ব র্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড
চালিত স্মার্টফোন ব্যবহার
করে থাকে ।
এ্যান্ড্রয়েড চালিত
ফোনগুলোতে রয়েছে অনেক ধরনের
সুবিধা । আর এরই অংশ
হিসেবে ফোনটি নিরাপদ রাখার
ক্ষেত্রে রয়েছে কয়েক ধরনের
সুবিধা যেমন-
পাসওয়ার্ড, প্যাটার্ন লক, পিন লক ।
এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়
সিকিউরিটি সিস্টেমটি হচ্ছে ‘প্যাটার্ন
লক’ , এটি অনেকেই ব্যবহার করে থাকে ।

আবার এটি ভুলেও যায় অনেকে ।
যেকারনে ফোনটিকে পুনরুদ্ধার করার
জন্য ফ্ল্যাশ বা পুনরায়
অপারেটিং সেটআপ দিতে হয় । আর
এটি করার জন্য অর্থও খরচ করতে হয় ।
কিন্তু, এবার কারও
কাছে না গিয়ে আপনি নিজেই এই
কাজটি করতে পারেন ।
আর এজন্য :-
১. প্রথমে ভলিউমের (আওয়াজ কমান-
বাড়ানোর) বাটন দুটি চেপে ধরুন
২. ফোন অন-অফ করার
বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ
না পর্যন্ত ফোনটি চালু হয় ।
৩.এরপর দেখবেন চারটি অপশন আসবে,
তার মধ্য থেকে রিসেট
ফ্যাক্টরি সেটিংস্-
এ চাপুন । এটি করার জন্য অপশন পছন্দের
জন্য ভলিউমের বাটনগুলো এবং অন-
অফ করার বাটনটি পছন্দ করার জন্য ব্যবহার
করতে হবে ।
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে,
ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত

10 thoughts on "অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন বা পিন কোড ভুলে গেলে কিভাবে খুলবেন না দেখলে পরে পস্তাবেন"

  1. Shakil53 Contributor says:
    ভাই, bitcoin account খুলব কিভাবে।
    আর Topit app থেকে Bitcoin এ cr জমা করব কিভাবে এবং bitcoin wallet থেকে মোবাইলে রিচার্জ করব কিভাবে। এই সম্পর্কে একটা পোস্ট করেন।
    1. Cool boy Harun Contributor says:
      এটা দিয়ে কি কাজহয়
  2. rezuant Contributor says:
    ভাই lolipop,kitkat এই সব ভার্শনে এই ভাবে কাজ হয়না। অন্য কোন উপাই থাকলে বলেন,,,,,,
  3. riponmix Contributor says:
    ata amar poct copa kora
  4. Cool boy Harun Contributor says:
    ভাই এটা সকল সেটের জন্য কাজ করবে
  5. merajislam126 Contributor says:
    vai ata to sob mobiler jonno kaj korbena
  6. ranaict Contributor says:
    ভাইয়া আপনার টিউন টি ভাল ভাবে দেখা যাচ্ছে না. লাইন কাটা দেখাচ্ছে. দেখার কোন উপায় আছে?

Leave a Reply