আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।

হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে
অন হবে ! বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করব

প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download Here

এটি কিভাবে কাজ করে? এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে। এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে। একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেইস্বয়ংক্রিয় ভাবে ডিসপ্লে অন করে দেয়। তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে। আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিংকরে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন।

এই অ্যাপটি ফ্রি নয়। Play Store থেকে এটি নামাতে
হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে।
তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে, তাও
আবার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ !

Always Stay With Trickbd.Com

4 thoughts on "পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে"

  1. md roky rana Contributor says:
    amar mobile hoyna walton primo E2???
    1. Dipto222 Author Post Creator says:
      hobe try korun
  2. md roky rana Contributor says:
    onek bar toii korchi hocche na.
  3. RaselHD Contributor says:
    vai tnx….kaj kore

Leave a Reply