আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
তো আজ কে আমি আপনাদের Shizuku এর মাধ্যমে সিস্টেম এবং ইন্সটল অ্যাপ freeze & hide করা দেখাবো। এর আগে আমি আপনাদের canta app এর মাধ্যমে সিস্টেম অ্যাপ আনইন্সটল করে দেখিয়ে ছিলাম।তো যাদের ফোনে default ভাবে app hide করা যায় না, তারা এভাবে অ্যাপ hide & freeze করতে পারবেন, কোনো launcher app ছাড়াই।এই মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এবং পারফরম্যান্স বেড়ে যাবে। কারণ যখন কোনো অ্যাপ ফোনে থাকে তখন সেটা ফোনে running থাকে এবং internet এর সাথে connect থাকে।যার কারণে ব্যাটারি এবং Ram দুটোই ব্যবহার হয়।
আর freeze করলে app গুলো ram&CPU use করতে পারে না।
Setup Tutorial
1.১ম এ Shizuku connect করে নিন।
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী
2.Easy তে Shizuku connect করতে developer tiles use করুন।
3.এখানে ক্লিক করুন।
4.তারপর এখানে
6.এখন দেখুন উপরে wireless debugging option চলে এসেছে।
8.নিচের লিংক থেকে Hail app টি ডাউনলোড করে নিন।
9. ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।
10. তারপর এখানে ক্লিক করুন
11.এখন Shizuku – Disable এ ক্লিক করুন।
12.Shizuku permission চাইলে তা দিয়ে নিন।
12.তারপর এরকম দেখাবে
13.এখন Apps এ ক্লিক করে আপনার পছন্দ মত app select করুন।
14.তারপর Home এ ক্লিক করুন।
15.তারপর Ice চিহ্নে ক্লিক করুন।
17. ? Boom
#Android os file freeze করলে system crash করবে।
##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।
আমার ডিভাইস কনফিগারেশনঃ
১.ডিভাইসঃ Vivo Y21T
২.চিপসেটঃ Snapdraon 680
চালিয়ে যান।