কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সবার সাথে এমন কিছু অ্যাপস পরিচয় করিয়ে দিব যা আপনাদের খুব ভাল লাগতে বাধ্য করবে।

আজকে আমি আলোচনা করব জনপ্রিয় কিছু বাংলা লেখার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে । যে অ্যাপ্লিকেশনের াহায্যে আপনি চাইলে সহজে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত

ডিভাইসে বাংলা মাধ্যেমে লিখতে পারবেন। বর্তমান যুগে আমাদের অনলাইনে যোগাযোগ করতে ইংরেজি মাধ্যম কে বেশি ব্যবহার করতে হয়।

১। আর্ক কীবোর্ড বাংলা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য জনপ্রিয় একটি বাংলা লেখার অ্যাপ্লিকেশন হল আর্ক কীবোর্ড বাংলা

এটি একটি স্মার্ট এবং সহজ বাংলা কীবোর্ড যা ব্যবহার করে আপনি সহজে বাংলা লিখতে পারবেন। এতে অনেকগুল বৈশিষ্ট্য আছে।

নিম্নে বর্ণনা করা হলঃ-

* আশ্চর্যজনক শব্দ স্বীকৃতি এবং পরবর্তী শব্দের সঙ্গে ভবিষ্যদ্বাণী

* এই বাংলা কীবোর্ড আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য দ্রুত এবং আরো সঠিকভাবে টাইপ করতে সাহায্য করে

* এই বাংলা কীবোর্ড emojis শত শত সমর্থন করে * Keypress পপআপ অ্যানিমেশন * Emojis ও বিন্যাস * ডায়নামিক ভাসমান প্রিভিউ

* স্পেস- সচেতন অঙ্গভঙ্গি

* ভয়েস টাইপ *অভিধান * উন্নত কীবোর্ড বিন্যাস

* থিম ওয়াইড বিভিন্নতা চাইলে ব্যবহার করতে কোন রকম ঝামেলা ছাড়াই

Download File

ভালো থাকেন !!

3 thoughts on "জনপ্রিয় বাংলা লেখার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আর্ক কীবোর্ড বাংলা"

  1. SAYEMBD Contributor says:
    good app!
  2. KOMOL12 Contributor says:
    দয়া করে আমাকে কেউ সাহায্য করেন কাস ওপর কেলেন গাম চলছে না phone. Nokia. XL network. Error. দেখায়

Leave a Reply