আমাদের প্রায় অনেকেই আছি যারা গল্প বা গান প্রেমিক। প্রতিনিয়তই আমরা এগুলো শুনে থাকি। আমরা সকলেই চাই নৃত্য নতুন সব গান বা গল্পের আপডেট। সব সময় ইউটিউবের মধ্যে খুজতে থাকি যে আজকে নতুন কি এসেছে। আর এসব ইউটিউব থেকে ডাউনলোড করতে অনেক ঝামেলায় পরতে হয় যেমন ইউটিউবের ভিডিও এর লিংক কপি করে আবার ব্রাউজারে ঢুকে ডাউনলোডার ওয়েবসাইটে যেতে হয় তারপর লিংক পেষ্ট করে ডাউনলোড করতে হয়। আর এসব ঝামেলা আমরা সব সময় এরিয়ে চলি তাই যা কিছুই দেখি বা শুনি সব ইউটিউবের সাহাজ্যে সেসব দেখে থাকি।

আমরা যখন ইউটিউবের মধ্যে গান বা গল্প পডকাষ্ট এগুলা শুনি তখন কিন্তু আমাদের ফোনটা জ্বলেই থাকে। আমরা যারা অডিও গান বা গল্প প্রেমি তারা কখনো বা কখনো একবার হলেও চিন্তা করেছি যে যদি একটা সলিউসন পেতাম যে অডিও গান বা পডকাষ্ট শোনার সময় ফোনের স্ক্রিন অফ থাকতো! তো তাদের জন্যই আজকে আমার এই ট্রিক্স। আজকে এমন একটি এপ নিয়ে কথা বলবো যেটির সাহায্যে ইউটিউব বা যেকোন ভিডিউ চলা অবস্থায় ফোনের স্ক্রিনটি বন্ধ করতে পারবেন। তো বক বক না করে চলুন দেখে নেই কিভাবে তা করতে পারি!

প্রথমেই চলে যেতে হবে ফোনের প্লে ষ্টোরিতে

এরপর প্লে ষ্টোরির সার্চ বারে লিখুন Black Screen

তাহলে সার্চ লিষ্টের প্রথমেই পেয়ে যাবেন সেই আপটি। এবার এপটি ইনষ্টল করে ওপেন করুন,

ওপেন করার পর এপটি পারমিশন চাইবে OKAY লেখাটিতে ক্লিক করুন,


এবার এরকম একটি ইন্টারফেস আসবে আপনি আপনার মন মতো কাষ্টোমাইজ করে নিন আর START বাটনে ক্লিক করুন,


ব্যাস এপটি এখন রানিং হয়ে গেছে, এবার এপটি কাজ করতে শুরু করেছে। এখন আপনি ফোনের ভিতরে যেকোন স্থান থেকেই এটি ব্যাবহার করতে পারবেন। এপটি রানিং অবস্থায় স্ক্রিনে একটি লক বাটন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করলেই স্ক্রিন অফ হয়ে যাবে বা কালো হয়ে যাবে। আপনি চাইলে লক আইকনটি ক্লিক করে ধরে স্ক্রিনের যেকোন পাশে যেকোন স্থানে রাখতে পারেন।

এবার এপ থেকে বের হয়ে ইউটিউবের একটি ভিডিও ওপেন করি,

পাশে থাকা লক আইকনটাতে ক্লিক করি,

দেখুন স্ক্রিনটি অফ হয়ে গেছে বা কালো হয়ে গেছে। এবার স্ক্রিনে ক্লিক করলে টাইম এবং ব্যাটারির আইকন চলে আসবে এরকমঃ

আর UNLOCK লিখাতে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে যাবে বা স্ক্রিন অন হয়ে যাবে।

তো এপটি ব্যাবহার হয়ে গেলে এপটি রানিং অবস্থায় না রেখে এপটি বন্ধ করতে চাইলে আবার এপটিতে প্রবেশ করুনঃ

এবং STOP বাটনে ক্লিক করুন, ব্যাস এপটি বন্ধ হয়ে যাবে। আবার যখন এটি ব্যাবহার করবেন এপের মধ্যে ঢুকে আবার আগের নিয়মে সেট করবেন।

এটা ব্যাবহার করার সুবিধা হলো ভিডিও চলাকালীন সময় স্ক্রিন চালু থাকলে যতটা চার্জ যেতো বা ফোনের ডিসপ্লের মধ্যে যে চাপ পরতো এই এপের মাধ্যমে স্ক্রিন বন্ধ করলে তার চাইতে চার্জ কম যাবে এবং ডিসপ্লেতে তেমন একটা চাপ পরবে না।

তো আজকের টিটোরিয়ালটি এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ পোষ্টটি আগ্রহের সাথে পড়ার জন্য, ধন্যবাদ! আসসালামু আলাইকুম।

6 thoughts on "ইউটিউব অথবা যেকোন ভিডিও দেখুন ফোনের স্ক্রিন অফ রেখে। অনেকেরই কাজে লাগতে পারে!"

  1. teampx Contributor says:
    Nice but phone off rekhe to bro video dekha jaina 🤗
    1. Shakil Mahmud Author Post Creator says:
      video dekha jay na bt sona to jay…🙃
  2. Sajid Blue Author says:
    good. bananer dike kheyal rakha uchit
  3. Jâ kâ r îâ Contributor says:
    Nice post.. amr onek kaje debe
    1. Shakil Mahmud Author Post Creator says:
      ❤️❤️

Leave a Reply