আবারো নতুন এডিশন নিয়ে ফিরে
এলো
বাংলার স্বাধীনতা যুদ্ধাবলম্বনে নির্মিত
অসাধারণ Android Game “Heroes Of 71 :
Retaliation”

Click Here To Download

আজ ২৬ মার্চ, ২০১৬ রাত ১২.০১ মিনিটে
Google
Play Store এ অবমুক্ত করা হয়।
গেইমটিতে আছে নতুন সব অস্ত্র,
মিশন এবং
নতুন নারী ক্যারেক্টার।

গেইমের প্রারম্ভিক গল্প এরকম:
শনির চর। ১৯৭১ সাল। পুরো দেশ
জুড়ে দাউ দাউ
করে জ্বলছে মহান মুক্তিযুদ্ধের
আগুন। জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের
স্বাধীনতার ঘোষণার পর পরই

দেশের আপামর
জনগণ ঝাঁপিয়ে পড়েছে
মুক্তিযুদ্ধে। যুদ্ধের সময়
তৈরি হয় পাঁচ জনের গেরিলা গ্রুপঃ শামসু
বাহিনি। দলে আছে শামসু, সজল, বদি,
তাপস
আরকবির। প্রচণ্ড যুদ্ধের পরে
শামসুরা মুক্ত
করে শনির চর, দখল করে নেয়
এখানে থাকা
পাকিস্তানি আউট টিউন। কিন্তু শহীদ হয়
সজল। সহযোদ্ধার মৃত্যুতে
প্রতিশোধের আগুনে
প্রদীপ্ত হয় শামসু বাহিনি। খবর আসে
ঘৃণ্য
পাকিস্তানি সৈন্যরা কয়েকজন নারীকে
অপহরণ করে নিয়ে গেছে দুই-তিন
মাইল দূরে
ঊল্লার হাটে একটা টর্চার ক্যাম্পে।
তাদের
দায়িত্ব এই ক্যাম্প দখল করে অপহরণ
হওয়া
মেয়েদের মুক্ত করা।
চারজনের দল নিয়ে ওরা ঝাঁপিয়ে
পড়ে এই
বীরাঙ্গনাদের মুক্ত করার জন্য।
ওদের বিরুদ্ধে
ভারি অস্ত্রে সজ্জিত পাকিস্তানি
নরপশুদের
একটা হিংস্র দল। প্রচণ্ড যুদ্ধের
মধ্যেও ওদের
সামনে চ্যালেঞ্জ অপহৃত মা-
বোনদের সবাইকে
নিরাপদে উদ্ধার করা। এই টর্চার
ক্যাম্পেই
শামসু বাহিনির সাথে দেখা হয় অনিলার।
পৈশাচিক অত্যাচারের মুখেও অবিচল থাকা
এই মেয়েটিও যোগ দেয় ওদের
সাথে………

3 thoughts on "ডাউনলোড করে নিন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গেইম Herose Of 71 এর নতুন এডিশন"

  1. Ezaz Ahmed Contributor says:
    thanks…

    ।।
    ।।।।।>>>>>>>>>>>>>>>>>>
    ।।

  2. Shaem280 Contributor says:
    Shaem24.Blogspot.com

Leave a Reply