আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। বাহিরে প্রচুর রোদ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি এপ শেয়ার করব। আমার মনে হচ্ছে এপটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এটা অনেক কাজের এপ। তাহলে আমরা এপ নিয়ে আলোচনা শুরু করি।

আজ আমি আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা দিয়ে আপনি বাতাসের মাধ্যমে কল রিসিভ করতে পারবেন। আপনার মোবাইলে যখন কুন কল আসবে তখন আপনি আপনার মোবাইল টাচ না করে আপনি কল রিসিভ করতে পারবেন। তবে সেই কাজের জন্য আপনাকে বাতাস প্রয়োগ করতে হবে। বাতাসের সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এই এপ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এটার কাজ খুব সহজ।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name:Air call Receive.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।

Download:Air call Receiver

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ
Air call Receiver

Leave a Reply