আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজ থেকে আরো পোস্ট করা শুরু করলাম। আমি যতগুলো পোস্ট করেছি সবচাইতে এই এ্যাপটি আমার কাছে বেশি চাওয়া হয়েছে। তো আজকে আপনাদের আশা পূরণ হওয়ার দিন। তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক…………….
আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি
[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]
এই এ্যাপটি মুড করার জন্য আপনাকে তিনটি এ্যাপ ইন্সটল করে নিতে হবে।
আপনাদের বলে রাখি Lucky Patcher install করার পর আপনাদের ফোন মেমোরী অথবা, SD Card একটি Lucky Patcher ফোল্ডার বানিয়ে নিবেন এবং Lucky Patcher সেটিং থেকে ফাইল সেভ হওয়ার জন্য মেনুয়্যাল ভাবে ডিরেশন সিলেক্ট করে আপনার তৈরীকৃত Lucky Patcher ফোল্ডারটি সিলেক্ট করে দিন, নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।
- প্রথমে PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে শুধু মাত্র Extract করে নিন।
- Extract করার পর নিচে একটি APKS ফাইল আসবে কনর্ভাট করে APK বানিয়ে নিন।
- APK বানানোর জন্য NP Manager ব্যবহার করতে পারেন। [NP Manager ওপেন করার আগে ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিন, তা না হলে আপডেট চাইবে]
- NP Manager এ গিয়ে MT2 ফোল্ডারটি ওপেন করুন।
- নিচে দেখুন একটি APKS ফাইল আছে ওটাতে ক্লিক করুন Convert to apk তে ক্লিক করুন এবং apk হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- apk হওয়ার পর ওপেন করুন Lucky Patcher এবং ক্লিক করুন Rebuild & Install ওপশনে। [Lucky Patcher দিয়ে আমরা শুধু মাত্র গুগল ads Remove করবো, এবং পরে MT Manager দিয়ে Timebypass করে টোটাল এ্যাপটি প্রিমিয়াম বানোবো]
- এখন ক্লিক করুন SD Card
- আবারো খুজে বের করুন MT ফোল্ডারটি।
- এখন NP Manager দিয়ে কনর্ভাটকৃত APK ফাইলটিতে ক্লিক করুন।
- নিচে Rebuild লিখাতে ক্লিক করুন।
- তারপর ক্লিক করুন নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন।
- তারপর নিচে দেখানো জায়গাতে টিক দিয়ে দিন।
- এখন নিচে Rebuild The App ক্লিক করুন।
- চলে যান MT Manager এবং ডান পাশে Lucky Patcher ফোল্ডারটি ওপেন করুন।
- এরপর Modified ফোল্ডারটি ওপেন করুন।
- এরপর Asia Vpn ফোল্ডারটি ওপেন করুন। ওখানে আপনার ads রিমুভকৃত এ্যাপটি পেয়ে যাবেন।
- এখন ads রিমুভকৃত এ্যাপটি চেপে ধরে বাম পাশে কপি করে নিন।
- এখন চাইলে এ্যাপটি Install করে দেখতে পারেন যে, ads রিমুভ হয়েছে কি না। [ads রিমুভ করার পর Timebypass করতে হবে]
- আবারো চলে যান MT Manager, আপনার ads রিমুভকৃত apk ফাইলটিতে ক্লিক করে View করুন।
- নিচে দুটি Classes.dex ফাইল পাবেন যে কোন একটিতে ক্লিক করুেন।
- এরপর Dex Editor plus সিলেক্ট করুন।
- এখন Select all & ok করুন।
- Search ওপশনে গিয়ে “milliseconds” লিখে নিচে দেওয়া তথ্য গুলো দিয়ে ওকে করুন।
- নিচে তিনটি কোড আসবে আপনি মাঝখানে যেটা আছে ওটাতে ক্লিক করুন।
- তারপর নিচে দেওয়া জায়গাতে উক্ত কোডটি দিয়ে দিন Code is: const-wide p1, 0x3C27E051100L
- এখন সেভ করুন কাজ শেষ, এ্যাপটি ওপেন করুন দেখতে পাবেন Time দেওয়া আছে 60 মিনিট কিন্তু আপনি যখন কোন সার্ভার কানেক্ট করবেন তখন আপনার দেওয়া Time add হয়ে যাবে। নিচে স্ক্রিনশট যেমন দেখতে পাচ্ছেন।
[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]
[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
https://t.me/japremium/84
Oita den
ETA kaj korse..
thanks vai.♥️♥️