এবার পিডিএফ ডকুমেন্টসও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানই শেষ নয়, আরও আরও নানা চমক নিয়ে এল হোয়াটসঅ্যাপ।

এই মুহূর্তে জনপ্রিয়তম অ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপ। সব সময় কাজে অথবা অকাজে, আড্ডায় কিংবা আলোচনায় হোয়াটসঅ্যাপ আছে। এবার সেই হোয়াটসঅ্যাপকে আরও ইউজার-ফ্রেন্ডলি করা হল। জেনে নিন নতুন ৫ ফিচার।

১। এতদিন ছবি, ভিডিও, অডিও পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন। এবার পিডিএফ ডকুমেন্ট পাঠানো যাবে।

২। আপনি অনেক রকম স্মাইলি ব্যবহার করতে পারেন কিন্তু রাগ প্রকাশের জন্য তেমন ভাল ইমোজি ছিল না। এবার সেটা যুক্ত হচ্ছে। এমনকি ‘মিডিল ফিঙ্গার ইমোজি’ এসে গেল হোয়াটসঅ্যাপে। সঙ্গে থাকছে পপকর্নের বাটি, মাকড়শা আরও অনেক রকম ইমোজি।

৩। এবার ভিডিও এলেও সেটা জুম-ইন, জুম-আউট করে দেখা যাবে।

৪। হোয়াটসঅ্যাপে এবার ছবি বা ভিডিও-র যেসব লিঙ্ক পাঠানো হয়েছে তা সেভ করে রাখা যাবে।

৫। সবচেয়ে বড় কথা এবার অনেক বড় গ্রুপ বানানো যাবে। এত দিন ১০০ জনের বেশি সুযোগ ছিল না। সেটা বেড়ে হচ্ছে ২৫৬।

Leave a Reply