আলোচনা :Android এ অনেক ভিডিও প্লেয়ার
থাকলেও MX Player কে এখন পর্যন্ত কোন প্লেয়ার ই
ছাড়াতে পারেনি।সবচেয়ে জনপ্রিয়,সবচেয়
ে বেশি ব্যবহৃওত আর সত্যিকার অর্থেই বেস্ট
ভিডিও প্লেয়ার হচ্ছে MX Player.কিন্তু এর
সীমাবদ্ধতা হচ্ছে এটিতে সরাসরি AC3,DTS সাউন্ড
সাপোর্ট করেনা যার কারণে এই ফরম্যাটের
ভিডিও বা মুভিতে সাউন্ড আসেনা।ছোট ধরনের
সমস্যা হলেও মুভিপ্রেমীদের কাছে বিরাট সমস্যা
যারা সাবটাইটেল দিয়ে মুভি দেখেন।তো আজ এর
সমাধান নিয়ে আসলাম,চলুন শুরু করি
*************************************
বিস্তারিত :এটা করতে Codec ব্যবহার করতে হবে
কিন্তু এই কোডেক ডিভাইস ভেদে বিভিন্ন হয়।এখন
আপনার ডিভাইসের MX Player এর জন্য কোন Codec টি
দরকার সেটা বের করতে MX Player অপেন করে
সেটিং এ যান তারপর Decoder অপশনে গিয়ে একদম
লেখা থাকবে। এবার আপনার ডিভাইসে যে
কোডেক লাগবে সেটা নিচ থেকে ডাউনলোড করে
নিন,,
1. Arm v7-Neon:
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12894&task=get
2. Arm v7-Tegra3: ht
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12896&task=get
3. Arm v7-Tegra2: h
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12895&task=get
4. Arm v6 VFP:
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12899&task=get
5. Arm v6:
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12898&task=get
6. Arm v5TE:
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12897&task=get
7. x86: http://forum.xda-developers.com/devdb/project/
dl/?id=12900&task=get
8. MIPS:
http://forum.xda-developers.com/devd/project/dl/?id=12893&task=get
******************************
এবার MX Player >Setting>Decoder এ গিয়ে একদম
ডাউনলোড করা জিপ ফাইল টি সিলেক্ট করে
দিন,এতে কনফার্মেশন চাইবে Ok প্রেস করবেন
এতে MX player টি রিস্টার্ট হয়ে যাবে এবং AC3
সাউন্ড সাপোর্ট করবে। আর যদি না করে তাহলে
এটি নামান AIO Pack:
http://forum.xda-developers.com/devdb/project/dl/?id=12892&task=get এবং আগের মতো
কাজ করুন আর দেখুন ম্যাজিক!!!
[end]
ভাইজা