Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » ?AUTO DND অ্যান্ড্রয়েড ইউজাররা না দেখলে চরম লস।

?AUTO DND অ্যান্ড্রয়েড ইউজাররা না দেখলে চরম লস।

আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের একটি Interesting App দেখাবো । কেমন হতো যদি আপনি কোন অ্যাপ এ প্রবেশ করেন তখন Do Not Disturb mode চালু হয়ে যাবে অটোমেটিক্যালি আবার ওই অ্যাপটি থেকে বের হয়ে গেলে Do Not Disturb mode বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। যখন আপনি কোন ভিডিও দেখবেন বা পড়াশোনা করবেন বা গেম খেলবেন তখন এটি বেশ কাজে দিবে। যেমন ইউটিউবে প্রবেশ করলে অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আবার বের হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে Do NOT Disturb।

Tutorial
1. প্রথমে Shizuku সেটাপ করে নিন।

Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী

Shizuku setup tutorial

2. তারপর এইখান থেকে অ্যাপটি ডাউনলোড করে install করে নিন।

Download

3. তারপর ওপেন করুন। Shizuku permission দিয়ে নিন।

4. এইখানে ক্লিক করুন।

5. এখন Do not disturb access দিয়ে নিন।

6.আবার ও এইখানে ক্লিক করুন।

7.Accessibility permission চাইবে তা দিয়ে নেই।

8. এখন All apps বা system Apps থেকে আপনার পছন্দ অনুযায়ী app select করুন।

9. এখন এই অ্যাপগুলোতে প্রবেশ করুন। দেখবেন অটোমেটিক্যালি Do Not Disturb mode চালু হয়ে গেছে। আবার বের হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে।?

##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে বা Shizuku setup problem থাকলে নিচে comment করুন।

11 months ago (Jan 24, 2024)

About Author (11)

Code-x
author

Learning is a journey ??⛷️

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version