আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। অনেকে আছেন যারা অবসর সময়ে কার্টন সিরিজ ও মুভি দেখতে অনেক পছন্দ করেন, তাদের জন্যই আজকের পোস্ট। বিশ্বে অনেক জনপ্রিয় কার্টন সিজির দেখান এ্যাপ আছে তাদের মধ্যে অন্যতম একটি এ্যাপ Crunchyroll app।

আজকের এ্যাপটি প্রিমিয়াম করতে একটু ঝামেলা হইতে পারে তবে, খুব কঠিন নয়। তো চলুন শুরু করা যাক।

আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি

  • প্রথমে আপনি Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিবেন।
  • Install করার পর আপনি একটি একাউন্ট করে নিবেন এবং একটি Username সেট করে নিবেন
  • আমার এ্যাপটি Kill Signature করার প্রয়োজন হয়নি। আপনাদের প্রয়োজন হলে করে নিবেন। Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করার পর MT Manager দিয়ে  Extract করে নিবেন।

  • Extract করার পর নিচে একটি ‍apks ফাইল চলে আসবে ওটা NP Manager or AntiSlipt দিয়ে ‍apk বানিয়ে নিবেন

  • apk বানানোর পর MT Manager গিয়ে এ্যাপটি View করুন।

  • নিচ থেকে যে একটি Classes.dex ফাইলে ক্লিক করুন।

  • এখানে Dex Editor plus সিলেক্ট করুন।

  • এখানে Select all & ok করুন।

  • Search ওপশনে গিয়ে নিচে দেয়া তথ্য গুলো দিয়ে ok করুন।

  • নিচে যে কোড গুলো আসবে সেখান হতে সবার উপরো যে কোড আছে ওটাতে ক্লিক করুন।

  • নিচে প্রিমিয়াম করে দিন। Premium code is: const/4 v0, 0x1  দিয়ে সেভ করুন।

  • সেভ করার পর একধাপ ব্যাক করুন এবং উপরো আরো ‍Start a new search ওপশনে ক্লিক করুন।

  • আবারো নিচে দেওয়া তথ্যগুলো দিয়ে ওকে করুন।

  • সবার উপরো যে কোড আসবে ওটাতে ক্লিক করুন।

  • এখন সবার উপরে কম্পাস আইকন দেখতে পাবেন ওটাতে ক্লিক করুন।

  • নিচে দেখানো জায়াগাতে চেপে ধরে Find usages ক্লিক করুন।

  • নিচে দুটি কোড আসবে আপনি উপরে কোডটিতে ক্লিক করুন।
  • তারপর এইএকই পেইজেই আপনাকে ৫টি জাগায় প্রিমিয়াম করতে হবে।
  • যেখানে শুধুমাত্র move-result v0 এর স্থানে  const/4 v0, 0x1 দিয়ে দিন। যত গুলো move-result v0 আছে সবগুলোতেই দিতে হবে শুধু মাত্র একটি isEmpty()Z Method এর নিচে দিতে হবে না। নিচের স্কিনশট গুলো লক্ষ্য করুন।

  • সবগুলো স্থানে কোড গুলো দিয়ে সেভ করে Install করুন দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।

[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

 

মুড করতে না পারলে নিচ থেকে মুডকৃত এ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Download

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

7 thoughts on "বিশ্বের বিখ্যাত কার্টন সিরিজ ও মুভি দেখার জনপ্রিয় Crunchyroll app প্রিমিয়াম বানিয়ে নিন।"

  1. w+Mohammad+f Contributor says:
    Play store disable kra jcse nah .. tyle ki krbo
  2. Abir Arafat Chawdhury Contributor says:
    App Mod Korte Hole Ki Phone Root Korte Hoy
    1. Kowsik Contributor says:
      no
  3. the_sayem Contributor says:
    কতদিন টিকবে?
  4. Kowsik Contributor says:
    premium ok but streaming error asa kono video on hoi na
  5. Raihan Author says:
    apnr mod kora apps Update chacce
  6. Mohtasin_Nur_Raiyan Author says:
    ei error ta ashe….. mod korar jekono video (free or premium) open korle: exo-1004 crunchyroll

Leave a Reply