং খুঁজে আমি এরকম কার্নেল
পাইসি। কিন্তু নন ব্রাণ্ড হলে
আপনার ফ্ল্যাশটুল ছাড়া পথ
খোলা নাই।
——————————
বিঃদ্রঃ – ফার্মওয়ার কি ,
ড্রাইভার কি, ফ্ল্যাশ টুল কি
সবকিছু নিয়ে লেখা হবে,
ব্রাদার। নিজে পিনিক খাবেন
না, অন্যকে খাওয়াবেন না।

আরও এরকম ট্রিক দেখতে এই পোস্টটি দেখুন

7 thoughts on "জেনে নিন এন্ড্রয়েড Brick ও Soft Brick কি? [লুল] দেখতেই হইব"

  1. Riadrox Legend Author says:
    copy paste from me!! abal chengra!!
  2. Akas Seikh Contributor says:
    Thanks onek kicu jananor jonno.

    Copy past no problem.
    Assa ami boot animatioon use kori.
    But,kono custom rom use korina.
    Er poreoki brik hooar somvabona ace..?

    1. Riadrox Legend Author says:
      apni dashboard theke trash korun ai post..
      r brick howar somvabona nei
  3. Dipto222 Author Post Creator says:
    Nahh…vaaia
  4. Dipto222 Author Post Creator says:
    Welcome bro
  5. Nazrul Islam Contributor says:
    max980 boot hoyar por screen drak[black] hoy jay.onake khan por on hoy ki korbo.

Leave a Reply